কলকাতা, 26 নভেম্বর : ওদের হাতের কাজের কথা সবাই জানে । অসতর্ক মুহূর্তে চোখের নিমেষে মোবাইল কিংবা মানিব্যাগ তুলে নিতে সিদ্ধহস্ত ওরা । গোয়েন্দাদের ভাষায় পকেটমার করায় একেবারে "শিল্পী" । ঝাড়খণ্ডের তিনপাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে গোয়েন্দারা তাদের নাম দিয়েছে, "তিনপাহাড়ি গ্যাং।"
গত মার্চ মাসে উলুবেড়িয়া ও ডোমজুড় থেকে এই গ্যাং-এর 4 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । ধৃতদের নাম ছোটু নোনিয়া, পুসওয়া নোনিয়া, জিতেন্দ্র নোনিয়া এবং মনতোষ নোনিয়া । তাদের কাছ থেকে 21টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে । কলকাতার বিভিন্ন অঞ্চলে মোবাইল চুরি করে তারা গা ঢাকা দিত উলুবেরিয়া এবং ডোমজুড় এলাকায় । এরা আন্তঃরাজ্য চক্রের সদস্য । শুধু এরাজ্যেই নয়, প্রতিবেশী একাধিক রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় যুক্ত ছিল তারা । দীর্ঘদিন ধরেই নানা কৌশলে এই 4 জন মোবাইল ছিনতাই বা চুরি করত । তাদের গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ ভেবেছিল আপাতত আর এই পথে পা বাড়াবে না "তিন পাহাড়ি গ্যাং" । কিন্তু ভুল ভেবেছিলেন গোয়েন্দারা ।
সম্প্রতি শহরে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ওয়াচ সেকশনের তিন পাহাড়ি গ্যাংয়ের হাতের জাদু আছে বলে সন্দেহ হয় । তারপর শুরু হয় খোঁজ । আর তাতেই ধরা পড়ল দু'জন । তাদের নাম মুকেশ মাহাত (31) এবং কালীচরণ কর্মকার (20) । তাদের মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছে 23 টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ । গোয়েন্দারা জানিয়েছে, ভিড়ের সময় মূলত মেট্রো, মার্কেট এলাকাগুলোতে অপারেশন চালাচ্ছিল তারা । এই গ্যাং-এর আর কোনও সদস্য কলকাতার আশপাশে রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ।