ETV Bharat / state

শহরে ফের সক্রিয় তিনপাহাড়ি গ্যাং, গ্রেপ্তার 2 - Pick Pocketers

মহেশতলা থানা এলাকা থেকে ধরা পড়ল তিনপাহাড়ি গ্যাং-এর দু'জন ।

Pick Pocketers
তিনপাহাড়ি গ্যাং
author img

By

Published : Nov 26, 2019, 11:55 PM IST

কলকাতা, 26 নভেম্বর : ওদের হাতের কাজের কথা সবাই জানে । অসতর্ক মুহূর্তে চোখের নিমেষে মোবাইল কিংবা মানিব্যাগ তুলে নিতে সিদ্ধহস্ত ওরা । গোয়েন্দাদের ভাষায় পকেটমার করায় একেবারে "শিল্পী" । ঝাড়খণ্ডের তিনপাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে গোয়েন্দারা তাদের নাম দিয়েছে, "তিনপাহাড়ি গ্যাং।"

গত মার্চ মাসে উলুবেড়িয়া ও ডোমজুড় থেকে এই গ্যাং-এর 4 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । ধৃতদের নাম ছোটু নোনিয়া, পুসওয়া নোনিয়া, জিতেন্দ্র নোনিয়া এবং মনতোষ নোনিয়া । তাদের কাছ থেকে 21টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে । কলকাতার বিভিন্ন অঞ্চলে মোবাইল চুরি করে তারা গা ঢাকা দিত উলুবেরিয়া এবং ডোমজুড় এলাকায় । এরা আন্তঃরাজ্য চক্রের সদস্য । শুধু এরাজ্যেই নয়, প্রতিবেশী একাধিক রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় যুক্ত ছিল তারা । দীর্ঘদিন ধরেই নানা কৌশলে এই 4 জন মোবাইল ছিনতাই বা চুরি করত । তাদের গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ ভেবেছিল আপাতত আর এই পথে পা বাড়াবে না "তিন পাহাড়ি গ্যাং" । কিন্তু ভুল ভেবেছিলেন গোয়েন্দারা ।

Pick Pocketers
উদ্ধার হওয়া মোবাইল

সম্প্রতি শহরে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ওয়াচ সেকশনের তিন পাহাড়ি গ্যাংয়ের হাতের জাদু আছে বলে সন্দেহ হয় । তারপর শুরু হয় খোঁজ । আর তাতেই ধরা পড়ল দু'জন । তাদের নাম মুকেশ মাহাত (31) এবং কালীচরণ কর্মকার (20) । তাদের মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছে 23 টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ । গোয়েন্দারা জানিয়েছে, ভিড়ের সময় মূলত মেট্রো, মার্কেট এলাকাগুলোতে অপারেশন চালাচ্ছিল তারা । এই গ্যাং-এর আর কোনও সদস্য কলকাতার আশপাশে রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ।

কলকাতা, 26 নভেম্বর : ওদের হাতের কাজের কথা সবাই জানে । অসতর্ক মুহূর্তে চোখের নিমেষে মোবাইল কিংবা মানিব্যাগ তুলে নিতে সিদ্ধহস্ত ওরা । গোয়েন্দাদের ভাষায় পকেটমার করায় একেবারে "শিল্পী" । ঝাড়খণ্ডের তিনপাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে গোয়েন্দারা তাদের নাম দিয়েছে, "তিনপাহাড়ি গ্যাং।"

গত মার্চ মাসে উলুবেড়িয়া ও ডোমজুড় থেকে এই গ্যাং-এর 4 জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের ওয়াচ সেকশন । ধৃতদের নাম ছোটু নোনিয়া, পুসওয়া নোনিয়া, জিতেন্দ্র নোনিয়া এবং মনতোষ নোনিয়া । তাদের কাছ থেকে 21টি মোবাইল ফোন উদ্ধার হয়েছে । কলকাতার বিভিন্ন অঞ্চলে মোবাইল চুরি করে তারা গা ঢাকা দিত উলুবেরিয়া এবং ডোমজুড় এলাকায় । এরা আন্তঃরাজ্য চক্রের সদস্য । শুধু এরাজ্যেই নয়, প্রতিবেশী একাধিক রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় যুক্ত ছিল তারা । দীর্ঘদিন ধরেই নানা কৌশলে এই 4 জন মোবাইল ছিনতাই বা চুরি করত । তাদের গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ ভেবেছিল আপাতত আর এই পথে পা বাড়াবে না "তিন পাহাড়ি গ্যাং" । কিন্তু ভুল ভেবেছিলেন গোয়েন্দারা ।

Pick Pocketers
উদ্ধার হওয়া মোবাইল

সম্প্রতি শহরে কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ওয়াচ সেকশনের তিন পাহাড়ি গ্যাংয়ের হাতের জাদু আছে বলে সন্দেহ হয় । তারপর শুরু হয় খোঁজ । আর তাতেই ধরা পড়ল দু'জন । তাদের নাম মুকেশ মাহাত (31) এবং কালীচরণ কর্মকার (20) । তাদের মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় । ধৃতদের কাছে 23 টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ । গোয়েন্দারা জানিয়েছে, ভিড়ের সময় মূলত মেট্রো, মার্কেট এলাকাগুলোতে অপারেশন চালাচ্ছিল তারা । এই গ্যাং-এর আর কোনও সদস্য কলকাতার আশপাশে রয়েছে কি না তা জানার চেষ্টা চলছে ।

Intro:কলকাতা, 25 নভেম্বর: ওদের "হাতের কাজ" ভারত বিখ্যাত। অসতর্ক মুহূর্তে চোখের নিমেষে মোবাইল কিংবা মানিব্যাগ তুলে নিতে সিদ্ধহস্ত ওদের হাড়জোড়া। গোয়েন্দাদের ভাষায় পকেটমারিতে একেবারে “শিল্পী।" ঝাড়খন্ডের তিনপাহাড়ি এলাকার বাসিন্দা হওয়ার সুবাদে গোয়েন্দারা তাদের নাম দিয়েছে, “ তিনপাহাড়ি গ্যাং।"
Body:গত মার্চ মাসে উলুবেড়িয়া ও ডোমজুড় থেকে এই গ্যাংয়ের চারজনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। ধৃতদের নাম ছিল ছোটু নোনিয়া, পুসওয়া নোনিয়া, জিতেন্দ্র নোনিয়া এবং মনোতোষ নোনিয়া। তাদের কাছ থেকে ২১টি মোবাইল উদ্ধার হয়। কলকাতার বিভিন্ন অঞ্চলে মোবাইল চুরি করে তারা গা ঢাকা দিত উলুবেরিয়া এবং ডোমজুড় এলাকায়। এরা আন্তঃরাষ্ট্রীয় চক্র চালাত। শুধু এরাজ্যেই নয়, লাগোয়া রাজ্যের বিভিন্ন এলাকায় মোবাইল চুরির ঘটনায় যুক্ত ছিল তারা। দীর্ঘদিন ধরেই নানা কৌশলে এই চারজন মোবাইল ছিনতাই বা চুরি করত। তাদের গ্রেপ্তারের পর কলকাতা পুলিশ ভেবেছিল আপাতত আর এ পথে পা বাড়াবে না “তিন পাহাড়ি গ্যাং"। কিন্তু ভুল ছিলেন গোয়েন্দারা।
Conclusion:সম্প্রতি শহরের বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনায় ওয়াচ সেকশনের তিন পাহাড়ি গাঙ্গের “হাতের জাদু" আছে বলে সন্দেহ হয়। তারপর শুরু হয় খোঁজ। আর তাতেই ধরা পড়ল দুজন। তাদের নাম মুকেশ মাহাতো (৩১) এবং কালীচরণ কর্মকার (২০)। তাদের মহেশতলা থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের কাছে তেইশটি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। গোয়েন্দারা জানিয়েছে, ভিড়ের সময় মূলত মেট্রো, মার্কেট এলাকাগুলোতে অপারেশন চালাচ্ছিল তারা। এই গ্যাংয়ের আরো কোনো সদস্য কলকাতার আশেপাশে রয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.