ETV Bharat / state

কলকাতায় ব্যাঙ্কের ভিতর কেপমারি, গ্রেফতার 3 - sealdhah muchipara police station

খোদ কলকাতার বুকে অভিনব কায়দায় কেপমারির ঘটনায় 3 জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ ধৃতরা প্রত্যেকেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা ৷ ধৃতরা আপাতত পুলিশি হেফাজতে ৷

শহরে অভিনব কায়দায় কেপমারি, গ্রেফতার 3
শহরে অভিনব কায়দায় কেপমারি, গ্রেফতার 3
author img

By

Published : Apr 7, 2021, 2:03 PM IST

কলকাতা, 7 এপ্রিল : শহরে অভিনব কায়দায় কেপমারির সাক্ষী থাকল শহরবাসী। তাও আবার প্রকাশ্য রাস্তায় নয়। বরং একেবারে ব্যাঙ্কের ভিতরে। তবে পালিয়ে বেশিক্ষণ পুলিশের নাগালের বাইরে থাকতে পারল না অভিযুক্তরা। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হল 1 লাখ 900 টাকা ও ব্যাঙ্কের একাধিক নথিপত্র।


পুলিশ সূত্রে খবর, শিয়ালদার মুচিপাড়া থানা এলাকার একটি ব্যাঙ্কে টাকা তুলতে যান নাসিম আকতার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ আচমকাই তাঁকে অভিযুক্তরা জামায় ময়লা লেগে থাকার কথা বলে এবং বাথরুমে গিয়ে জামাটি ধুয়ে আসতে বলে। নাসিম আকতার টাকার ব্যাগটি বাথরুমের পাশে রেখে জামাটি ধুতে গেলে, সেইসময় অভিযুক্তরা টাকা সমেত ব্যাগটি তুলে নিয়ে পালায়। এই ঘটনায় মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাসিম। তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় খোওয়া যাওয়া টাকা।

উদ্ধার হওয়া ব্যাংকের নথি ও চুরি হওয়া টাকা
উদ্ধার হওয়া ব্যাঙ্কের নথি ও চুরি হওয়া টাকা

এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, ধৃতরা প্রত্যকেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। এর আগেও তারা একাধিক কেপমারির ঘটনা ঘটিয়েছে ৷

আরও পড়ুন : রক্ত ঝরল, মাথা ফাটল ; অশান্তির আবহে পার হল তৃতীয় দফার ভোট

কলকাতা, 7 এপ্রিল : শহরে অভিনব কায়দায় কেপমারির সাক্ষী থাকল শহরবাসী। তাও আবার প্রকাশ্য রাস্তায় নয়। বরং একেবারে ব্যাঙ্কের ভিতরে। তবে পালিয়ে বেশিক্ষণ পুলিশের নাগালের বাইরে থাকতে পারল না অভিযুক্তরা। এই ঘটনার সঙ্গে যুক্ত তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হল 1 লাখ 900 টাকা ও ব্যাঙ্কের একাধিক নথিপত্র।


পুলিশ সূত্রে খবর, শিয়ালদার মুচিপাড়া থানা এলাকার একটি ব্যাঙ্কে টাকা তুলতে যান নাসিম আকতার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ আচমকাই তাঁকে অভিযুক্তরা জামায় ময়লা লেগে থাকার কথা বলে এবং বাথরুমে গিয়ে জামাটি ধুয়ে আসতে বলে। নাসিম আকতার টাকার ব্যাগটি বাথরুমের পাশে রেখে জামাটি ধুতে গেলে, সেইসময় অভিযুক্তরা টাকা সমেত ব্যাগটি তুলে নিয়ে পালায়। এই ঘটনায় মুচিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাসিম। তদন্তে নামে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ সংশ্লিষ্ট ব্যাঙ্কে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় খোওয়া যাওয়া টাকা।

উদ্ধার হওয়া ব্যাংকের নথি ও চুরি হওয়া টাকা
উদ্ধার হওয়া ব্যাঙ্কের নথি ও চুরি হওয়া টাকা

এবিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা জানান, ধৃতরা প্রত্যকেই হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। এর আগেও তারা একাধিক কেপমারির ঘটনা ঘটিয়েছে ৷

আরও পড়ুন : রক্ত ঝরল, মাথা ফাটল ; অশান্তির আবহে পার হল তৃতীয় দফার ভোট

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.