কলকাতা, 19 জানুয়ারি : হাইকোর্টের নির্দেশ ছিল চার থেকে ছয় সপ্তাহ পিছিয়ে দিতে হবে পৌর নির্বাচন ৷ কিন্তু তা না করে তিন সপ্তাহ পিছোন হয়েছে বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরের পৌর নির্বাচন । কোন যুক্তিতে কমিশন তিন সপ্তাহ পিছল নির্বাচন ? কেন কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিল না রাজ্য নির্বাচন কমিশন ? এই প্রশ্ন তুলে হাইকোর্টের নির্দেশ অবমাননা করার দাবিতে করে রাজ্য নির্বাচন কমিশনকে আদালত অবমাননার নোটিস পাঠালেন মামলাকারী বিমল ভট্টাচার্য (Contempt of Court Notice to EC) ।
22 জানুয়ারি রাজ্যের চার পৌরনিগমের নির্বাচনের দিন ঘোষণা করেছিল রাজ্য নির্বাচন কমিশন । কিন্তু রাজ্যের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় নির্বাচন স্থগিত রাখার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন সমাজকর্মী বিমল ভট্টাচার্য । সেই মামলায় গত শুক্রবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রাজ্য নির্বাচন কমিশনকে 48 ঘণ্টার মধ্যে চার থেকে ছয় সপ্তাহ নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করার নির্দেশ দেন । তারপরই রাজ্য সরকার ও নির্বাচন কমিশন বৈঠক করে চার পৌরনিগমের ভোট 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি করার দিন ঘোষণা করে । এইখানেই প্রশ্ন তুলেছেন মামলাকারী ।
আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : পৌরভোটে স্থগিতাদেশ জারির এক্তিয়ার কার, প্রশ্ন হাইকোর্টের