ETV Bharat / state

টেট বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা কলকাতা হাইকোর্টে - TET 2017 notification

2020 সাল পর্যন্ত যাঁরা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি জানিয়েছেন মামলাকারীরা ।

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
author img

By

Published : Jan 14, 2021, 8:14 PM IST

কলকাতা, 14 জানুয়ারি : টেট 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । মামলার বয়ান অনুযায়ী, 2017 সালের বিজ্ঞপ্তি হয়েছিল মে মাসের 12 তারিখে । কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি । কয়েকদিন আগে 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি 2017 সালের পরে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে ।যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে তাই তারাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পায় সেই নির্দেশ দিক হাইকোর্ট । এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী । আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : 8 জানুয়ারি পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন টেট প্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফে আইনজীবী আলী আহসান আলমগীর জানালেন, "মামলাকারীরা 2017 সালে যেহেতু তাঁদের ট্রেনিং ছিল না তাই আবেদন করতে পারেননি । এখন তারা প্রশিক্ষণপ্রাপ্ত । এনসিটির গাইডলাইন অনুযায়ী বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু দীর্ঘ কয়েক বছর পরীক্ষাই নেওয়া হয়নি । তাহলে এখন এই সমস্ত প্রার্থীদের ট্রেনিং থাকার পরেও কেন পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা ? টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয় । এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা । সেই জন্য আমরা 2017 সালের বিজ্ঞপ্তিকে সংশোধন করে যাতে 2020 সাল পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছি আদালতের কাছে ।"

কলকাতা, 14 জানুয়ারি : টেট 2017 সালের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা । মামলার বয়ান অনুযায়ী, 2017 সালের বিজ্ঞপ্তি হয়েছিল মে মাসের 12 তারিখে । কিন্তু সেই পরীক্ষা নেওয়া হয়নি । কয়েকদিন আগে 2017 সালের ওই বিজ্ঞপ্তি অনুযায়ী টেট পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ।

মামলাকারী চাকরিপ্রার্থীদের দাবি 2017 সালের পরে তারা প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছে ।যেহেতু 2017 সালের পরীক্ষা এখন নেওয়া হচ্ছে তাই তারাও যাতে পরীক্ষায় বসার সুযোগ পায় সেই নির্দেশ দিক হাইকোর্ট । এই দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইমানা চৌধুরি-সহ একাধিক চাকরিপ্রার্থী । আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : 8 জানুয়ারি পর্যন্ত অফলাইনে আবেদন করতে পারবেন টেট প্রার্থীরা, নির্দেশ হাইকোর্টের

মামলাকারীদের তরফে আইনজীবী আলী আহসান আলমগীর জানালেন, "মামলাকারীরা 2017 সালে যেহেতু তাঁদের ট্রেনিং ছিল না তাই আবেদন করতে পারেননি । এখন তারা প্রশিক্ষণপ্রাপ্ত । এনসিটির গাইডলাইন অনুযায়ী বছরে একবার টেট পরীক্ষা নেওয়ার কথা । কিন্তু দীর্ঘ কয়েক বছর পরীক্ষাই নেওয়া হয়নি । তাহলে এখন এই সমস্ত প্রার্থীদের ট্রেনিং থাকার পরেও কেন পরীক্ষায় বসতে পারবেন না তাঁরা ? টেট পরীক্ষা কোনও নিয়োগের পরীক্ষা নয় । এটা প্রাথমিক পর্বে একজন প্রার্থীর যোগ্যতা মান যাচাইয়ের পরীক্ষা । সেই জন্য আমরা 2017 সালের বিজ্ঞপ্তিকে সংশোধন করে যাতে 2020 সাল পর্যন্ত যারা প্রশিক্ষণ নিয়েছেন, তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হয় সেই আর্জি জানিয়েছি আদালতের কাছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.