কলকাতা, 31 ডিসেম্বর: শীতে উৎসবের মরশুমে ভিড় জমছে কলকাতার আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে ইকো পার্ক, ভিক্টোরিয় ময়দানে ৷ প্রতি বছর এই সময় এই জায়গাগুলিতে ঘুরতে আসেন রাজ্যের মানুষ ৷ এবার এই তালিকায় যুক্ত হয়েছে আলিপুর জেল তথা সংশোধনাগার ৷ তবে এখন এটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, কাজি নজরুল ইসলাম, যতীন্দ্র মোহন সেনগুপ্ত এবং আরও বহু বিপ্লবী থেকে বিশিষ্টরা এখানে থেকেছেন ৷ এই জেলেই বন্দি রয়েছে বাংলা তথা দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ৷ আর এই ইতিহাসের সাক্ষী হতে পারবেন আমজনতাও ৷
তাই বছর শেষের সকাল থেকে আলিপুর জেল মিউজিয়ামে বহু মানুষের আনাগোনা চোখে পড়ল ৷ 1906 সালে তৈরি হয় আলিপুর সেন্ট্রাল জেল, যা পরবর্তীকালে আলিপুর সংশোধনাগার নামেও পরিচিত ৷ 2019 সালের 2 ফেব্রুয়ারি এই জেলটি বন্ধ করে দেওয়া হয় ৷ পরে এখানেই তৈরি হয় মিউজিয়াম ৷
এখানে এখনও রয়েছে ফাঁসির মঞ্চ ৷ লালরঙের বাড়িটিতে ঢুকলে এক লহমায় বাংলা তথা দেশের স্বাধীনতার কথা মনে পড়ে যাবে ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, পণ্ডিত জওহরলাল নেহরু এবং আরও বহু বহু বিপ্লবী আলিপুর সেন্ট্রাল জেলে যে কক্ষগুলিতে বন্দি ছিলেন, সেই কক্ষগুলি আলাদা করে সংরক্ষিত করা হয়েছে ৷ সাধারণ মানুষ এই কক্ষগুলি দেখতে পারবেন ৷ জানতে পারবেন তাঁদের জীবন যাপনের কথা ৷
বিভিন্ন স্থাপত্য, ভাস্কর্য, তথ্যের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে মিউজিয়াম ৷ স্বাধীনতা সংগ্রামীদের একানে কীভাবে রাখা হত ? কারাবাসে তাঁদের জীবন কেমন ছিল ? সে সবই দেখতে পারবেন উৎসুক মানুষ ৷ এখানে প্রবেশের মূল্য 30 টাকা ৷ মিউজিয়ামের ভিতরে আছে লাইট অ্যান্ড সাউন্ড প্রদর্শনী ৷ এর জন্য অতিরিক্ত টাকা দিতে হবে দর্শকদের ৷ সোমবার এই মিউজিয়াম বন্ধ থাকে ৷
আরও পড়ুন: