ETV Bharat / state

নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ অধীরের

মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই । নাগরিকত্বের শংসাপত্র নতুন করে এ রাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না । অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর ।

adhir
adhir
author img

By

Published : Dec 15, 2019, 4:30 AM IST

Updated : Dec 15, 2019, 6:27 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : উত্তাল রাজ্য । অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায় । আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে রেল স্টেশনে । তছনছ করে দেওয়া হচ্ছে জাতীয় সম্পত্তি । পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি । CAA-র বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে ফের যাওয়া যেতে পারে আদালতে মন্তব্য, অধীর চৌধুরির । পাশাপাশি, গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে আইন নিজের হাতে তুলে সরকারি সম্পত্তি ধ্বংস করার বিষয়টিকে নিন্দা করেছেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।

কংগ্রেস সাংসদের যুক্তি, রেল স্টেশনে আগুন দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনকে আটকানো যাবে না । নাগরিকত্ব (সংশোধনী) আইন আটকাতে গেলে আইনের শরণাপন্ন হতে হবে । তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই । নাগরিকত্বের শংসাপত্র নতুন করে এ রাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না । অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর ।

বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন তাঁদেরও কোনও সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি । সাংসদের বক্তব্য, "আদালত আছে । আইনের পথে সমস্যার সমাধান করা সম্ভব ৷" তিনি আরও বলেন, "BJP বা দেশের সরকার সব সংখ্যালঘুকে তাড়িয়ে দেবে এটা ভাবা ঠিক নয় । বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে । এর ফলে BJP-র হাত শক্ত হচ্ছে । এটাও চক্রান্ত । হিন্দু এবং মুসলমান সংহতি বজায় রেখে ভারতের চিরাচরিত ঐতিহ্যকে বজায় রাখার আবেদনও জানান তিনি ৷"

কলকাতা, 15 ডিসেম্বর : উত্তাল রাজ্য । অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায় । আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে রেল স্টেশনে । তছনছ করে দেওয়া হচ্ছে জাতীয় সম্পত্তি । পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি । CAA-র বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে ফের যাওয়া যেতে পারে আদালতে মন্তব্য, অধীর চৌধুরির । পাশাপাশি, গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে আইন নিজের হাতে তুলে সরকারি সম্পত্তি ধ্বংস করার বিষয়টিকে নিন্দা করেছেন লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরি ।

কংগ্রেস সাংসদের যুক্তি, রেল স্টেশনে আগুন দিয়ে নাগরিকত্ব (সংশোধনী) আইনকে আটকানো যাবে না । নাগরিকত্ব (সংশোধনী) আইন আটকাতে গেলে আইনের শরণাপন্ন হতে হবে । তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গ মানুষের দুশ্চিন্তার কোনও কারণ নেই । নাগরিকত্বের শংসাপত্র নতুন করে এ রাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না । অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর ।

বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন তাঁদেরও কোনও সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি । সাংসদের বক্তব্য, "আদালত আছে । আইনের পথে সমস্যার সমাধান করা সম্ভব ৷" তিনি আরও বলেন, "BJP বা দেশের সরকার সব সংখ্যালঘুকে তাড়িয়ে দেবে এটা ভাবা ঠিক নয় । বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে । এর ফলে BJP-র হাত শক্ত হচ্ছে । এটাও চক্রান্ত । হিন্দু এবং মুসলমান সংহতি বজায় রেখে ভারতের চিরাচরিত ঐতিহ্যকে বজায় রাখার আবেদনও জানান তিনি ৷"

Intro:উত্তাল রাজ্য। অগ্নিগর্ভ পরিস্থিতি মুর্শিদাবাদ জেলায়। আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে রেল স্টেশনে। তছনছ করে দেওয়া হচ্ছে জাতীয় সম্পত্তি। উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। সংশোধনী আইনের বিরুদ্ধে ন্যায় বিচার চাইতে ফের যাওয়া যেতে পারে আদালতে মন্তব্য অধীর চৌধুরীর। গণতান্ত্রিক পদ্ধতিতে না গিয়ে আইন নিজের হাতে তুলে সরকারি সম্পত্তি ধ্বংস করার বিষয়টিকে নিন্দা করেছেন লোকসভার বিরোধী কংগ্রেস দলের নেতা অধীর চৌধুরী।


Body:সংশোধনী আইন পাসের পর সমগ্র রাজ্যের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মুর্শিদাবাদ জেলাতেও। যা নিয়ে আজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
তিনি জানিয়েছেন, রেল স্টেশনে আগুন দিয়ে সংশোধনী আইনকে আটকানো যাবেনা। নাগরিক সংশোধনী আইন আটকাতে গেলে আইনের শরণাপন্ন হতে হবে। তিনি আশ্বস্ত করে জানিয়েছেন,।পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদের মানুষের দুশ্চিন্তার কোনো কারণ নেই। নাগরিকের শংসাপত্র নতুন করে এরাজ্যের তথা মুর্শিদাবাদের মানুষকে আর দিতে হবে না। অযথা অপপ্রচারে আতঙ্কিত না হয়ে, সুস্থ স্বাভাবিক জীবন যাপন করার পরামর্শ দিয়েছেন অধীর চৌধুরী।
বাংলাদেশ থেকে যারা এ দেশে এসেছেন তাদেরও কোনো সমস্যা হবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। আদালত আছে। বিচারের জন্য বিচারালয়ের দ্বারস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন," বিজেপি বা দেশের সরকার সব সংখ্যালঘুকে তাড়িয়ে দেবে এটা ভাবা ঠিক নয়। বিভ্রান্তিকর ধারণা তৈরি হচ্ছে। এর ফলে বিজেপির হাত শক্ত হচ্ছে। এটাও চক্রান্ত। হিন্দু এবং মুসলমান সংহতি বজায় রেখে চিরাচরিতভাবে ভারতবর্ষের ঐতিহ্যকে বজায় রেখেছে। সেই সম্পর্কের অবনতি না ঘটে সেদিকে নজর রাখতে হবে।"


Conclusion:রাজ্যের মানুষকে কোনরকম বিভ্রান্তি বা অপপ্রচার, গুজব উপেক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি।
Last Updated : Dec 15, 2019, 6:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.