কলকাতা, 10 এপ্রিল : আজ গুড ফ্রাইডে । তবে ক্রিশ্চান ধর্মাবলম্বী মানুষদের কাছে এবারের গুড ফ্রাইডে ও ইস্টার সানডে একেবারে অন্যরকম । গুড ফ্রাইডেতে সাধারণত বিভিন্ন গির্জায় সমবেত হয়ে উপাসনায় যোগ দেন তাঁরা ৷ তবে এবার লকডাউনের জেরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য কেউ গির্জায় যেতে পারেননি । উপাসনা চলছে বাড়িতেই । তাই এবার তাঁদের কথা মাথায় রেখেই রাজ্যের বিভিন্ন গির্জায় অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমেই উপাসনার ব্যবস্থা করা হল ।
মেথডিস্ট চার্চ ইন ইন্ডিয়া-র মানিকপুর সোনারপুর চার্চের রেভারেন্ড প্রবাল মণ্ডল বলেন, "লকডাউন ঘোষণার পরই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা অনলাইনে উপাসনা করব । তাই আজ লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে গুড ফ্রাইডের উপাসনার ব্যবস্থা করা হয় । তবে আজ আমরা উপাসনাটিকে রেকর্ড করে চালাচ্ছি ৷ ক্রুশিফিকেশনে জিসাস ক্রাইস্ট যে 7টি বাণী দিয়েছিলেন, সেগুলি 7 জন পড়েন । তা রেকর্ড করে এনে ঠিক বেলা 12টা থেকে চালানো হচ্ছে । আমরা সবাইকে লিঙ্ক পাঠিয়েছি । এটি সবার ক্ষেত্রেই একটি নতুন অভিজ্ঞতা । শুধুমাত্র ক্রিশ্চান ধর্মাবলম্বীরাই নন, অন্যান্য ধর্মের মানুষও অনলাইনে উপাসনা দেখছেন ।"
বঙ্গীয় খ্রিশ্টিয় পরিষেবার রাজ্য কার্যকারী সভাপতি হেরোর্ড মল্লিক বলেন, "গুড ফ্রাইডে ও ইস্টার সানডের উপাসনায় যোগ দেওয়ার সঙ্গে একটা আবেগ জড়িয়ে আছে । এটা একটা দীর্ঘদিনের অভ্যাস । যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে বাবা-মা'র হাত ধরে প্রতিবার গির্জায় গিয়েছি যোগ দিতে । তবে জীবনে এই প্রথমবার সেই দীর্ঘ দিনের অভ্যাসে পরিবর্তন হল । ইস্টারের দিন সবার বাড়িতে অতিথিরা আসেন। আমরাও আত্মীয়দের বাড়ি যাই ৷ কিন্তু এবার সেটাও হবে না । খারাপ তো লাগছে ঠিক কথাই, তবে বর্তমান যে পরিস্থিতি চলছে তার কাছে তো এটা কোনও ব্যাপারই নয় । বরঞ্চ এখন যদি আমরা সতর্ক হই তাহলে পরে আরও ভালোভাবে সবাই মিলে উপাসনায় যোগ দিতে পারব ।"
চার্চ অফ নর্থ ইন্ডিয়ার (ডায়োসেজ় অফ কলকাতা) একটি গির্জার আধিকারিক সঞ্জিত সাইন বলেন, "স্বাস্থ্য নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই আমাদের সবাইকে বাড়িতে থাকতে বলা হয়েছে । আমাদের পক্ষে গির্জায় গিয়ে একে অপরের কাছাকাছি দাঁড়িয়ে উপাসনা করা সম্ভব নয় । তাই আমরা অন্যান্য গির্জাগুলির মতো অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে সবার ঘরে পৌঁছে দিচ্ছি উপাসনা । ঠিক যেভাবে গির্জায় সমস্ত নিয়ম মেনে উপাসনা এগিয়ে চলে ধাপে ধাপে, ঠিক সেভাবেই ভার্চুয়াল গির্জাতেও প্রার্থনা চলছে ।"