ETV Bharat / state

সরকারি জমিতে ঠিকা ভাড়াটিয়াদের পাকা বাড়ি করার অনুমতি দেবে পৌরনিগম - মেয়র ফিরহাদ হাকিমের খবর

এবার থেকে ঠিকা ভাড়াটিয়াদের জমিতে পাকা বাড়ি তৈরি করার অনুমতি মিলবে কলকাতা পৌরনিগমের তরফে ৷ তাদের যে কোনও সমস্য়ার সমাধানের জন্য় একটি বিশেষ সেল খোলা হচ্ছে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷

aa
ফিরহাদ হাকিম
author img

By

Published : Dec 10, 2019, 12:08 AM IST

কলকাতা, 9 ডিসেম্বর: ঠিকা টেনেন্ট এবং ঠিকা ভাড়াটিয়াদের সুবিধার্থে এবার কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে একটি বিশেষ সেল খোলার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এই বিভাগের মাধ্যমে ঠিকা টেনান্সি ও ঠিকা ভাড়াটিয়াদের বিষয়টি নিয়ে কোনও জটিলতা থাকলে তার দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি । বিষয়টির জন্য প্রয়োজনীয় ফর্ম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে । যাঁদের সমস্যা রয়েছে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হবে এই সেলের মাধ্যমে বলে জানিয়েছেন মেয়র ৷

এবার থেকে কিছু বিশেষ বাড়তি সুবিধা পাবেন ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা । মেয়র জানিয়েছেন, জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন তাঁরা । যারা জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন না তাঁদের জন্য সরকার থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "পাকা বাড়িতে থাকার অধিকার সবার রয়েছে । তাই ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা যাতে পাকা বাড়িতে থাকতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে । প্রাথমিকভাবে 30 বছরের লিজ় দেওয়া হবে ৷ এরপর সেই লিজ় বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি ।

প্রসঙ্গত, আগে যখন জমিদারি প্রথা ছিল তখন এই জমিগুলো ছিল জমিদারের আয়ত্তে । জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেগুলি সরকারের অধীনে চলে যায় । সেই জমিগুলিতেই ঠিকা টেনান্সি অ্যাক্ট অনুসারে মানুষ বসবাস করে আসছেন এতদিন ধরে । তবে এতদিন তাঁদের পাকা বাড়ি তৈরি করে থাকার অধিকার ছিল না । এবার থেকে ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা সেই জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন মেয়র ।

কলকাতা, 9 ডিসেম্বর: ঠিকা টেনেন্ট এবং ঠিকা ভাড়াটিয়াদের সুবিধার্থে এবার কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে একটি বিশেষ সেল খোলার কথা জানালেন মেয়র ফিরহাদ হাকিম ৷ এই বিভাগের মাধ্যমে ঠিকা টেনান্সি ও ঠিকা ভাড়াটিয়াদের বিষয়টি নিয়ে কোনও জটিলতা থাকলে তার দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন তিনি । বিষয়টির জন্য প্রয়োজনীয় ফর্ম ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে । যাঁদের সমস্যা রয়েছে তাঁদের প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া হবে এই সেলের মাধ্যমে বলে জানিয়েছেন মেয়র ৷

এবার থেকে কিছু বিশেষ বাড়তি সুবিধা পাবেন ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা । মেয়র জানিয়েছেন, জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন তাঁরা । যারা জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন না তাঁদের জন্য সরকার থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি ৷ তিনি বলেন, "পাকা বাড়িতে থাকার অধিকার সবার রয়েছে । তাই ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা যাতে পাকা বাড়িতে থাকতে পারেন তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে । প্রাথমিকভাবে 30 বছরের লিজ় দেওয়া হবে ৷ এরপর সেই লিজ় বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি ।

প্রসঙ্গত, আগে যখন জমিদারি প্রথা ছিল তখন এই জমিগুলো ছিল জমিদারের আয়ত্তে । জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেগুলি সরকারের অধীনে চলে যায় । সেই জমিগুলিতেই ঠিকা টেনান্সি অ্যাক্ট অনুসারে মানুষ বসবাস করে আসছেন এতদিন ধরে । তবে এতদিন তাঁদের পাকা বাড়ি তৈরি করে থাকার অধিকার ছিল না । এবার থেকে ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা সেই জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন বলে জানিয়েছেন মেয়র ।

Intro:ঠিকা টেন্যান্সি এবং ঠিকা ভাড়াটিয়াদের সুবিধার্থে এবার কলকাতা পৌরনিগমের সদর দপ্তরে একটি বিশেষ সেল খোলা হবে। এদিন মেয়র ফিরহাদ হাকিম দীর্ঘক্ষণ বৈঠকের পর এ কথা জানিয়েছেন সাংবাদিকদের। এই বিভাগের মাধ্যমে মোহাম্মদ থিকা তেনান্সি ও ঠিকা ভাড়াটিয়াদের বিষয়টি নিয়ে কোন জটিলতা থাকলে দ্রুত সমাধান করা হবে। এর জন্য প্রয়োজনীয় ফরম ইতিমধ্যেই তৈরী হয়ে গেছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করে দেওয়া ও তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখা প্রয়োজন আছে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।


Body:এর ফলে কিছু বিশেষ বাড়তি সুবিধা পাবে ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা। মেয়র এদিন জানিয়েছেন এর ফলে জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা। যারা জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবেন না তাদের জন্য সরকার থেকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। মেয়র বলেন পাকা বাড়িতে থাকার অধিকার সবার রয়েছে। তাই ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা যাতে পাকা বাড়ি থাকতে পারে তার জন্য এই ব্যবস্থা করা হচ্ছে। প্রাথমিকভাবে 30 বছরের লিস্ট দেওয়া হবে এরপর সেই লিস্ট বাড়ানো হবে বলেও জানিয়েছেন মেয়র এদিন।


Conclusion:আগে যখন জমিদারি প্রথা ছিল তখন এই জমি জমি গুলি ছিল জমিদারের আয়ত্তে। জমিদারি জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে যাওয়ার পর সেখান গুলি সরকারের অধীনে চলে আসে। সেই জমি গুলি তেই ঠিকা টেনান্সি অ্যাক্ট অনুসারে মানুষ বসবাস করে আসছে এতদিন ধরে। এতদিন তাদের পাকা বাড়ি তৈরি করে থাকার অধিকার ছিলনা। এবার থেকে ঠিকা টেনেন্ট ও ঠিকা ভাড়াটিয়ারা সেই জমিতে পাকা বাড়ি তৈরি করতে পারবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.