ETV Bharat / state

Annual Fee for Peddler: ফুটপাথ হকারদের জন্য বার্ষিক ফি ধার্য করল কলকাতা পৌরনিগম - মেয়র পারিষদ দেবাশিস কুমার

শহরে হকারি নিয়ে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশনের ৷ রাস্তার ধারে হকারদের জন্য বার্ষিক ফি ধার্য করল কলকাতা পুরসভা ৷ (Big Decision of KMC) ৷

Etv Bharat
হকারদের জন্য বড় সিদ্ধান্ত কলকাতা পুরসভার
author img

By

Published : Mar 18, 2023, 8:39 PM IST

কলকাতা, 18 মার্চ: শহরে হকারি নিয়ে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা (Big Decision of KMC)। এবার হকার শংসাপত্র পুনর্নবীকরণ ও হকারি করতে প্রতি হকারকে দিতে হবে বার্ষিক ফি । কেএমসি সূত্রে খবর, বৈঠকে আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়েছে, হকার আইন মাফিক যাঁদের সার্টিফিকেট দেওয়া হবে তাঁদের প্রত্যেকের থেকে সার্টিফিকেট বাবদ 500 টাকা নেওয়া হবে (peddler should be paid annual fee)। পাশাপশি বছরভর হকারি করার জন্য ফি-বাবদ বার্ষিক 2000 টাকা কলকাতা পৌরনিগমে জমা করতে হবে ।

এই সার্টিফিকেটের মেয়াদ হবে এক বছর । প্রতিবছর এই সার্টিফিকেট পুনর্নবীকরণ করতে হবে 500 টাকার বিনিময় । টাউন ভেন্ডিং কমিটির এক সদস্য জানিয়েছেন, সম্প্রতি যে সমীক্ষা হয়েছিল তার ভিত্তিতে প্রথম ধাপে হকারদের সার্টিফিকেট দেওয়া হবে । 19 জনকে বারকোড যুক্ত সার্টিফিকেট দেওয়া হবে । এদের প্রত্যেককেই সার্টিফিকেট বাবদ 500 টাকা দিতে হবে । বছরে দিতে হবে 2000 টাকা করে ফি । এরপর 2015 সালে হকার সার্ভেতে যাঁরা আবেদন করেছিলেন, তা খতিয়ে দেখা হবে । পাশাপাশি, সমীক্ষার ভিত্তিতে তালিকা তৈরি হবে হকারদের । তারাই পাবেন সার্টিফিকেট ৷

আরও পড়ুন: কোষাগারের হাল ফেরাতে এবার 'দুয়ারে পুরসভা', কাউন্সিলরদের চিঠি মেয়রের

গোটা বিষয়টি সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে । বিষয়টি মেয়র পরিষদ বৈঠকে অনুমোদন পাওয়ার পরেই সরকারি ভাবে ঘোষণা করা হবে । হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, হকারদের 'সার্টিফিকেট অফ ভেন্ডিং' দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন ও টাউন ভেন্ডিং কমিটির তরফে । অবশ্য, হকারদের থেকে ফি নেওয়ার বিষয়টি মেয়র পরিষদের বৈঠকে অনুমোদন হলে এই সংক্রান্ত কাজ শুরু হবে । আধিকারিকদের একাংশের মতে, এত দিন হকারদের উন্নতিকল্পে কোনও কাজ হলে পৌর খরচটাই হতো পুরসভার কোষাগার (kolkata municipal corporation) থেকে । কিন্তু যদি হকারদের থেকে নুন্যতম একটা ফি নেওয়া হয় তাহলে পৌরসভার কিছুটা আয় হবে পাশাপাশি বেআইনি হকারে লাগাম পড়বে ।

কলকাতা, 18 মার্চ: শহরে হকারি নিয়ে টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পৌরসভা (Big Decision of KMC)। এবার হকার শংসাপত্র পুনর্নবীকরণ ও হকারি করতে প্রতি হকারকে দিতে হবে বার্ষিক ফি । কেএমসি সূত্রে খবর, বৈঠকে আলোচনার মধ্য দিয়ে ঠিক হয়েছে, হকার আইন মাফিক যাঁদের সার্টিফিকেট দেওয়া হবে তাঁদের প্রত্যেকের থেকে সার্টিফিকেট বাবদ 500 টাকা নেওয়া হবে (peddler should be paid annual fee)। পাশাপশি বছরভর হকারি করার জন্য ফি-বাবদ বার্ষিক 2000 টাকা কলকাতা পৌরনিগমে জমা করতে হবে ।

এই সার্টিফিকেটের মেয়াদ হবে এক বছর । প্রতিবছর এই সার্টিফিকেট পুনর্নবীকরণ করতে হবে 500 টাকার বিনিময় । টাউন ভেন্ডিং কমিটির এক সদস্য জানিয়েছেন, সম্প্রতি যে সমীক্ষা হয়েছিল তার ভিত্তিতে প্রথম ধাপে হকারদের সার্টিফিকেট দেওয়া হবে । 19 জনকে বারকোড যুক্ত সার্টিফিকেট দেওয়া হবে । এদের প্রত্যেককেই সার্টিফিকেট বাবদ 500 টাকা দিতে হবে । বছরে দিতে হবে 2000 টাকা করে ফি । এরপর 2015 সালে হকার সার্ভেতে যাঁরা আবেদন করেছিলেন, তা খতিয়ে দেখা হবে । পাশাপাশি, সমীক্ষার ভিত্তিতে তালিকা তৈরি হবে হকারদের । তারাই পাবেন সার্টিফিকেট ৷

আরও পড়ুন: কোষাগারের হাল ফেরাতে এবার 'দুয়ারে পুরসভা', কাউন্সিলরদের চিঠি মেয়রের

গোটা বিষয়টি সপ্তাহখানেকের মধ্যে শুরু হয়ে যাবে । বিষয়টি মেয়র পরিষদ বৈঠকে অনুমোদন পাওয়ার পরেই সরকারি ভাবে ঘোষণা করা হবে । হকার পুনর্বাসন সংক্রান্ত বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, হকারদের 'সার্টিফিকেট অফ ভেন্ডিং' দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা কর্পোরেশন ও টাউন ভেন্ডিং কমিটির তরফে । অবশ্য, হকারদের থেকে ফি নেওয়ার বিষয়টি মেয়র পরিষদের বৈঠকে অনুমোদন হলে এই সংক্রান্ত কাজ শুরু হবে । আধিকারিকদের একাংশের মতে, এত দিন হকারদের উন্নতিকল্পে কোনও কাজ হলে পৌর খরচটাই হতো পুরসভার কোষাগার (kolkata municipal corporation) থেকে । কিন্তু যদি হকারদের থেকে নুন্যতম একটা ফি নেওয়া হয় তাহলে পৌরসভার কিছুটা আয় হবে পাশাপাশি বেআইনি হকারে লাগাম পড়বে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.