ETV Bharat / state

ব্যারাকপুরে শান্তিপূর্ণ ভোট করাই চ্যালেঞ্জ: বিবেক দুবে - bibek dubey

ব্যারাকপুর লোকসভা কেন্দ্র নিয়ে চিন্তায় বিবেক দুবে । আজ একথা তিনি জানান ETV ভারতকে । শান্তিপূর্ণ ভোট করাটাই চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি ।

ফাইল ফোটো
author img

By

Published : May 1, 2019, 10:53 PM IST

কলকাতা, ১ মে : ব্যারাকপুরে কিছু সমস্যা আছে । এই লোকসভা কেন্দ্র নিয়ে ভাবতেই হচ্ছে । ওখানে শান্তিপূর্ণ ভোট করাটাই চ্যালেঞ্জ । একান্তে ETV ভারতকে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । তবে, শান্তিপূর্ণ ভোট করানোর বিষয়ে তিনি আশাবাদী । কারণ এবার 100% বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।

পাশাপাশি তিনি জানিয়েছেন, সামনের দফাগুলিতে শান্তিপূর্ণ ভোট পরিচালনাই একমাত্র লক্ষ্য । তিনি যত বেশি সম্ভব মানুষকে বুথমুখী করতে চান । সেই লক্ষ্যেই ছুটে যাচ্ছেন জেলায় জেলায় । বুঝে নিচ্ছেন পরিস্থিতি । সেই মোতাবেক তৈরি হচ্ছে প্ল্যান । মোতায়েন হচ্ছে বাহিনী ।

বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ অনেকটাই উড়িয়ে দিয়েছেন দুবে । বলেন, "অবজ়ারভাররা আছেন । তাঁরা নজর রাখছেন । তাঁরা অন্য রাজ্য থেকে এসেছেন ।" পাশাপাশি তাঁর দাবি, সব পুলিশই যে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে, সেটা ঠিক নয় । বেশিরভাগই নিরপেক্ষভাবে কাজ করছেন বলে তাঁর দাবি ।

অন্যদিকে চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো প্রসঙ্গে তিনি বলেন, "আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছিল সেদিন । তবে ঘটনায় FIR হয়েছে । তদন্ত চলছে ।"

কলকাতা, ১ মে : ব্যারাকপুরে কিছু সমস্যা আছে । এই লোকসভা কেন্দ্র নিয়ে ভাবতেই হচ্ছে । ওখানে শান্তিপূর্ণ ভোট করাটাই চ্যালেঞ্জ । একান্তে ETV ভারতকে জানালেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে । তবে, শান্তিপূর্ণ ভোট করানোর বিষয়ে তিনি আশাবাদী । কারণ এবার 100% বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী ।

পাশাপাশি তিনি জানিয়েছেন, সামনের দফাগুলিতে শান্তিপূর্ণ ভোট পরিচালনাই একমাত্র লক্ষ্য । তিনি যত বেশি সম্ভব মানুষকে বুথমুখী করতে চান । সেই লক্ষ্যেই ছুটে যাচ্ছেন জেলায় জেলায় । বুঝে নিচ্ছেন পরিস্থিতি । সেই মোতাবেক তৈরি হচ্ছে প্ল্যান । মোতায়েন হচ্ছে বাহিনী ।

বিরোধীদের কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখার অভিযোগ অনেকটাই উড়িয়ে দিয়েছেন দুবে । বলেন, "অবজ়ারভাররা আছেন । তাঁরা নজর রাখছেন । তাঁরা অন্য রাজ্য থেকে এসেছেন ।" পাশাপাশি তাঁর দাবি, সব পুলিশই যে রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে, সেটা ঠিক নয় । বেশিরভাগই নিরপেক্ষভাবে কাজ করছেন বলে তাঁর দাবি ।

অন্যদিকে চতুর্থ দফায় কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো প্রসঙ্গে তিনি বলেন, "আত্মরক্ষার জন্যই গুলি চালাতে বাধ্য হয়েছিল সেদিন । তবে ঘটনায় FIR হয়েছে । তদন্ত চলছে ।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.