ETV Bharat / state

বিক্ষিপ্ত ঘটনা ছাড়া উপনির্বাচন শান্তিপূর্ণ : কমিশন

মোটের উপর শান্তিপূর্ণ উপনির্বাচন হয়েছে আজ, জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর । কোনও রাজনৈতিক দলের তরফে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি ।

কমিশন
author img

By

Published : Nov 25, 2019, 11:22 PM IST

কলকাতা, 25 নভেম্বর : ঘটেছে বিক্ষিপ্ত কিছু ঘটনা । অভিযোগ জমা পড়েছে মোট 80 টি । উপনির্বাচনকে শান্তিপূর্ণ বলেই দাবি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সার্বিকভাবে আইন-শৃঙ্খলার দিক থেকে আজকের নির্বাচনে এখনও পর্যন্ত 1 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে ।

কালিয়াগঞ্জে BJP প্রার্থী কমল সরকার তাঁর স্ত্রীকে ভোট দিতে সাহায্য করেছিলেন । বিষয়টি নজরে আসে কমিশনের । তারপরই ওই বুথের প্রিজ়াইডিং অফিসার শশীরঞ্জন শিকারিকে সরিয়ে দেয় তারা । পরে খড়গপুরে একটি বুথে ভোটিং মেশিনের সামনে আয়না লাগানোর অভিযোগ ওঠে । এই অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই বুথের ভোটগ্রহণ । বিষয়টি নজরে আসে কমিশনের । তলব করা হয় রিপোর্ট । কমিশন সূত্রে খবর, যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে আয়না নয়, সেখানে একটি কাচের দরজা ছিল । পরে অবশ্য ওই কাচের দরজা ঢেকে দেওয়া হয় । এরপর করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে । তাঁকে দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে বুথ থেকে বেরিয়ে যেতে বলেন । তারপর ওঠে আরও বড় অভিযোগ । পিপুলখোলায় জয়প্রকাশ মজুমদারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা । তাঁকে মারধর করা হয় । লাথি মেরে ফেলে দেওয়া হয় ঝোপে ।ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে । মুকুল রায় পৌঁছান কমিশনে । তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানান । পরে এই করিমপুরে CPI(M) এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । কুচাইডাঙ্গায় হয় এই সংঘর্ষের ঘটনা । তাতে দু'পক্ষেরই কয়েকজন আহত হয় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় সাদেক খান নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয় । বিকেলে কালিয়াগঞ্জের 47 নম্বর বুথের পোলিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে । তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ওই পোলিং অফিসার BJP-র হয়ে কাজ করছিলেন । সেই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ।

দেখুন ভিডিয়ো
কোনও রাজনৈতিক দলের তরফেই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি । বুথের ভেতর তেমন বড় কোনও ঘটনা না ঘটায় নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে । আগামী 28 নভেম্বর উপ নির্বাচনের গণনা ।

কলকাতা, 25 নভেম্বর : ঘটেছে বিক্ষিপ্ত কিছু ঘটনা । অভিযোগ জমা পড়েছে মোট 80 টি । উপনির্বাচনকে শান্তিপূর্ণ বলেই দাবি করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সার্বিকভাবে আইন-শৃঙ্খলার দিক থেকে আজকের নির্বাচনে এখনও পর্যন্ত 1 জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে 1 জনকে ।

কালিয়াগঞ্জে BJP প্রার্থী কমল সরকার তাঁর স্ত্রীকে ভোট দিতে সাহায্য করেছিলেন । বিষয়টি নজরে আসে কমিশনের । তারপরই ওই বুথের প্রিজ়াইডিং অফিসার শশীরঞ্জন শিকারিকে সরিয়ে দেয় তারা । পরে খড়গপুরে একটি বুথে ভোটিং মেশিনের সামনে আয়না লাগানোর অভিযোগ ওঠে । এই অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই বুথের ভোটগ্রহণ । বিষয়টি নজরে আসে কমিশনের । তলব করা হয় রিপোর্ট । কমিশন সূত্রে খবর, যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে আয়না নয়, সেখানে একটি কাচের দরজা ছিল । পরে অবশ্য ওই কাচের দরজা ঢেকে দেওয়া হয় । এরপর করিমপুরের BJP প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে । তাঁকে দেখানো হয় কালো পতাকা । পরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জয়প্রকাশকে বুথ থেকে বেরিয়ে যেতে বলেন । তারপর ওঠে আরও বড় অভিযোগ । পিপুলখোলায় জয়প্রকাশ মজুমদারের উপর চড়াও হয় দুষ্কৃতীরা । তাঁকে মারধর করা হয় । লাথি মেরে ফেলে দেওয়া হয় ঝোপে ।ঘটনাটি নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে । মুকুল রায় পৌঁছান কমিশনে । তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানান । পরে এই করিমপুরে CPI(M) এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । কুচাইডাঙ্গায় হয় এই সংঘর্ষের ঘটনা । তাতে দু'পক্ষেরই কয়েকজন আহত হয় বলে অভিযোগ ওঠে । এই ঘটনায় সাদেক খান নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ । জয়প্রকাশ মজুমদারকে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয় । বিকেলে কালিয়াগঞ্জের 47 নম্বর বুথের পোলিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে । তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ওই পোলিং অফিসার BJP-র হয়ে কাজ করছিলেন । সেই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর ।

দেখুন ভিডিয়ো
কোনও রাজনৈতিক দলের তরফেই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি । বুথের ভেতর তেমন বড় কোনও ঘটনা না ঘটায় নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে । আগামী 28 নভেম্বর উপ নির্বাচনের গণনা ।
Intro:কলকাতা, 25 নভেম্বর: ঘটেছে বিক্ষিপ্ত কিছু ঘটনা। উঠেছে মোট 80 টি অভিযোগ। তার বাইরে উপনির্বাচনকে শান্তিপূর্ণ বলেই দাবি করল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সার্বিকভাবে আইন-শৃংখলার দিক থেকে আজকের নির্বাচনে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকে।



Body:কালিয়াগঞ্জে বিজেপি প্রার্থী স্ত্রীকে ভোট দিতে সাহায্য করেছিলেন। বিষয়টি নজরে আসে কমিশনের। তারপরেই ওই বুথের প্রিসাইডিং অফিসার শশী রঞ্জন শিকারিকে সরিয়ে দেয় কমিশন। পরে খড়গপুরে একটি বুথে ভোটিং মেশিনের সামনে আয়না লাগানোর অভিযোগ ওঠে। এই অভিযোগকে কেন্দ্র করে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় ওই বুথের ভোটগ্রহণ। বিষয়টি নজরে আসে কমিশনের। তলব করা হয় রিপোর্ট। কমিশন সূত্রে খবর, যে রিপোর্ট এসেছে তাতে বলা হয়েছে আয়না নয় সেখানে একটি কাচের দরজা ছিল। তবে সেটি ঢেকে দেওয়া উচিত ছিল বলেই মত কমিশনের। পরে অবশ্য ওই কাচের দরজা ঢেকে দেওয়া হয়। এরপর করিমপুরের বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে। তাকে দেখানো হয় কালো পতাকা। পরে কেন্দ্রীয় বাহিনীর জবান্বা জয়প্রকাশকে বুথে ঢুকতে বাধা দেন বলে অভিযোগ। এরপর উঠে আরও বড় অভিযোগ। পিপুলখোলায় জয়প্রকাশ মজুমদারের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা। তাকে মারধর করা হয়। ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় রাজ্য রাজনীতিতে। মুকুল রায় আসেন কমিশনে। তিনি মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবি জানান। পরে এই করিমপুরে সিপিএম এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কুচাইডাঙ্গায় হয় এই সংঘর্ষের ঘটনা। তাতে দুপক্ষেরই কয়েকজন আহত হয় বলে অভিযোগ। এই ঘটনায় সাদেক খান নামে 32 বছরের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আর জয়প্রকাশ মজুমদার কে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। বিকেলে কালিয়াগঞ্জের 47 নম্বর বুথের পোলিং অফিসারের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে। তৃণমূলের তরফে অভিযোগ করা হয় ওই পোলিং অফিসার বিজেপির হয়ে কাজ করছিলেন। সেই ঘটনা নিয়ে রিপোর্ট তলব করে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।


Conclusion:আজকের নির্বাচনে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের তরফেই পুনর্নির্বাচনের দাবি জানানো হয়নি। বুকের ভেতর তেমন বড় কোনো ঘটনা না ঘটায় নির্বাচনের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী 28 নভেম্বর উপনির্বাচনের গণনা।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.