কলকাতা, 2 সেপ্টেম্বর : রোগীর মৃত্যু হয়েছে দু'দিন আগে ৷ নার্সিংহোমের তরফে মৃত্যুর 2 দিন পরেই তা পরিবারকে জানান হয়েছে বলে পরিবারের অভিযোগ ৷ এছাড়া রোগী কোরোনায় আক্রান্ত ছিলেন না বলেও অভিযোগ জানিয়েছে পরিবার ৷ মঙ্গলবার কড়েয়া থানার পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করেছে মৃত রোগীর পরিবারের সদস্যরা ৷ নার্সিংহোমের তরফে জানান হয়েছিল, রোগী কোরোনায় আক্রান্ত ছিলেন ৷ সৎকারের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি ৷ সরাসরি যোগাযোগ করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছিল ৷ প্রশাসনের হাতে মৃতদেহ তুলে দেওয়ার জন্য পরিবারের সদস্যরা সম্মতিপত্রে সই করতে চাননি ৷ অবশেষে, মৃত রোগীর ছেলের দাবিতে দেহ ময়নাতদন্তের জন্য NRS মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান হয় ৷
জানা গেছে, হুগলির চণ্ডীতলা থানা এলাকার বাসিন্দাকে 25 অগাস্ট শারীরিক সমস্যার জন্য তিলজলার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় ৷ দিনের দিনেই কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ গত 26 অগাস্টের পর থেকে 30 অগাস্টের বিকাল পর্যন্ত প্রতিদিন 35 হাজার টাকা বিল জমা করে রোগীর পরিবার ৷ রোগীকে দেখতে চাইলে দেখান হয়না নার্সিংহোমের তরফে ৷ 31 অগাস্ট একদিনের বকেয়া বিল জমা করে রোগীকে অন্য নার্সিংহোমে নিয়ে যাওয়ার কথা জানায় ৷ সে সময় নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর কথা পরিবারকে জানায় ৷
পরিবারের তরফে আরও জানা গেছে, রোগীর মৃতদেহ দেখে মনে হয়েছে মৃত্যু 2 দিন আগে হয়েছে ৷ অভিযোগ, সঠিক চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হয়েছে ৷ আমাদের কাছ থেকে বেশি করে বিল নিয়েছে ৷ সেই মতো কড়েয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ পুলিশি হস্তক্ষেপে মৃতদেহ ময়না তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয় ৷