ETV Bharat / state

"হাসপাতালে বেডসোর হয়েছে", ক্ষতিপূরণ দাবি; হলফনামা দিতে বলল স্বাস্থ্য কমিশন - patient demanded compensation for bedsore during treatment at hospital

এই অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয় কমিশনে । শুনানিতে দুই পক্ষকে হলফনামা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে বলেছে কমিশন ।

Hospital
Hospital
author img

By

Published : Sep 17, 2020, 12:22 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : হাসপাতালে চিকিৎসার সময় রোগীর বেডসোর হয়ে গেছে । এই অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করছেন ওই রোগীর পরিজন । যদিও হাসপাতালের দাবি, আগে থেকেই ওই রোগীর বেডসোর ছিল । হাসপাতালে বেডসোরের জন্য ওই রোগীর চিকিৎসাও করা হয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কাছে হলফনামা চাইল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

রাজ‍্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কলকাতা একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই রোগীর চিকিৎসা হয়েছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর রোগীর এক পরিজন কমিশনে অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানিয়েছেন, ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার সময় রোগীর বেডসোর হয়ে গেছে । যে কারণে তাঁদের চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে । তাই তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন । এই অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয় এই কমিশনে । শুনানিতে দুই পক্ষকে হলফনামা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে বলেছে কমিশন । তারপরই এই মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে ।

অন্য একটি ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইউরোলজি এবং ল্যাপারোস্কপি হাসপাতালের বিরুদ্ধে । গত বছর অক্টোবরে দুর্গাপুরের এক স্কুল শিক্ষকের গলব্লাডার স্টোন অস্ত্রোপচার করা হয় দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে । রোগীর তরফে কমিশনে অভিযোগ দায়ের করে জানানো হয়, গলব্লাডার স্টোন অস্ত্রোপচার করা হলেও একটি স্টোন থেকে গিয়েছিল । অবশেষে, হায়দরাবাদে গিয়ে স্টোনটি অস্ত্রোপচার করে বের করা হয় । কমিশন জানিয়েছে, চিকিৎসায় অবহেলার এই অভিযোগটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে পাঠানো হয়েছে ।

কলকাতা, 17 সেপ্টেম্বর : হাসপাতালে চিকিৎসার সময় রোগীর বেডসোর হয়ে গেছে । এই অভিযোগ তুলে ক্ষতিপূরণ দাবি করছেন ওই রোগীর পরিজন । যদিও হাসপাতালের দাবি, আগে থেকেই ওই রোগীর বেডসোর ছিল । হাসপাতালে বেডসোরের জন্য ওই রোগীর চিকিৎসাও করা হয়েছে । এই ঘটনায় দুই পক্ষের কাছে হলফনামা চাইল ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশন (WBCERC) ।

রাজ‍্যের স্বাস্থ্য কমিশন জানিয়েছে, কলকাতা একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওই রোগীর চিকিৎসা হয়েছে । হাসপাতাল থেকে ছুটি দেওয়ার পর রোগীর এক পরিজন কমিশনে অভিযোগ দায়ের করেন । অভিযোগে তিনি জানিয়েছেন, ওই বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার সময় রোগীর বেডসোর হয়ে গেছে । যে কারণে তাঁদের চূড়ান্ত ভোগান্তিতে পড়তে হচ্ছে । তাই তিনি ক্ষতিপূরণ দাবি করেছেন । এই অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয় এই কমিশনে । শুনানিতে দুই পক্ষকে হলফনামা এবং প্রয়োজনীয় কাগজপত্র পেশ করতে বলেছে কমিশন । তারপরই এই মামলার শুনানি শুরু হবে বলে জানানো হয়েছে ।

অন্য একটি ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি ইউরোলজি এবং ল্যাপারোস্কপি হাসপাতালের বিরুদ্ধে । গত বছর অক্টোবরে দুর্গাপুরের এক স্কুল শিক্ষকের গলব্লাডার স্টোন অস্ত্রোপচার করা হয় দক্ষিণ কলকাতার ওই হাসপাতালে । রোগীর তরফে কমিশনে অভিযোগ দায়ের করে জানানো হয়, গলব্লাডার স্টোন অস্ত্রোপচার করা হলেও একটি স্টোন থেকে গিয়েছিল । অবশেষে, হায়দরাবাদে গিয়ে স্টোনটি অস্ত্রোপচার করে বের করা হয় । কমিশন জানিয়েছে, চিকিৎসায় অবহেলার এই অভিযোগটি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে পাঠানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.