কলকাতা, 18 জুন : রাজনীতিতে এখন সবচেয়ে চর্চিত তিনি ৷ তিনি হলেন মুকুল রায় ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে পা রেখেছেন সদ্য ৷ ইতিমধ্যেই সেই নিয়ে সরব হয়েছে বিজেপি ৷ তাঁর বিধায়ক পদ খারিজ করা নিয়ে আওয়াজ উঠেছে বিজেপির তরফে ৷ আজ নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এবিষয়ে তিনি বলেন , "কেউ তাঁর সিদ্ধান্তের ভিত্তিতে আবেদন করতেই পারেন ৷ আমি এব্যাপারে কী বলব ৷ আগে কী আইন আছে দেখব, তারপর সিদ্ধান্ত নেব ৷ দল যা সিদ্ধান্ত নেওয়ার নেবে ৷ "
সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোসাবা, বলরামপুর, দক্ষিণ বনগাঁ, ময়না বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন ৷ সেই প্রসঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, " এবিষয়ে আমি ব্যক্তিগত কী মতামত দেব ৷ মামলা দায়ের করা হয়েছে ৷ বিচারক একমাত্র সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ৷ নির্দিষ্ট দিনে তিনি রায় জানাবেন ৷ "
অন্যদিকে গতকাল রাতে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের নামে 'তৃণমূলের সেটিং মাস্টার' লেখা পোস্টার পড়ে বিজেপি সদর দফতর সহ বেশ কিছু জায়গায় ৷ সেই নিয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনও মন্তব্য করতে চাননি ৷ এব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেন ৷
আরও পড়ুন : WTC Final : বৃষ্টিতে ধুয়ে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা