কলকাতা, 14 জুলাই: উত্তরবঙ্গকে ভাসিয়ে বৃষ্টি এবার দক্ষিণবঙ্গের দিকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে । উত্তরবঙ্গে বিগত দু’দিন ধরে ভারী বৃষ্টি চলছে । আজও তা অব্যাহত থাকবে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে । আগামিকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমলেও, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি ৷
এদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ফলে আলিপুরদুয়ারে বন্যা পরিস্থতি সৃষ্টি হয়েছে ৷ উত্তরবঙ্গের নদীগুলোর জল বিপদসীমার উপর দিয়ে বইছে । বানভাসি এলাকায় সেনা নামিয়ে চলছে উদ্ধারের কাজ ৷ অতিভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সর্তকতা জারি করা হয়েছে। এমনই আবহে আজ থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।
উপরের পাঁচটি জেলার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আগামী 48 ঘণ্টার জন্য লাল সর্তকতা জারি করা হয়েছে । এই তিন জেলায় প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। কালিম্পং এবং কোচবিহারে জারি হয়েছে কমলা সতর্কতা ৷ এছাড়াও বাকি তিনটি জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও হলুদ সতর্কতা জারি হয়েছে ।
বর্ষা এলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই । চলতি মাসে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কথা জানিয়েছিল হাওয়া অফিস । তবে এবার তা হয়তো পূরণ হতে পারে ৷ আজ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে । বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় । অধিকাংশ জেলায় আকাশ মেঘলা থাকবে ।
আগামিকাল, শনিবার উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে । রবিবারও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। এরই মধ্যে আলিপুরের পূর্বাভাস রবিবার অর্থাৎ 16 জুলাই থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে । তার জেরেই দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন : ভাবমূর্তি উন্নতির সম্ভবনা তুলার, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে
শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পাওয়ায় তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে । বৃষ্টিপাতের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। এই মুহূর্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী অক্ষরেখা সক্রিয় রয়েছে উত্তরবঙ্গে । পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করেছে । ফলে উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে । এবার এই মৌসুমী অক্ষরেখা মালদা হয়ে দক্ষিণবঙ্গের দিকে নামবে । সেই কারণেই উত্তরবঙ্গে বৃষ্টি কমবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়ার সম্ভাবনা ।
আরও পড়ুন : অতি বৃষ্টিতে ভাসছে পাহাড়, বিপর্যস্ত জনজীবন
তবে উত্তরবঙ্গের মতো বানভাসি অবস্থা হওয়ার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, বলছেন আবহাওয়াবিদরা। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আগামী 24 ঘণ্টা কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের আকাশ অংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসায়াস থাকতে পারে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে প্রায় 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস,যা স্বাভাবিকের থেকে 1.7 ডিগ্রি বেশি । স বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 88 শতাংশ ।