ETV Bharat / state

Partha Chatterjee: অর্পিতাকে ফোন করার জন্য ভুয়ো নথি দিয়ে সিমকার্ড কেনেন পার্থ ? - অর্পিতা মুখোপাধ্যায়

ভুয়ো নথি দিয়ে সিমকার্ড কিনে অর্পিতা মুখোপ্যাধায়ের(Arpita Mukherjee) সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee), অনুমান ইডি-র ৷ এখন সেই সিম কার্ড কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তার খোঁজ চালানো হচ্ছে ।

Partha used sim cards procured with fake documents to interact with Arpita
Partha used sim cards procured with fake documents to interact with Arpita
author img

By

Published : Jul 27, 2022, 9:27 PM IST

কলকাতা, 27 জুলাই: তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate)গোয়েন্দারা অনুমান করছেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Chatterjee) সঙ্গে যোগাযোগ রাখতেন একটি বিশেষ ফোন নাম্বারের মাধ্যমে । ইতিমধ্যেই আদালতে দারস্থ হয়ে সেই কথা জানিয়েছে ইডি (ED) ।

গোয়েন্দাদের অভিযোগ, যেই নম্বরটি থেকে পার্থ-অর্পিতার সঙ্গে দিনে ছয় থেকে সাতবার কথা বলতেন সেই নম্বরটি আদতে ভুয়ো নথিপত্রের মাধ্যমে তোলা হয়েছিল । ইচ্ছাকৃতভাবে ভুয়ো নথি দিয়ে ওই সিম সংগ্রহ করে সেখান থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন পার্থ চট্টোপাধ্যায় । এখন সেই সিম কার্ড কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তার খোঁজ চালাচ্ছেন ইডি ।

আরও পড়ুন: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দিন রাত সাড়ে আটটা নাগাদ হরিদেবপুরে ডায়মন্ড সিটি সাউথ আবাসনে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র-সহ 21 কোটি টাকা, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি-র গোয়েন্দারা । পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ।

কলকাতা, 27 জুলাই: তদন্ত নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(Enforcement Directorate)গোয়েন্দারা অনুমান করছেন পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) মূলত অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Chatterjee) সঙ্গে যোগাযোগ রাখতেন একটি বিশেষ ফোন নাম্বারের মাধ্যমে । ইতিমধ্যেই আদালতে দারস্থ হয়ে সেই কথা জানিয়েছে ইডি (ED) ।

গোয়েন্দাদের অভিযোগ, যেই নম্বরটি থেকে পার্থ-অর্পিতার সঙ্গে দিনে ছয় থেকে সাতবার কথা বলতেন সেই নম্বরটি আদতে ভুয়ো নথিপত্রের মাধ্যমে তোলা হয়েছিল । ইচ্ছাকৃতভাবে ভুয়ো নথি দিয়ে ওই সিম সংগ্রহ করে সেখান থেকেই অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রাখতেন পার্থ চট্টোপাধ্যায় । এখন সেই সিম কার্ড কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তার খোঁজ চালাচ্ছেন ইডি ।

আরও পড়ুন: পার্থ-অর্পিতার ফোনে 'বিশেষ নম্বর' থেকে কল, মালিকের খোঁজ চালাচ্ছে ইডি

প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দিন রাত সাড়ে আটটা নাগাদ হরিদেবপুরে ডায়মন্ড সিটি সাউথ আবাসনে তল্লাশি চালিয়ে একাধিক নথিপত্র-সহ 21 কোটি টাকা, সোনার গয়না এবং বিদেশি মুদ্রা উদ্ধার করে ইডি-র গোয়েন্দারা । পাশাপাশি উদ্ধার হয়েছে একাধিক মোবাইল ফোন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.