ETV Bharat / state

কোনও অসঙ্গতিই আমাদের আমলে হয়নি, CAG রিপোর্ট প্রসঙ্গে মন্তব্য পার্থর - Education Minister

CAG রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় যে ধরনের অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে তা কোনওটাই আমাদের আমলে হয়নি ৷ CAG রিপোর্ট প্রসঙ্গে বললেন পার্থ ৷

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Jul 22, 2019, 10:00 PM IST

কলকাতা, ২২ জুলাই : পরীক্ষার ও অ্যাকাডেমিক নম্বর ম্যানুপুলেশন করা হয়েছে । অযোগ্য প্রার্থী পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে, যেখানে বেশি নম্বর পাওয়া ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছে । সিস্টেম ক্যালকুলেটেড পার্সেন্টেজ অফ নম্বর ফর্মুলা বেসড পার্সেন্টেজের সঙ্গে ম্যাচ করেনি । পরীক্ষার স্ট্যাটাসে অসফল দেখালেও পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে । CAG রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় এই ধরনের একাধিক অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে । যা সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে । আজ এই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যাঁরা এই CAG রিপোর্টের ভিত্তিতে দোষীদের শাস্তির দাবি করছেন তাঁদের নিয়েও কটাক্ষ করেন তিনি । বলেন, "CAG রিপোর্টে যে সকল নিয়োগের পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে এই অসঙ্গতিগুলির কথা বলা হয়েছে সেগুলির কোনওটাই এই সরকারের আমলে হয়নি ।" এ ছাড়াও, তিনি SSC-র কাছে এই সংক্রান্ত সব তথ্য তলব করেছেন বলে জানিয়েছেন ।

আজ পার্থবাবু বলেন, "CAG রিপোর্টকে সামনে রেখে একটি সংবাদ পরিবেশিত হয়েছে ৷ তাতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কান নিয়ে গেল চিলে বলে, এটা নিয়ে দিলীপবাবুও অনেক দাবি করছেন আবার যাদের সময়ে এটা হয়েছিল 2008, 2009 বা 2010 তারাই বলছে আদালতে যাব ৷ তাহলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে আদালতে যান ৷ সেই সময় যে RLST হয়েছে, CAG সেটাকে এখনও পরীক্ষানীরিক্ষার মধ্যে আনেনি ৷ আনলে উত্তর দেব ৷ কিন্তু ইতিমধ্যেই তারা যা বলেছে আর যা খবর চলছে তাতে এমনভাবে বলা আছে যেন আমাদের সরকার এটা করেছে ৷ অনিয়ম করেছে ৷ আমি SSC -কে বলেছি যারা এর সঙ্গে যুক্ত আছেন তাঁদের খুঁজে বের করে আনুন ৷ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন ৷ যে রিপোর্ট এখনও পর্যন্ত বিধানসভায় আনাই হয়নি তা নিয়ে এত কিছু ৷ সংবাদটি নিয়ে কোনও অসুবিধা নেই ৷ আমি দু'দিন অপেক্ষা করেছিলাম এটা জানার জন্য । খবর যেভাবে পরিবেশিত হয়েছে যেন দেখে মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বকালে এই ঘটনা বা এই অনিয়মের অভিযোগ রিপোর্টে লিপিবদ্ধ করেছে CAG ।"

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানোর পাশাপাশি আজ বামেদের মিছিল নিয়েও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী । বলেন, "আমার হাসি পাচ্ছে এদের দেখে যে এরা না দেখেই রাস্তায় নেমে গেল DYFI । নেমে গিয়ে বিচার চাইল । কাদের বিচার তিনি করবেন? CAG নানারকম রিমার্কস করে বিধানসভায় । আমি নিজেও PAC কমিটির চেয়ারম্যান ছিলাম । তা নিয়ে তো মিছিল করতে দেখলাম না কোনদিনও কাউকে । প্রতিবছর CAG শুধু সরকারের বিভিন্ন দপ্তর নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে । PAC আমাদের যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি তা নিয়ে পর্যালোচনা করে, তাঁদের ডাকেন । আপনারা কোনওদিন শুনেছেন PAC-র এত কিছু আছে, তার দস্তাবেজ আপনারা খুঁজুন যে, ৩৪ বছরের শাসনে কত রকম মন্তব্য যে তারা করেছেন তা নিয়ে তাদের মিছিল বের হয় না । এরা তো পড়াশোনা করেনি, কাগজে দেখেছে আর আরম্ভ করে দিয়েছে । সব থেকে বড় কথা দিলীপবাবুরা বলতে শুরু করলেন । হাসি পাচ্ছে এখন । মিছিল করে বলছে আমরা তাদের শাস্তি চাই । তাহলে সেদিন কেন শাস্তি চাননি । কোর্টে যাবেন, আমাদেরও জানিয়ে যাবেন । আমরাও আপনাদের সঙ্গে অ্যাডেড পার্টি হয়ে যাব ।"

কটাক্ষ করলেও শিক্ষক নিয়োগে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । বলেন, "আমাদের সময়কালে হলে সেটাও আমরা দেখব । আমরা সমস্ত বিষয়টা দেখছি । আমি SSC-কে বলেছি ওই সময়ে সমস্ত কাগজপত্র বের করে আপনারা আমাদের দপ্তরকে রিপোর্ট দিন । আর শিক্ষক নিয়োগে অনিয়ম ছাড়াও তারা অনেকগুলো অনিয়মের কথা বলেছে । আমি অলরেডি SSC-কে বলেছি, সংশ্লিষ্ট সকল কাগজপত্র দেখে, যারা এর সঙ্গে যুক্ত আছেন তাঁদেরকে খুঁজে বের করুন, ডাকুন । আইনের পথে যতটুকু সাহায্য দরকার তা আমাদের জানান । আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং CAG রিপোর্টে যে সমস্ত অংশের, CAG অডিট যদি বিধানসভায় পেশ করা হয় তার আগে আমরা যেন তৈরি থাকি । আমরা যথাযথ কঠোর ব্যবস্থা নেব এর বিরুদ্ধে ।"

কলকাতা, ২২ জুলাই : পরীক্ষার ও অ্যাকাডেমিক নম্বর ম্যানুপুলেশন করা হয়েছে । অযোগ্য প্রার্থী পার্সোনালিটি টেস্টের জন্য ডাক পেয়েছে, যেখানে বেশি নম্বর পাওয়া ক্যান্ডিডেটদের বাদ দেওয়া হয়েছে । সিস্টেম ক্যালকুলেটেড পার্সেন্টেজ অফ নম্বর ফর্মুলা বেসড পার্সেন্টেজের সঙ্গে ম্যাচ করেনি । পরীক্ষার স্ট্যাটাসে অসফল দেখালেও পার্সোনালিটি টেস্টে ডাকা হয়েছে । CAG রিপোর্টে স্কুল সার্ভিস কমিশনের নেওয়া পরীক্ষায় এই ধরনের একাধিক অসঙ্গতির কথা উল্লেখ করা হয়েছে । যা সম্প্রতি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে । আজ এই বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

যাঁরা এই CAG রিপোর্টের ভিত্তিতে দোষীদের শাস্তির দাবি করছেন তাঁদের নিয়েও কটাক্ষ করেন তিনি । বলেন, "CAG রিপোর্টে যে সকল নিয়োগের পরীক্ষার তথ্য বিশ্লেষণ করে এই অসঙ্গতিগুলির কথা বলা হয়েছে সেগুলির কোনওটাই এই সরকারের আমলে হয়নি ।" এ ছাড়াও, তিনি SSC-র কাছে এই সংক্রান্ত সব তথ্য তলব করেছেন বলে জানিয়েছেন ।

আজ পার্থবাবু বলেন, "CAG রিপোর্টকে সামনে রেখে একটি সংবাদ পরিবেশিত হয়েছে ৷ তাতে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ কান নিয়ে গেল চিলে বলে, এটা নিয়ে দিলীপবাবুও অনেক দাবি করছেন আবার যাদের সময়ে এটা হয়েছিল 2008, 2009 বা 2010 তারাই বলছে আদালতে যাব ৷ তাহলে নিজেরাই নিজেদের বিরুদ্ধে আদালতে যান ৷ সেই সময় যে RLST হয়েছে, CAG সেটাকে এখনও পরীক্ষানীরিক্ষার মধ্যে আনেনি ৷ আনলে উত্তর দেব ৷ কিন্তু ইতিমধ্যেই তারা যা বলেছে আর যা খবর চলছে তাতে এমনভাবে বলা আছে যেন আমাদের সরকার এটা করেছে ৷ অনিয়ম করেছে ৷ আমি SSC -কে বলেছি যারা এর সঙ্গে যুক্ত আছেন তাঁদের খুঁজে বের করে আনুন ৷ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন ৷ যে রিপোর্ট এখনও পর্যন্ত বিধানসভায় আনাই হয়নি তা নিয়ে এত কিছু ৷ সংবাদটি নিয়ে কোনও অসুবিধা নেই ৷ আমি দু'দিন অপেক্ষা করেছিলাম এটা জানার জন্য । খবর যেভাবে পরিবেশিত হয়েছে যেন দেখে মনে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বকালে এই ঘটনা বা এই অনিয়মের অভিযোগ রিপোর্টে লিপিবদ্ধ করেছে CAG ।"

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানানোর পাশাপাশি আজ বামেদের মিছিল নিয়েও কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী । বলেন, "আমার হাসি পাচ্ছে এদের দেখে যে এরা না দেখেই রাস্তায় নেমে গেল DYFI । নেমে গিয়ে বিচার চাইল । কাদের বিচার তিনি করবেন? CAG নানারকম রিমার্কস করে বিধানসভায় । আমি নিজেও PAC কমিটির চেয়ারম্যান ছিলাম । তা নিয়ে তো মিছিল করতে দেখলাম না কোনদিনও কাউকে । প্রতিবছর CAG শুধু সরকারের বিভিন্ন দপ্তর নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে । PAC আমাদের যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি তা নিয়ে পর্যালোচনা করে, তাঁদের ডাকেন । আপনারা কোনওদিন শুনেছেন PAC-র এত কিছু আছে, তার দস্তাবেজ আপনারা খুঁজুন যে, ৩৪ বছরের শাসনে কত রকম মন্তব্য যে তারা করেছেন তা নিয়ে তাদের মিছিল বের হয় না । এরা তো পড়াশোনা করেনি, কাগজে দেখেছে আর আরম্ভ করে দিয়েছে । সব থেকে বড় কথা দিলীপবাবুরা বলতে শুরু করলেন । হাসি পাচ্ছে এখন । মিছিল করে বলছে আমরা তাদের শাস্তি চাই । তাহলে সেদিন কেন শাস্তি চাননি । কোর্টে যাবেন, আমাদেরও জানিয়ে যাবেন । আমরাও আপনাদের সঙ্গে অ্যাডেড পার্টি হয়ে যাব ।"

কটাক্ষ করলেও শিক্ষক নিয়োগে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী । বলেন, "আমাদের সময়কালে হলে সেটাও আমরা দেখব । আমরা সমস্ত বিষয়টা দেখছি । আমি SSC-কে বলেছি ওই সময়ে সমস্ত কাগজপত্র বের করে আপনারা আমাদের দপ্তরকে রিপোর্ট দিন । আর শিক্ষক নিয়োগে অনিয়ম ছাড়াও তারা অনেকগুলো অনিয়মের কথা বলেছে । আমি অলরেডি SSC-কে বলেছি, সংশ্লিষ্ট সকল কাগজপত্র দেখে, যারা এর সঙ্গে যুক্ত আছেন তাঁদেরকে খুঁজে বের করুন, ডাকুন । আইনের পথে যতটুকু সাহায্য দরকার তা আমাদের জানান । আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং CAG রিপোর্টে যে সমস্ত অংশের, CAG অডিট যদি বিধানসভায় পেশ করা হয় তার আগে আমরা যেন তৈরি থাকি । আমরা যথাযথ কঠোর ব্যবস্থা নেব এর বিরুদ্ধে ।"

Intro:CAG রিপোর্টে SSC-র দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের।Body:CAG রিপোর্টে SSC-র দুর্নীতি নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে তীব্র প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.