ETV Bharat / state

মমতাকে BJP সদস্য বানিয়ে ফেসবুক পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেব : পার্থ - BJP

বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ সেই সোশাল মিডিয়া পোস্টের প্রিন্ট আউটও দেখান পার্থবাবু

ফাইল ফোটো
author img

By

Published : Jul 9, 2019, 8:08 PM IST

কলকাতা, 9 জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায় BJP-তে যোগ দিয়েছেন, যোগ দিয়েছেন রাহুল গান্ধিও । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই পোস্ট ঘিরে তৈরি হল বিতর্ক। সরাসরি BJP-কে দায়ি করে সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করার কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

তিনি বললেন, '' এধরনের কোনও অপরাধ বরদাস্ত করা হবে না। এটা মানহানিকর। BJP এই কাজ করছে । তারাই এটা ছড়িয়ে দিচ্ছে । '' বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ সেই সোশাল মিডিয়া পোস্টের প্রিন্ট আউটও দেখান পার্থবাবু। সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। BJP-র দিল্লি অফিস দীনদয়াল উপাধ্যায় মার্গের ঠিকানাও লেখা রয়েছে তাতে। লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় BJP সদস্য । সদস্য সংখ্যা হিসাবে একটি নম্বরের অংশও উল্লেখ রয়েছে তাতে ।

BJP-র অবনমন ঘটেছে । বেনামে ফেসবুকে অসত্যভাষণ ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি । '' ফেসবুকসহ নানা সোশাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে BJP,'' বলেন পার্থবাবু। তিনি বলেন, দল থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এর বিরুদ্ধে। মানুষকে বিভ্রান্ত করে গণতন্ত্রের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে, বলেও মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রীর ।

গত লোকসভা ভোটে BJP ক্ষমতায় আসার পরে দেশজুড়ে মোদি-হাওয়াকে কাজে লাগাতে মিস্‌ড কলের মাধ্যমে সদস্যপদ নেওয়ানোর কর্মসূচি নিয়েছিল তারা । এক এক জেলায় লক্ষাধিক সদস্য হয়েছিল বলে দাবি করেছিল BJP। চলতি বছরেও লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি জনসংযোগে 5 বছর আগের মিস্‌ড কলকেই আপাতত মাধ্যম করার সিদ্ধান্ত নেয় BJP।

পার্থবাবু বলেন, '' প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছে BJP । তৃণমূলের মহাসচিবের কথায়, '' মানুষের জ্ঞানকে প্রভাবিত করার চেষ্টা যাঁরা করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।''

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, রাহুল গান্ধির ছবিতেও BJP সদস্য হিসাবে উল্লেখ করে পোস্ট করার অভিযোগ উঠেছে ।

কলকাতা, 9 জুলাই: মমতা বন্দ্যোপাধ্যায় BJP-তে যোগ দিয়েছেন, যোগ দিয়েছেন রাহুল গান্ধিও । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমনই পোস্ট ঘিরে তৈরি হল বিতর্ক। সরাসরি BJP-কে দায়ি করে সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ দায়ের করার কথা ঘোষণা করলেন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

তিনি বললেন, '' এধরনের কোনও অপরাধ বরদাস্ত করা হবে না। এটা মানহানিকর। BJP এই কাজ করছে । তারাই এটা ছড়িয়ে দিচ্ছে । '' বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে বসেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিসহ সেই সোশাল মিডিয়া পোস্টের প্রিন্ট আউটও দেখান পার্থবাবু। সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। BJP-র দিল্লি অফিস দীনদয়াল উপাধ্যায় মার্গের ঠিকানাও লেখা রয়েছে তাতে। লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় BJP সদস্য । সদস্য সংখ্যা হিসাবে একটি নম্বরের অংশও উল্লেখ রয়েছে তাতে ।

BJP-র অবনমন ঘটেছে । বেনামে ফেসবুকে অসত্যভাষণ ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি । '' ফেসবুকসহ নানা সোশাল মিডিয়ায় মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে BJP,'' বলেন পার্থবাবু। তিনি বলেন, দল থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এর বিরুদ্ধে। মানুষকে বিভ্রান্ত করে গণতন্ত্রের পরিবেশ নষ্ট করার চেষ্টা হচ্ছে, বলেও মন্তব্য রাজ্যের শিক্ষামন্ত্রীর ।

গত লোকসভা ভোটে BJP ক্ষমতায় আসার পরে দেশজুড়ে মোদি-হাওয়াকে কাজে লাগাতে মিস্‌ড কলের মাধ্যমে সদস্যপদ নেওয়ানোর কর্মসূচি নিয়েছিল তারা । এক এক জেলায় লক্ষাধিক সদস্য হয়েছিল বলে দাবি করেছিল BJP। চলতি বছরেও লোকসভা ভোটের আগে বাড়ি বাড়ি জনসংযোগে 5 বছর আগের মিস্‌ড কলকেই আপাতত মাধ্যম করার সিদ্ধান্ত নেয় BJP।

পার্থবাবু বলেন, '' প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করছে BJP । তৃণমূলের মহাসচিবের কথায়, '' মানুষের জ্ঞানকে প্রভাবিত করার চেষ্টা যাঁরা করছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।''

শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, রাহুল গান্ধির ছবিতেও BJP সদস্য হিসাবে উল্লেখ করে পোস্ট করার অভিযোগ উঠেছে ।

Intro:পার্থ চট্টোপাধ্যায়ের বাইটBody:পার্থ চট্টোপাধ্যায়ের বাইটConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.