ETV Bharat / state

রাজ্যের সব গ্রামের অন্তত পাঁচজন ছেলেকে দিদি চেনেন : পার্থ - Didikebolo

"রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন । গ্রামে গ্রামে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা কোথায় ? ওই মেয়েটা কোথায় ৷ আমরা চিনি না । কিন্তু, দিদি চেনে ।"আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সম্পর্কে বলতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ৷

পার্থ
author img

By

Published : Jul 31, 2019, 7:15 PM IST

Updated : Jul 31, 2019, 7:48 PM IST

কলকাতা, 31 জুলাই : "রাজ্যে এমন কোনও গ্রাম নেই যে গ্রামের পাঁচজন ছেলেকে দিদি চেনন না ৷" আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সম্পর্কে বলতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ৷

সোমবার নজরুল মঞ্চ থেকে দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য একটি ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করেছিলেন তিনি ৷ পাশাপাশি বিধায়ক ও জনপ্রতিনিধিদের গ্রামে গিয়েও রাত কাটিয়ে জনসংযোগ করারও নির্দেশ দেন ৷ সেই মতো আগামী শুক্রবার থেকে গ্রামে যাওয়া শুরু করবেন বিধায়করা । তার ঠিক আগে আজ 'দিদিকে বলো' স্টিকার দেওয়া গেঞ্জি পড়ে বেহালায় দলীয় পার্টি অফিসে বসে এই কর্মসূচির কথা ফের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন, দলে দিদির মতো জনসংযোগ কারও নেই । সব থেকে বেশি জনসংযোগ রয়েছে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য


এপ্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন । গ্রামে গ্রামে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা কোথায় ? ওই মেয়েটা কোথায় ৷ আমরা চিনি না । কিন্তু, দিদি চেনেন । এই জনসংযোগ কর্মসূচিতে আমরা যারা রয়েছি, আমাদের ক্ষেত্রেও নতুন উন্মাদনা থাকবে । উৎসাহ বাড়বে ।"

কলকাতা, 31 জুলাই : "রাজ্যে এমন কোনও গ্রাম নেই যে গ্রামের পাঁচজন ছেলেকে দিদি চেনন না ৷" আজ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সম্পর্কে বলতে গিয়ে একথা বললেন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় ৷

সোমবার নজরুল মঞ্চ থেকে দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনার জন্য একটি ওয়েবসাইট ও ফোন নম্বর চালু করেছিলেন তিনি ৷ পাশাপাশি বিধায়ক ও জনপ্রতিনিধিদের গ্রামে গিয়েও রাত কাটিয়ে জনসংযোগ করারও নির্দেশ দেন ৷ সেই মতো আগামী শুক্রবার থেকে গ্রামে যাওয়া শুরু করবেন বিধায়করা । তার ঠিক আগে আজ 'দিদিকে বলো' স্টিকার দেওয়া গেঞ্জি পড়ে বেহালায় দলীয় পার্টি অফিসে বসে এই কর্মসূচির কথা ফের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায় । পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন, দলে দিদির মতো জনসংযোগ কারও নেই । সব থেকে বেশি জনসংযোগ রয়েছে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ।

ভিডিয়োয় শুনুন পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য


এপ্রসঙ্গে তিনি বলেন, "রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন । গ্রামে গ্রামে গিয়ে তিনি জিজ্ঞাসা করেন ওই ছেলেটা কোথায় ? ওই মেয়েটা কোথায় ৷ আমরা চিনি না । কিন্তু, দিদি চেনেন । এই জনসংযোগ কর্মসূচিতে আমরা যারা রয়েছি, আমাদের ক্ষেত্রেও নতুন উন্মাদনা থাকবে । উৎসাহ বাড়বে ।"

Intro:

এমন কোনও গ্রাম নেই ৫ জনকেও চেনে না 'দিদি' : মমতার জনসংযোগের সাফাই দিলেন পার্থ

কলকাতা, ৩১ জুলাই: 'পশ্চিমবঙ্গের এমন কোনও গ্রাম নেই যে 'দিদি' সেই গ্রামের পাঁচটা লোককে চেনে না । আমরা হয়তো চিনি না। দিদি চেনে ।' দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগের সাফাই দিতে গিয়ে ঠিক এমনটাই দাবি করলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, দিদি নাম ধরে ডাকেন ‌। ওই গ্রামের ওই ছেলেটিকে দেখছি না । ও কোথায় । এই সুযোগ আরও বাড়বে।
Body:

এমন কোনও গ্রাম নেই ৫ জনকেও চেনে না 'দিদি'

গত সোমবার নজরুল মঞ্চের দলীয় বৈঠকে থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য ঘটা করে লঞ্চ হয়েছিল 'দিদিকে বলো' টোল ফ্রি নম্বর। এই টোল ফ্রি নম্বর লঞ্চ করার পাশাপাশি বিধায়ক ও জনপ্রতিনিধিরা গ্রামে গিয়েও রাত কাটিয়ে জনসংযোগ করবেন বলেও ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী শুক্রবার গ্রামে যাওয়া শুরু করবেন বিধায়করা। তার ঠিক আগে আজ 'দিদিকে বলো' স্টিকার দেওয়া গেঞ্জি পড়ে বেহালায় দলীয় পার্টি অফিসে বসে কর্মসূচির কথা ফের ঘোষণা করলেন পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি তিনি বুঝিয়ে দিলেন দলে দিদির ওপরে জনসংযোগ কারও নেই । সব থেকে বেশি জনপ্রিয় এবং জনসংযোগ রয়েছে স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এ প্রসঙ্গে রীতিমতো সাফাই দেওয়ার সুরে তিনি বলেন, 'রাজ্যের প্রতিটি গ্রামের মানুষকে তিনি চেনেন। এমন কোনও গ্রাম নেই যে ৫ জনকেও চেনেন না । আমরা চিনি না । কিন্তু দিদি চেনে। এই জনসংযোগ কর্মসূচিতে আমরা যারা রয়েছি, আমাদের ক্ষেত্রেও নতুন উন্মাদনা থাকবে। উৎসাহ হবে।'Conclusion:
Last Updated : Jul 31, 2019, 7:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.