কলকাতা, 24 নভেম্বর : আজ পার্শ্ব শিক্ষকদের অনশনের দশম দিন । কিন্তু আজও শিক্ষামন্ত্রীর বক্তব্যে পার্শ্ব শিক্ষকদের জন্য আশাব্যাঞ্জক কিছু শোনা গেল না । রবিবার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেখানে তাঁকে পার্শ্বশিক্ষকদের অবস্থান ও অনশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কি অনশনে বসতে বলেছি ?" তারপরে তিনি বলেন, "বিষয়টা ঠিক হচ্ছে না । " নাম না করে BJP-কে কটাক্ষ করেন তিনি । অন্যদিকে, অনশনের দশম দিনে আরও চারজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে ।
শিক্ষামন্ত্রী বলেন, "ওরা (পার্শ্ব শিক্ষকরা) চাকরি জীবনটা শুরু করেছিল 1 হাজার টাকা দিয়ে । তারপর 3 হাজার টাকা বাড়ানো হয়েছে । সেটাকে সাধুবাদ না দিয়ে যদি প্রত্যেকটা লোকই মনে করে আমি রাস্তায় বসে যাব, অনশন করব, ধরনা দেব । সেটা কি ঠিক? সবাই পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে । আর পার্শ্বশিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন না, দীর্ঘদিন ধরে বসে আছেন, তাতে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে না? সেটা নিয়ে তো কেউ বলছেন না ।"
পার্শ্ব শিক্ষকদের অনুপস্থিতির হিসেব চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর । সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "সেটা তো আমার কথায় । আমি উদ্যোগ নিয়েছি । যারা বসে আছেন তাঁরা যদি সংখ্যায় 1 হাজার হন, তাহলে যাদের পড়াচ্ছেন না তাদের সংখ্যা কি কম? আমি ওদের প্রতি সহানুভূতিশীল । কিন্তু, এটা বুঝতে হবে যে, এটা চাকরি । যদি সরকারের ইচ্ছা না থাকত, তাহলে 2011-তে এসেই বলত যে, এগুলো আমরা মানি না । কিন্তু মমতা বন্দোপাধ্যায় তো কাউকে সরিয়ে দেননি । সময় নিচ্ছেন এবং সরকারের আর্থিক অনটন থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি । এটা বোঝা উচিত, ভাবা উচিত সকলের ।"
পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাম, BJP, সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন । অনশন মঞ্চে দেখা গেছে BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে । সেই প্রসঙ্গ টেনে পার্থবাবু BJP- কে কটাক্ষ করে বলেন, "অনেকে আবার এসে মঞ্চে দাঁড়িয়ে খুব নাটকীয় কায়দায় অনেক কথা বলে যাচ্ছেন । তাঁদের বলছি, কেন্দ্রীয় সরকারের থেকে টাকাটা নিয়ে এলে তো হয়ে যায় । কেন্দ্রীয় সরকার শিক্ষা অভিযানে যে টাকা দেয় সেই টাকা আমরা পাই না । আমাদের 5-6 হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন ওনারা । কিন্তু টাকা দিয়েছেন মাত্র সতেরোশো কোটি । "
ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের অবস্থান আজ 14 দিনে পড়ল । তাঁদের অনশনের আজ দশম দিন । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের কর্মসূচি চলছে । 14 দিনে পড়েছে অবস্থান, 10 দিনে পড়েছে অনশন । সুজন চক্রবর্তী এসেছিলেন আজ । উনি বলেছেন, বিধানসভায় আমাদের বিষয়টা তুলবেন । আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ 2009 সালে উনি পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যেন অবিলম্বে পালন করা হয় ।"
আজ 4 জন পার্শ্ব শিক্ষক অসুস্থ হওয়া প্রসঙ্গে ভগীরথ বলেন, "আজ 4 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে একজন হাসপাতাল থেকে ফিরে এলেও বাকি 3 জন বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । 2 জন পার্শ্বশিক্ষক আগে থেকেই নীলরতন সরকার হাসপাতালে ভরতি । এতদিন ধরে আন্দোলন চলার পরেও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও রকম সদুত্তর তো দূর-অস্ত, আলোচনা পর্যন্ত হয়নি আমাদের । 13 নভেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছিলাম । কোনও উত্তর পাইনি ।"
যদিও আজ পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করার বা আলোচনায় বসার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "ওদের সঙ্গে বসছি না কে বলেছে ? ওদের সঙ্গে তো বহুবার বসি । কে বলতে পারবে যে আমার কাছে অনুরোধ জানিয়েছে বসতে চাই আর আমি বারণ করেছি? বলেছি বসব না? বসবই । ওরা কথা বন্ধ করতে পারে। কিন্তু, আমি কোনও দিন কথা বন্ধ করি না ।"