ETV Bharat / state

"আমি কি অনশনে বসতে বলেছি ?" পার্শ্ব শিক্ষকদের আন্দোলন নিয়ে বললেন শিক্ষামন্ত্রী - tmc

শিক্ষামন্ত্রী বলেন, "ওরা (পার্শ্ব শিক্ষকরা) চাকরি জীবনটা শুরু করেছিল 1 হাজার টাকা দিয়ে । তারপর 3 হাজার টাকা বাড়ানো হয়েছে । সেটাকে সাধুবাদ না দিয়ে যদি প্রত্যেকটা লোকই মনে করে আমি রাস্তায় বসে যাব, অনশন করব, ধরনা দেব । সেটা কি ঠিক? সবাই পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে । আর পার্শ্বশিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন না, দীর্ঘদিন ধরে বসে আছেন, তাতে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে না? সেটা নিয়ে তো কেউ বলছেন না ।"

পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Nov 24, 2019, 8:39 PM IST

কলকাতা, 24 নভেম্বর : আজ পার্শ্ব শিক্ষকদের অনশনের দশম দিন । কিন্তু আজও শিক্ষামন্ত্রীর বক্তব্যে পার্শ্ব শিক্ষকদের জন্য আশাব্যাঞ্জক কিছু শোনা গেল না । রবিবার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেখানে তাঁকে পার্শ্বশিক্ষকদের অবস্থান ও অনশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কি অনশনে বসতে বলেছি ?" তারপরে তিনি বলেন, "বিষয়টা ঠিক হচ্ছে না । " নাম না করে BJP-কে কটাক্ষ করেন তিনি । অন‍্যদিকে, অনশনের দশম দিনে আরও চারজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে ।

শিক্ষামন্ত্রী বলেন, "ওরা (পার্শ্ব শিক্ষকরা) চাকরি জীবনটা শুরু করেছিল 1 হাজার টাকা দিয়ে । তারপর 3 হাজার টাকা বাড়ানো হয়েছে । সেটাকে সাধুবাদ না দিয়ে যদি প্রত্যেকটা লোকই মনে করে আমি রাস্তায় বসে যাব, অনশন করব, ধরনা দেব । সেটা কি ঠিক? সবাই পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে । আর পার্শ্বশিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন না, দীর্ঘদিন ধরে বসে আছেন, তাতে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে না? সেটা নিয়ে তো কেউ বলছেন না ।"

পার্শ্ব শিক্ষকদের অনুপস্থিতির হিসেব চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর । সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "সেটা তো আমার কথায় । আমি উদ্যোগ নিয়েছি । যারা বসে আছেন তাঁরা যদি সংখ‍্যায় 1 হাজার হন, তাহলে যাদের পড়াচ্ছেন না তাদের সংখ‍্যা কি কম? আমি ওদের প্রতি সহানুভূতিশীল । কিন্তু, এটা বুঝতে হবে যে, এটা চাকরি । যদি সরকারের ইচ্ছা না থাকত, তাহলে 2011-তে এসেই বলত যে, এগুলো আমরা মানি না । কিন্তু মমতা বন্দোপাধ্যায় তো কাউকে সরিয়ে দেননি । সময় নিচ্ছেন এবং সরকারের আর্থিক অনটন থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি । এটা বোঝা উচিত, ভাবা উচিত সকলের ।"

পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাম, BJP, সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন । অনশন মঞ্চে দেখা গেছে BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে । সেই প্রসঙ্গ টেনে পার্থবাবু BJP- কে কটাক্ষ করে বলেন, "অনেকে আবার এসে মঞ্চে দাঁড়িয়ে খুব নাটকীয় কায়দায় অনেক কথা বলে যাচ্ছেন । তাঁদের বলছি, কেন্দ্রীয় সরকারের থেকে টাকাটা নিয়ে এলে তো হয়ে যায় । কেন্দ্রীয় সরকার শিক্ষা অভিযানে যে টাকা দেয় সেই টাকা আমরা পাই না । আমাদের 5-6 হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন ওনারা । কিন্তু টাকা দিয়েছেন মাত্র সতেরোশো কোটি । "

ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের অবস্থান আজ 14 দিনে পড়ল । তাঁদের অনশনের আজ দশম দিন । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের কর্মসূচি চলছে । 14 দিনে পড়েছে অবস্থান, 10 দিনে পড়েছে অনশন । সুজন চক্রবর্তী এসেছিলেন আজ । উনি বলেছেন, বিধানসভায় আমাদের বিষয়টা তুলবেন । আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ 2009 সালে উনি পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যেন অবিলম্বে পালন করা হয় ।"

আজ 4 জন পার্শ্ব শিক্ষক অসুস্থ হওয়া প্রসঙ্গে ভগীরথ বলেন, "আজ 4 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে একজন হাসপাতাল থেকে ফিরে এলেও বাকি 3 জন বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । 2 জন পার্শ্বশিক্ষক আগে থেকেই নীলরতন সরকার হাসপাতালে ভরতি । এতদিন ধরে আন্দোলন চলার পরেও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও রকম সদুত্তর তো দূর-অস্ত, আলোচনা পর্যন্ত হয়নি আমাদের । 13 নভেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছিলাম । কোনও উত্তর পাইনি ।"

যদিও আজ পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করার বা আলোচনায় বসার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "ওদের সঙ্গে বসছি না কে বলেছে ? ওদের সঙ্গে তো বহুবার বসি । কে বলতে পারবে যে আমার কাছে অনুরোধ জানিয়েছে বসতে চাই আর আমি বারণ করেছি? বলেছি বসব না? বসবই । ওরা কথা বন্ধ করতে পারে। কিন্তু, আমি কোনও দিন কথা বন্ধ করি না ।"

কলকাতা, 24 নভেম্বর : আজ পার্শ্ব শিক্ষকদের অনশনের দশম দিন । কিন্তু আজও শিক্ষামন্ত্রীর বক্তব্যে পার্শ্ব শিক্ষকদের জন্য আশাব্যাঞ্জক কিছু শোনা গেল না । রবিবার বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । সেখানে তাঁকে পার্শ্বশিক্ষকদের অবস্থান ও অনশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি কি অনশনে বসতে বলেছি ?" তারপরে তিনি বলেন, "বিষয়টা ঠিক হচ্ছে না । " নাম না করে BJP-কে কটাক্ষ করেন তিনি । অন‍্যদিকে, অনশনের দশম দিনে আরও চারজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে ।

শিক্ষামন্ত্রী বলেন, "ওরা (পার্শ্ব শিক্ষকরা) চাকরি জীবনটা শুরু করেছিল 1 হাজার টাকা দিয়ে । তারপর 3 হাজার টাকা বাড়ানো হয়েছে । সেটাকে সাধুবাদ না দিয়ে যদি প্রত্যেকটা লোকই মনে করে আমি রাস্তায় বসে যাব, অনশন করব, ধরনা দেব । সেটা কি ঠিক? সবাই পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে । আর পার্শ্বশিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন না, দীর্ঘদিন ধরে বসে আছেন, তাতে ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে না? সেটা নিয়ে তো কেউ বলছেন না ।"

পার্শ্ব শিক্ষকদের অনুপস্থিতির হিসেব চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর । সে বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, "সেটা তো আমার কথায় । আমি উদ্যোগ নিয়েছি । যারা বসে আছেন তাঁরা যদি সংখ‍্যায় 1 হাজার হন, তাহলে যাদের পড়াচ্ছেন না তাদের সংখ‍্যা কি কম? আমি ওদের প্রতি সহানুভূতিশীল । কিন্তু, এটা বুঝতে হবে যে, এটা চাকরি । যদি সরকারের ইচ্ছা না থাকত, তাহলে 2011-তে এসেই বলত যে, এগুলো আমরা মানি না । কিন্তু মমতা বন্দোপাধ্যায় তো কাউকে সরিয়ে দেননি । সময় নিচ্ছেন এবং সরকারের আর্থিক অনটন থাকা সত্ত্বেও আমরা চেষ্টা করেছি । এটা বোঝা উচিত, ভাবা উচিত সকলের ।"

পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছে বাম, BJP, সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন । অনশন মঞ্চে দেখা গেছে BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়কে । সেই প্রসঙ্গ টেনে পার্থবাবু BJP- কে কটাক্ষ করে বলেন, "অনেকে আবার এসে মঞ্চে দাঁড়িয়ে খুব নাটকীয় কায়দায় অনেক কথা বলে যাচ্ছেন । তাঁদের বলছি, কেন্দ্রীয় সরকারের থেকে টাকাটা নিয়ে এলে তো হয়ে যায় । কেন্দ্রীয় সরকার শিক্ষা অভিযানে যে টাকা দেয় সেই টাকা আমরা পাই না । আমাদের 5-6 হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন ওনারা । কিন্তু টাকা দিয়েছেন মাত্র সতেরোশো কোটি । "

ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের অবস্থান আজ 14 দিনে পড়ল । তাঁদের অনশনের আজ দশম দিন । পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের কর্মসূচি চলছে । 14 দিনে পড়েছে অবস্থান, 10 দিনে পড়েছে অনশন । সুজন চক্রবর্তী এসেছিলেন আজ । উনি বলেছেন, বিধানসভায় আমাদের বিষয়টা তুলবেন । আমাদের আন্দোলনে সহযোগিতা করবেন । মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ 2009 সালে উনি পার্শ্ব শিক্ষকদের মঞ্চে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যেন অবিলম্বে পালন করা হয় ।"

আজ 4 জন পার্শ্ব শিক্ষক অসুস্থ হওয়া প্রসঙ্গে ভগীরথ বলেন, "আজ 4 জন অসুস্থ হয়ে পড়েন । তাঁদের মধ্যে একজন হাসপাতাল থেকে ফিরে এলেও বাকি 3 জন বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । 2 জন পার্শ্বশিক্ষক আগে থেকেই নীলরতন সরকার হাসপাতালে ভরতি । এতদিন ধরে আন্দোলন চলার পরেও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও রকম সদুত্তর তো দূর-অস্ত, আলোচনা পর্যন্ত হয়নি আমাদের । 13 নভেম্বর শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছিলাম । কোনও উত্তর পাইনি ।"

যদিও আজ পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করার বা আলোচনায় বসার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "ওদের সঙ্গে বসছি না কে বলেছে ? ওদের সঙ্গে তো বহুবার বসি । কে বলতে পারবে যে আমার কাছে অনুরোধ জানিয়েছে বসতে চাই আর আমি বারণ করেছি? বলেছি বসব না? বসবই । ওরা কথা বন্ধ করতে পারে। কিন্তু, আমি কোনও দিন কথা বন্ধ করি না ।"

Intro:কলকাতা, 24 নভেম্বর: আজ পার্শ্ব শিক্ষকদের অনশনের দশম দিন। আজও শিক্ষামন্ত্রীর কথায় তাঁদের জন্য কোনও রকম নরম মনোভাব প্রকাশ পেল না। আজ বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে একটি অনুষ্ঠানে যোগ দিতে আসেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তাঁকে পার্শ্বশিক্ষকদের অবস্থান ও অনশন নিয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমেই বলেন, "আমি কি বসতে বলেছি?" তারপরে তিনি বিষয়টা ঠিক হচ্ছে না বলে মন্তব্য করেন। নাম না করে বিজেপিকে কটাক্ষ করেন তিনি। অন‍্যদিকে, অনশনকারীদের দশম দিনে আরও চারজন পার্শ্বশিক্ষক অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।


Body:পার্শ্বশিক্ষকরা আজও অনশন ও অবস্থানে বসে আছেন। এ বিষয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, "আমি কী করতে পারি। আমি কি বসতে বলেছি? ওরা চাকরি জীবনটা আরম্ভ করেছিল 1 হাজার টাকা দিয়ে। 3 হাজার টাকা বাড়িয়েছি। সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে যদি প্রত্যেকটা লোকই মনে করে আমি রাস্তায় বসে যাব, অনশন করব, ধরনা দেব, সেটা কি ঠিক? সবাই পার্শ্বশিক্ষকদের নিয়ে ভাবছে। আর পার্শ্বশিক্ষকরা যে ক্লাস নিচ্ছেন না। দীর্ঘদিন ধরে বসে আছেন, ছাত্র-ছাত্রীদের অসুবিধা হচ্ছে। সেটা নিয়ে তো কেউ বলছেন না।" পার্শ্বশিক্ষকদের অনুপস্থিতির হিসেব চেয়েছে স্কুল শিক্ষা দপ্তর। সেই বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন, "সেটা তো আমার কথায়। আমি ইনিশিয়েটিভ নিয়েছি। যাঁরা বসে আছে তাঁরা যদি সংখ‍্যায় 1 হাজার হয়, আর যাদের পড়াচ্ছেন না তাদের সংখ‍্যা কি কম? আমি ওদের প্রতি সহানুভূতিশীল। কিন্তু, এটা বুঝতে হবে যে এটা চাকরি। যদি সরকারের ইচ্ছা না থাকত, তাহলে 2011-তে এসেই বলত যে এগুলো আমরা মানি না। কিন্তু, মমতা বন্দোপাধ্যায় তো কাউকে সরিয়ে দেননি। সময় নিচ্ছেন এবং প্রত্যেকটি শিক্ষককুলের সমস্যার সমাধান আর্থিক অনটন থাকা সত্ত্বেও আমরা করেছি। এটা বোঝা উচিত, ভাবা উচিত।" পার্শ্বশিক্ষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে বিজেপি, বাম ও আরও অনেক রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন। শিক্ষামন্ত্রী মূলত নাম না করে বিজেপিকেই কটাক্ষ করে বলেন, "অনেকে আবার এসে মঞ্চে দাঁড়িয়ে খুব নাটকীয় কায়দায় অনেক কথা বলে যাচ্ছেন। তাঁদের বলছি, কেন্দ্রীয় সরকারের থেকে টাকাটা নিয়ে আসলে তো হয়ে যায়। কেন্দ্রীয় সরকার সমগ্র শিক্ষা অভিযানে যে টাকা দেয় সেই টাকাই আমরা পাই না। আমাদের 5-6 হাজার কোটি টাকা বাজেট অনুমোদন করেছেন ওনারা। সেখানে টাকা দিয়েছেন সতেরোশো কোটি টাকা। টাকাটা আসবে কোথা থেকে? লোকগুলোকে তো সরিয়ে দিতে পারব না।" ভাতা প্রথার অবসান ঘটিয়ে বেতন কাঠামো চালু করার দাবিতে পার্শ্বশিক্ষকদের অবস্থান আজ 14 দিনে পড়ল। অনশনের আজ দশম দিন। পার্শ্বশিক্ষক ঐক্য মঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "আমাদের কর্মসূচি একইরকম ভাবে চলছে। 14 দিনে পড়েছে অবস্থান, 10 দিনে পড়েছে অনশন। সুজন চক্রবর্তী এসেছিলেন আজকে। উনি বলেছেন বিধানসভায় আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করবেন, তুলবেন। আমাদের আন্দোলনের পাশে ওনারা সর্বতোভাবে সহযোগিতা করবেন। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন 2009 সালে উনি পার্শ্বশিক্ষকদের মঞ্চে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা যেন অবিলম্বে পালন করা হয়।" ভগীরথ ঘোষ জানাচ্ছেন, আজ সকাল থেকে এখনও পর্যন্ত মোট 4 জন অসুস্থ হয়ে পড়েন। তার মধ্যে একজন হাসপাতাল থেকে ফিরে এলেও বাকি তিনজন বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি আছেন। দুজন পার্শ্বশিক্ষক আগে থেকেই নীলরতন সরকার হাসপাতালে ভর্তি আছেন। এতদিন ধরে আন্দোলন চলার পরেও শিক্ষামন্ত্রীর কাছ থেকে কোনও রকম সদুত্তর তো দূরস্থান, আলোচনা পর্যন্ত হয়নি পার্শ্বশিক্ষকদের। পার্শ্বশিক্ষকরা আগেই জানিয়েছিলেন, গত 13 নভেম্বর তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চেয়ে চিঠি পাঠিয়েছিলেন। যার কোনও উত্তর তাঁরা পাননি। আজ পার্শ্বশিক্ষকদের সঙ্গে দেখা করার বা আলোচনায় বসার বিষয়ে প্রশ্ন করা হলে শিক্ষামন্ত্রী বলেন "ওদের সঙ্গে বসছি না কে বলেছে? ওদের সঙ্গে তো বহুবার বসি। কে বলতে পারবে যে আমার কাছে অনুরোধ জানিয়েছে বসতে চাই আমি বারণ করেছি? বলেছি বসব না? বসবই। কেন বসব না? ওরা কথা বন্ধ করতে পারে। কিন্তু, আমি কোনও দিন কথা বন্ধ করি না।"


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.