ETV Bharat / state

SSC Recruitment Scam: অর্পিতার 31টি জীবন বীমার নমিনি পার্থ, আদালতে দাবি ইডি'র

অর্পিতা মুখোপাধ্যায়ের 31টি জীবন বীমার নমিনিতে নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । এমনটাই দাবি করল ইডি (Partha Chatterjee Named in Arpita Mukherjee Life Insurance Nominees) ৷

SSC Recruitment Scam
অর্পিতা মুখোপাধ্যায়ের 31টি জীবন বীমার নমিনীতে পার্থ চট্টোপাধ্যায়ের নাম
author img

By

Published : Aug 3, 2022, 11:01 PM IST

কলকাতা, 3 আগস্ট: এসএসসি ও আর্থিক দুর্নীতি কাণ্ড মামলার শুনানিতে বিস্ফোরক দাবি ইডির (Partha Chatterjee Named in Arpita Mukherjee Life Insurance Nominees)। বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবীমার নমিনিতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । গত 8-10 দিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার হয়েছে । তার মধ্যে অর্পিতার জীবনবীমার নথিও পাওয়া যায় । যে জীবন বীমায় নমিনির জায়গায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । সব মিলিয়ে প্রায় 31টি জীবন বীমা আছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে । যার প্রতিটিতেই নমিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

ইডির আইনজীবী আরও দাবি করেন, মোট 9টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে । যার মধ্যে 5টি ফ্ল্যাট অর্পিতার নামে । বাকি চারটি পার্থ ও অর্পিতা উভয়ের নামে রয়েছে । অপা ইউটিলিটিস নামের কোম্পানির অর্ধেক অংশীদারিত্ব আছে দু'জনের । এছাড়াও বহু নথি উদ্ধার হয়েছে যেগুলি ফরেনসিক বিভাগ তদন্ত করছে । ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে । সেই কারণে তদন্তের স্বার্থে দু'জনেরই হেফাজতে নেওয়ার আবেদন জানান ইডির আইনজীবী ।

আরও পড়ুন: অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ! আবারও ইডি হেফাজতে পার্থ-অর্পিতা জুটি

এদিনের শুনানিতে আইডির তরফে পার্থ চট্টোপাধ্যায়ের 4 দিন ও অর্পিতা মুখোপাধ্যায়ের 3 দিন হেফাজতে চাওয়া হয় । কিন্তু, পার্থর আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করেন । মূলত, শারীরিক অসুস্থতার কথা বলা হয় । তবে, অর্পিতার ক্ষেত্রে হেজাফতের বিরোধিতা করা হয়নি । কিন্তু, আইনি পরামর্শের জন্য অর্পিতার সঙ্গে দেখা না করতে দেওয়ার অভিযোগ করা হয় । অনুরোধ জানানো হয়, হেফাজতে থাকাকালীন অন্তত দিনে কুড়ি মিনিট হলেও অর্পিতার সঙ্গে দেখা করতে দেওয়া হোক । দু'পক্ষের বক্তব্য শুনে বেশ কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রাখেন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতের আইনজীবী জীবন কুমার সাধু । পরে দু'জনেরই আগামী 5 তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন ।

কলকাতা, 3 আগস্ট: এসএসসি ও আর্থিক দুর্নীতি কাণ্ড মামলার শুনানিতে বিস্ফোরক দাবি ইডির (Partha Chatterjee Named in Arpita Mukherjee Life Insurance Nominees)। বুধবার শুনানিতে ইডির আইনজীবী দাবি করেন, অর্পিতা মুখোপাধ্যায়ের জীবনবীমার নমিনিতে নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের । গত 8-10 দিন ধরে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বিভিন্ন ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে বহু নথি উদ্ধার হয়েছে । তার মধ্যে অর্পিতার জীবনবীমার নথিও পাওয়া যায় । যে জীবন বীমায় নমিনির জায়গায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের । সব মিলিয়ে প্রায় 31টি জীবন বীমা আছে অর্পিতা মুখোপাধ্যায়ের নামে । যার প্রতিটিতেই নমিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ।

ইডির আইনজীবী আরও দাবি করেন, মোট 9টি ফ্ল্যাটের খোঁজ পাওয়া গিয়েছে । যার মধ্যে 5টি ফ্ল্যাট অর্পিতার নামে । বাকি চারটি পার্থ ও অর্পিতা উভয়ের নামে রয়েছে । অপা ইউটিলিটিস নামের কোম্পানির অর্ধেক অংশীদারিত্ব আছে দু'জনের । এছাড়াও বহু নথি উদ্ধার হয়েছে যেগুলি ফরেনসিক বিভাগ তদন্ত করছে । ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে । সেই কারণে তদন্তের স্বার্থে দু'জনেরই হেফাজতে নেওয়ার আবেদন জানান ইডির আইনজীবী ।

আরও পড়ুন: অনেক প্রশ্নের উত্তর জানা বাকি ! আবারও ইডি হেফাজতে পার্থ-অর্পিতা জুটি

এদিনের শুনানিতে আইডির তরফে পার্থ চট্টোপাধ্যায়ের 4 দিন ও অর্পিতা মুখোপাধ্যায়ের 3 দিন হেফাজতে চাওয়া হয় । কিন্তু, পার্থর আইনজীবী ইডি হেফাজতের বিরোধিতা করেন । মূলত, শারীরিক অসুস্থতার কথা বলা হয় । তবে, অর্পিতার ক্ষেত্রে হেজাফতের বিরোধিতা করা হয়নি । কিন্তু, আইনি পরামর্শের জন্য অর্পিতার সঙ্গে দেখা না করতে দেওয়ার অভিযোগ করা হয় । অনুরোধ জানানো হয়, হেফাজতে থাকাকালীন অন্তত দিনে কুড়ি মিনিট হলেও অর্পিতার সঙ্গে দেখা করতে দেওয়া হোক । দু'পক্ষের বক্তব্য শুনে বেশ কিছুক্ষণের জন্য রায়দান স্থগিত রাখেন ব্যাঙ্কশাল কোর্টের বিশেষ আদালতের আইনজীবী জীবন কুমার সাধু । পরে দু'জনেরই আগামী 5 তারিখ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.