ETV Bharat / state

Partha Chatterjee: হাত নেড়ে বুঝিয়ে দিলেন আর কোনও আংটি নেই, প্রভাবশালী তকমা ঘোচাতে উদ্যোগী পার্থ - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

প্রভাবশালী তকমা ঘোচাতে উদ্যোগী পার্থ চট্টোপাধ্যায় ! তাঁর হাতের আংটি নিয়ে প্রশ্ন তুলেছিল ইডি ৷ এ বার সব আংটি খুলে ফেললেন তিনি ৷

Partha Chatterjee ETV Bharat
পার্থ চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 24, 2023, 2:28 PM IST

কলকাতা, 24 এপ্রিল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আজ আদালতে পেশ করার সময় সবার নজর পড়ল তাঁর হাতের দিকে ৷ পার্থর আঙুলে আর নেই দামি পাথরের আংটি । এই আংটির কথা তুলে ধরেই তাঁকে দেওয়া হয়েছিল প্রভাবশালীর তকমা ৷ এ দিন এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও, সাংবাদিকদের উদ্দেশে হাত তুলে পার্থ যেন এটাই দেখাতে চাইলেন যে, তাঁর আঙুলে আর কোনও আংটি নেই ৷

এই আংটি কাণ্ডকে হাতিয়ার করেই গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই জল অনেক দূর গড়ায় । ভার্চুয়াল শুনানি পর্বে ইডির আইনজীবীদের তরফ থেকে আদালতে দাবি করা হয়, একজন বন্দি বা সংশোধনাগারের আবাসিকের হাতে কীভাবে আংটি থাকতে পারে ? পার্থ প্রভাবশালী বলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেন ইডির আইনজীবী ৷

যদিও তাঁর আংটি নিয়ে প্রশ্ন ওঠায় সে দিন পার্থ বলেছিলেন যে, প্রয়োজনে তাঁর আংটি খুলে নিলেও তাঁর কোনও আপত্তি নেই ৷ সেগুলি দামি আংটি নয় ৷ শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই আংটি পরেন তিনি ৷ তাঁকে কেউ সেই আংটি খুলতে বলেননি বলেও জানান প্রাক্তন শিল্পমন্ত্রী ৷ তাঁর এই কথা শুনে বিচারক বলেছিলেন, এই নিয়ে তাঁর বিচলিত হওয়ার প্রয়োজন নেই ৷ এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিচারক ।

গত সপ্তাহে হাতে আংটি থাকলেও এই সপ্তাহে আর সেই আংটি দেখা গেল না পার্থর হাতে ৷ আজ আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে হাজিরা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের । তাঁকে এ দিন আদালতে পেশ করা হয় । আর সেই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে মৃদু হাসেন তিনি ৷ অনেকের মতে, পার্থ এটাই দেখাতে চেয়েছেন যে, তাঁর আঙুলে আর কোনও আংটি নেই ৷ এ ভাবেই যেন প্রভাবশালী তত্ত্ব নিজের গা থেকে ঝেড়ে ফেলতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায় ৷

শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ তাঁকে বেশ কয়েক দফায় ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে দাবি তদন্তকারীদের ।

আরও পড়ুন: হাতে আংটি কেন ? সিবিআইয়ের প্রশ্নে পার্থকে বিচলিত না হতে বললেন বিচারক

কলকাতা, 24 এপ্রিল: নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের প্রাক্তন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে আজ আদালতে পেশ করার সময় সবার নজর পড়ল তাঁর হাতের দিকে ৷ পার্থর আঙুলে আর নেই দামি পাথরের আংটি । এই আংটির কথা তুলে ধরেই তাঁকে দেওয়া হয়েছিল প্রভাবশালীর তকমা ৷ এ দিন এ বিষয়ে সরাসরি মুখ না খুললেও, সাংবাদিকদের উদ্দেশে হাত তুলে পার্থ যেন এটাই দেখাতে চাইলেন যে, তাঁর আঙুলে আর কোনও আংটি নেই ৷

এই আংটি কাণ্ডকে হাতিয়ার করেই গত সপ্তাহে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব খাঁড়া করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । সেই জল অনেক দূর গড়ায় । ভার্চুয়াল শুনানি পর্বে ইডির আইনজীবীদের তরফ থেকে আদালতে দাবি করা হয়, একজন বন্দি বা সংশোধনাগারের আবাসিকের হাতে কীভাবে আংটি থাকতে পারে ? পার্থ প্রভাবশালী বলেই এটা সম্ভব হয়েছে বলে দাবি করেন ইডির আইনজীবী ৷

যদিও তাঁর আংটি নিয়ে প্রশ্ন ওঠায় সে দিন পার্থ বলেছিলেন যে, প্রয়োজনে তাঁর আংটি খুলে নিলেও তাঁর কোনও আপত্তি নেই ৷ সেগুলি দামি আংটি নয় ৷ শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যই আংটি পরেন তিনি ৷ তাঁকে কেউ সেই আংটি খুলতে বলেননি বলেও জানান প্রাক্তন শিল্পমন্ত্রী ৷ তাঁর এই কথা শুনে বিচারক বলেছিলেন, এই নিয়ে তাঁর বিচলিত হওয়ার প্রয়োজন নেই ৷ এরপরেই সংশোধনাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন বিচারক ।

গত সপ্তাহে হাতে আংটি থাকলেও এই সপ্তাহে আর সেই আংটি দেখা গেল না পার্থর হাতে ৷ আজ আলিপুরে সিবিআই-এর বিশেষ আদালতে হাজিরা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের । তাঁকে এ দিন আদালতে পেশ করা হয় । আর সেই সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে হাত নেড়ে মৃদু হাসেন তিনি ৷ অনেকের মতে, পার্থ এটাই দেখাতে চেয়েছেন যে, তাঁর আঙুলে আর কোনও আংটি নেই ৷ এ ভাবেই যেন প্রভাবশালী তত্ত্ব নিজের গা থেকে ঝেড়ে ফেলতে চাইলেন পার্থ চট্টোপাধ্যায় ৷

শিক্ষায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগারে বন্দি রয়েছেন ৷ তাঁকে বেশ কয়েক দফায় ইডি এবং সিবিআই জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন বলে দাবি তদন্তকারীদের ।

আরও পড়ুন: হাতে আংটি কেন ? সিবিআইয়ের প্রশ্নে পার্থকে বিচলিত না হতে বললেন বিচারক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.