কলকাতা, 31 অক্টোবর: আলিপুর আদালতে সাংবাদিকদের ধমক দিলেন পার্থ চট্টোপাধ্যায় । বস্তুত, ধমকেই প্রশ্নকারীদের চুপ করিয়ে দিলেন দুর্নীতির দায়ে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী (Partha Chatterjee Gets Angry in Alipur Court)। সোমবার আলিপুর আদালতের সামনে পার্থকে প্রশ্ন করা হয়, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ কি সত্যি ? জবাবে পার্থ সাংবাদিকদের উদ্দেশ্যে আঙুল উঁচিয়ে বলেন, "চুপ করে থাকুন ৷"
এদিন সিবিআই জানায়, তদন্ত প্রক্রিয়া চলছে ৷ এখনও অনেক তদন্ত বাকি রয়েছে । কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে । তাছাড়া এই তদন্তে আরও অভিযুক্ত রয়েছে । তদন্ত করতে এখনও ছ'মাস সময় লাগবে । হাজার হাজার পড়ুয়াদের সঙ্গে পরিকল্পিতভাবে এই দুর্নীতির বিরুদ্ধে এখনও অনেক তথ্য সংগ্রহ করা বাকি ৷
সোমবার তদন্তকারী অফিসার তদন্তের প্রামাণ্য নথি জমা দেন আদালতে । সিবিআইয়ের আইনজীবী এদিন আরও জানান, 16 অগস্ট প্রথম চার্জশিট জমা হয়েছে । বর্তমানে 4 জন রয়েছেন কাস্টডিতে ।
আরও পড়ুন : পার্থর গ্রেফতারিতেই দলের সবথেকে বেশি ক্ষতি হয়েছে ! দাবি সৌগতর
বিচারক সিবিআই আইনজীবীর কাছে বাকিদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বাকিদের গ্রেফতারের প্রয়োজন নেই । কমপক্ষে 6 মাস সময় লাগবে তদন্ত চালানোর জন্য ।
এই বিষয়ে সিবিআইয়ের আইনজীবী আরও জানান, বেশ কিছু প্রমাণ রয়েছে যেগুলো পাওয়া বাকি । তদন্ত শেষ নয়, চলছে । এখনও বেশ কিছু অভিযুক্ত সামনে আসতেই পারেন । এই অপরাধের পিছনে কতজন জড়িয়ে রয়েছে সেটাও জানা বাকি । এর মধ্যে কোনও নিরপরাধ ব্যক্তি যাতে ফেঁসে না-যান সেই দিকেই নজর রাখা হবে ।
এদিকে শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী সঞ্জয় দাসগুপ্ত জানান, বিনা কারণে তাঁর মক্কেল 45 দিন ধরে কাস্টডিতে রয়েছেন । অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, "বারবার বলা হচ্ছে বেআইনিভাবে চাকরি হয়েছে । এই তথ্য ছাড়া আর কোনও কিছু দিতে পারছেন না । তদন্ত প্রক্রিয়ার জন্য সিবিআই যা যা তথ্য উদ্ধার করেছে সেইগুলি সঠিকভাবে আদালতে জমা দেওয়া হোক । তদন্তের নামে প্রহসন চলছে ।"
পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট 7 জনের নামে ফের 14 দিনের হেফাজতের আর্জি জানিয়েছিল সিবিআই । আদালত তা মঞ্জুর করেছে । 14 নভেম্বর পর্যন্ত সকলের হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত ।
আরও পড়ুন : এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম