ETV Bharat / state

Partha Skips Abhishek Issue: '300 দিনেরও বেশি বিনা বিচারে বন্দি রয়েছি', অভিষেকের জেরা নিয়ে প্রশ্নে বিরক্ত পার্থ

অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে জেরা নিয়ে প্রশ্ন করায় বিরক্তি প্রকাশ করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ আজ তাঁকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছে ৷

Partha Chatterjee
Partha Chatterjee
author img

By

Published : May 22, 2023, 3:36 PM IST

Updated : May 22, 2023, 4:22 PM IST

অভিষেকের জেরা নিয়ে প্রশ্নে বিরক্ত পার্থ

কলকাতা, 22 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষা ও নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বিরক্তির সুরে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি ৷ সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করার সময় পার্থ বললেন, বিনা বিচারে তাঁকে বন্দি করে রাখা হয়েছে 300 দিনেরও বেশি সময় ধরে ৷

14 দিনের জেল হেফাজত শেষ হওয়ায় আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আদালতে ঢোকার সময় প্রতিদিনের মতোই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ সেই সময়ই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ টেনে এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ৷ এই প্রশ্নে বেশ বিরক্ত হন পার্থ ৷ তিনি অভিষেকের প্রসঙ্গ এড়িয়ে যান ৷ এ বিষয়ে একটিও বাক্য খরচ না করে তিনি ক্ষোভ উগড়ে দেন তাঁর বন্দিদশা নিয়ে ৷

এ দিন পার্থ বলেন, "আমায় যে বন্দি করে রেখেছে সেটা নিয়ে বলুন ৷ আমি 300 দিনেরও বেশি বিনা বিচারে বন্দি রয়েছি ৷ সেটা নিয়ে বলুন ৷ আর কী বলব আপনাদের ৷" এই কথা বলেই আদালত কক্ষের দিকে রওনা দেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷ তবে তিনি অভিষেককে জেরার প্রসঙ্গে এ দিন কোনও কথা বলেননি ৷

এর আগে যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল, সে দিন তাঁর মুখে শোনা গিয়েছিল অভিষেক-বন্দনা ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন পার্থ ৷ তিনি বলেন, ডায়মন্ড হারবারের সাংসদের কর্মসূচি 100 শতাংশ সফল ৷ তিনি সে দিন দাবি করেন যে, নবজোয়ারে গণজোয়ার এসেছে ৷

সে দিনও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ রবীন্দ্র-কবিতার পংক্তি ধার করে বলেছিলেন, "মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না ৷ অগ্নি দিল তবুও তো গলিল না সোনা ৷" রাজনৈতিক মহলের মতে, রবীন্দ্রজয়ন্তীর ঠিক আগে কবিগুরুর সোনারতরী কাব্যগ্রন্থের এই লাইনদুটি বলে পার্থ বোঝাতে চেয়েছিলেন যে, শিক্ষা দুর্নীতি মামলায় তাঁর গায়ে কালিমা লেপে দেওয়া হলেও তিনি সোনার মতোই খাঁটি ! আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি জানাবেন তাঁর আইনজীবীরা ৷

উল্লেখ্য, শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ৷

আরও পড়ুন: খোশমেজাজে পার্থ, গালভরা হাসি ও রবীন্দ্র-কবিতায় কী ইঙ্গিত দিলেন ?

অভিষেকের জেরা নিয়ে প্রশ্নে বিরক্ত পার্থ

কলকাতা, 22 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেরা নিয়ে প্রশ্ন করতেই ক্ষোভ উগড়ে দিলেন শিক্ষা ও নিয়োগ দুর্নীতি মামলায় বন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ সেই প্রশ্ন এড়িয়ে গিয়ে বিরক্তির সুরে পালটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন তিনি ৷ সোমবার তাঁকে আলিপুর আদালতে পেশ করার সময় পার্থ বললেন, বিনা বিচারে তাঁকে বন্দি করে রাখা হয়েছে 300 দিনেরও বেশি সময় ধরে ৷

14 দিনের জেল হেফাজত শেষ হওয়ায় আজ আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ৷ আদালতে ঢোকার সময় প্রতিদিনের মতোই তাঁকে ঘিরে ধরেন সাংবাদিকরা ৷ সেই সময়ই নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের প্রসঙ্গ টেনে এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা ৷ এই প্রশ্নে বেশ বিরক্ত হন পার্থ ৷ তিনি অভিষেকের প্রসঙ্গ এড়িয়ে যান ৷ এ বিষয়ে একটিও বাক্য খরচ না করে তিনি ক্ষোভ উগড়ে দেন তাঁর বন্দিদশা নিয়ে ৷

এ দিন পার্থ বলেন, "আমায় যে বন্দি করে রেখেছে সেটা নিয়ে বলুন ৷ আমি 300 দিনেরও বেশি বিনা বিচারে বন্দি রয়েছি ৷ সেটা নিয়ে বলুন ৷ আর কী বলব আপনাদের ৷" এই কথা বলেই আদালত কক্ষের দিকে রওনা দেন তৃণমূলের প্রাক্তন মহাসচিব ৷ তবে তিনি অভিষেককে জেরার প্রসঙ্গে এ দিন কোনও কথা বলেননি ৷

এর আগে যেদিন পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়েছিল, সে দিন তাঁর মুখে শোনা গিয়েছিল অভিষেক-বন্দনা ৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে নবজোয়ার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন পার্থ ৷ তিনি বলেন, ডায়মন্ড হারবারের সাংসদের কর্মসূচি 100 শতাংশ সফল ৷ তিনি সে দিন দাবি করেন যে, নবজোয়ারে গণজোয়ার এসেছে ৷

সে দিনও নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ রবীন্দ্র-কবিতার পংক্তি ধার করে বলেছিলেন, "মসী লেপি দিল তবু ছবি ঢাকিল না ৷ অগ্নি দিল তবুও তো গলিল না সোনা ৷" রাজনৈতিক মহলের মতে, রবীন্দ্রজয়ন্তীর ঠিক আগে কবিগুরুর সোনারতরী কাব্যগ্রন্থের এই লাইনদুটি বলে পার্থ বোঝাতে চেয়েছিলেন যে, শিক্ষা দুর্নীতি মামলায় তাঁর গায়ে কালিমা লেপে দেওয়া হলেও তিনি সোনার মতোই খাঁটি ! আজ ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জি জানাবেন তাঁর আইনজীবীরা ৷

উল্লেখ্য, শনিবার নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিবিআই সাড়ে নয় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে ৷

আরও পড়ুন: খোশমেজাজে পার্থ, গালভরা হাসি ও রবীন্দ্র-কবিতায় কী ইঙ্গিত দিলেন ?

Last Updated : May 22, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.