ETV Bharat / state

Partha-Arpita Health Check up: জোকার ইএসআই হাসপাতালে পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা - অর্পিতা মুখোপাধ্যায়

অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) ওজন, প্রেসার, সুগার এবং দেহের তাপমাত্রা পরীক্ষা করা হয় । পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়েরও(Partha Chatterjee) ওজন, সুগার ও প্রেসার মাপা হয় ।

Partha-Arpita Health Check up
Partha-Arpita Health Check up
author img

By

Published : Jul 27, 2022, 4:30 PM IST

Updated : Jul 27, 2022, 4:41 PM IST

কলকাতা, 27 জুলাই: জোকার ইএসআই হাসপাতালে(Joka ESI Hospital) একসঙ্গেই স্বাস্থ্য পরীক্ষা(Health Check up) করা হল শিক্ষা দুর্নীতি কাণ্ডে(SSC Recruitment Scam) গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) । এদিন বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেহালার জোকার ইএসআই হাসপাতালে পৌঁছয় সিআরপিএফ এবং ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(ED) একটি কনভয় ।

জানা গিয়েছে, অর্পিতার ওজন, প্রেসার, সুগার এবং দেহের তাপমাত্রা পরীক্ষা করেছেন চিকিৎসকরা । পার্থরও ওজন, সুগার ও প্রেসার মাপা হয়েছে । পাশাপাশি আজ সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায় কী কী ওষুধ খেয়েছেন সেগুলি ভালোভাবে দেখেন সেখানকার চিকিৎসকরা(Partha Chatterjee Arpita Mukherjee Health Check up in Joka ESI hospital) । এরপরে পার্থ এবং অর্পিতাকে সঙ্গে নিয়ে জোকার ইএসআই হাসপাতাল থেকে সল্টলেকের উদ্দেশ্যে রওনা হন সিআরপিএফ এবং ইডির একটি কনভয় ।

পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা হল জোকার ইএসআই হাসপাতালে

আরও পড়ুন: ইডি হেফাজতে দু'বেলা ভাত জুটছে না পার্থর, অর্পিতার ডায়েটে কাজু-কিসমিস

প্রসঙ্গত, গতকাল পার্থ এবং অর্পিতাকে আলাদা করে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি ইডির গোয়েন্দারা এই দুজনের থেকে জানতে চান বিদেশের সঙ্গে তাঁদের কোনও লেনদেন ছিল কিনা ৷ এছাড়াও জানা গিয়েছে তাঁরা আগের দিন বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেলন। গোয়েন্দারা চাইছেন নথিপত্র দেখিয়ে সে সম্পর্কে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ।

কলকাতা, 27 জুলাই: জোকার ইএসআই হাসপাতালে(Joka ESI Hospital) একসঙ্গেই স্বাস্থ্য পরীক্ষা(Health Check up) করা হল শিক্ষা দুর্নীতি কাণ্ডে(SSC Recruitment Scam) গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়(Partha Chatterjee) এবং তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের(Arpita Mukherjee) । এদিন বেলা বারোটা নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে বেহালার জোকার ইএসআই হাসপাতালে পৌঁছয় সিআরপিএফ এবং ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর(ED) একটি কনভয় ।

জানা গিয়েছে, অর্পিতার ওজন, প্রেসার, সুগার এবং দেহের তাপমাত্রা পরীক্ষা করেছেন চিকিৎসকরা । পার্থরও ওজন, সুগার ও প্রেসার মাপা হয়েছে । পাশাপাশি আজ সকাল থেকে পার্থ চট্টোপাধ্যায় কী কী ওষুধ খেয়েছেন সেগুলি ভালোভাবে দেখেন সেখানকার চিকিৎসকরা(Partha Chatterjee Arpita Mukherjee Health Check up in Joka ESI hospital) । এরপরে পার্থ এবং অর্পিতাকে সঙ্গে নিয়ে জোকার ইএসআই হাসপাতাল থেকে সল্টলেকের উদ্দেশ্যে রওনা হন সিআরপিএফ এবং ইডির একটি কনভয় ।

পার্থ-অর্পিতার স্বাস্থ্য পরীক্ষা হল জোকার ইএসআই হাসপাতালে

আরও পড়ুন: ইডি হেফাজতে দু'বেলা ভাত জুটছে না পার্থর, অর্পিতার ডায়েটে কাজু-কিসমিস

প্রসঙ্গত, গতকাল পার্থ এবং অর্পিতাকে আলাদা করে জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা । পাশাপাশি ইডির গোয়েন্দারা এই দুজনের থেকে জানতে চান বিদেশের সঙ্গে তাঁদের কোনও লেনদেন ছিল কিনা ৷ এছাড়াও জানা গিয়েছে তাঁরা আগের দিন বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেলন। গোয়েন্দারা চাইছেন নথিপত্র দেখিয়ে সে সম্পর্কে তাঁদের জিজ্ঞাসাবাদ করতে ।

Last Updated : Jul 27, 2022, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.