কলকাতা, 17 জুন : বিধানসভার কমিটি গঠন নিয়ে এবার আলোচনা করলেন শুভেন্দু অধিকারী এবং পার্থ চট্টোপাধ্যায় ৷ শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা । পার্থ চট্টোপাধ্যায় পরিষদীয় মন্ত্রী । বিজেপি সূত্রের খবর, এদিন বিধানসভার কমিটি গঠন নিয়ে ফোনে কথা বলেন দুই নেতা ৷
বিধানসভায় মোট 41 টি কমিটি । জানা গিয়েছে, এদিনের আলোচনায় কোন কমিটি কাকে দেওয়া হবে? তৃণমূল কোন কোন কমিটি নিজের হাতে রাখতে চাইছে । আর কোন কোন কমিটি বিজেপিকে ছাড়া হবে, সেই বিষয়ে বিস্তারিত ভাবে দুই নেতা-মন্ত্রীর মধ্যে দীর্ঘক্ষণ ফোনে কথা হয় ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী 41 টি কমিটির মধ্যে কমপক্ষে 15 টি কমিটি দাবি করেছেন । শুভেন্দুর কথায় 2016 সালে বাম-কংগ্রেস বিরোধী আসনে বসলে তাঁদের 15 টি কমিটি দেওয়া হয় । তাহলে এবার বিজেপিকে কেন 15 টি কমিটি দেওয়া হবে না ?
বিজেপি নেতার কথায়, তাঁদের দল এবার 77 টি আসনে জয়লাভ করেছে । দুই জন বিধায়ক ইস্তফা দিলেও এখনও তাঁদের 75 জন বিধায়ক বর্তমানে রয়েছেন । তাহলে এবার তাঁদেরও অন্তত 15 টি কমিটি পাওয়া দরকার । কিন্তু পরিষদীয় মন্ত্রী মাত্র 8-9 টির বেশি কমিটি ছাড়াতে নারাজ বলে জানা গিয়েছে । এখন এটাই দেখার বিষয় শেষ পর্যন্ত 41 টি কমিটির মধ্যে তৃণমূল কটা কমিটি নিজের হাতে রাখে । এবং বিজেপিকে কটা কমিটি দেয় ।
আরও পড়ুন : মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে কাল স্পিকারের দ্বারস্থ হচ্ছে বিজেপি