ETV Bharat / state

তিন দিনের জন্য বন্ধ শিয়ালদা ফ্লাইওভারের একাংশ, কোন পথে যান চলাচল ?

author img

By

Published : Sep 30, 2020, 10:37 PM IST

বিদ্যাপতি সেতু পরীক্ষা-নিরীক্ষার জন্য আগেও বন্ধ রাখা হয়েছিল চার দিন । ফের 2 অক্টোবর সকাল ছটা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিয়ালদা উড়ালপুল । যা বন্ধ থাকবে 5 অক্টোবর সকাল ছ'টা পর্যন্ত । এই সময় যানবাহনের অভিমুখ বদলে দেওয়া হবে । শিয়ালদা উড়ালপুল দিয়ে সমস্ত ট্রাম ওই তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে ।

Vidyapati setu
Vidyapati setu

কলকাতা, 30 সেপ্টেম্বর: ফের বন্ধ হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার । এবার অবশ্য সেতুর রক্ষণাবেক্ষণের জন্য নয় । শিয়ালদা ফ্লাইওভারের তলা দিয়ে তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল । সেই কারণে MG রোড এবং বেলেঘাটা রোডের মধ্যেকার অংশের যানবাহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে । এমনিতেই বিদ্যাপতি সেতুর অবস্থা ততটা ভালো নয় । এই পরিস্থিতিতে টানেল তৈরির সময় এই ব্রিজ সম্পূর্ণভাবে খোলা থাকলে বড় বিপত্তি ঘটে যেতে পারে । সেই কারণে AKMRC-র পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে সুনির্দিষ্ট অনুরোধ এসেছিল । সেটি বিবেচনা করে আগামী 2 অক্টোবর থেকে 5 অক্টোবর বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু ।

বিদ্যাপতি সেতু । কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে যানবাহনের চাপ থাকে যথেষ্টই । সেই সেতুই পরীক্ষা-নিরীক্ষার জন্য আগেও বন্ধ রাখা হয়েছিল চার দিন । ফের 2 অক্টোবর সকাল ছটা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিয়ালদা উড়ালপুল । যা বন্ধ থাকবে 5 অক্টোবর সকাল ছ'টা পর্যন্ত । এই সময় যানবাহনের অভিমুখ বদলে দেওয়া হবে । শিয়ালদা উড়ালপুল দিয়ে সমস্ত ট্রাম ওই তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে । রক্ষণাবেক্ষণের কাজের সময় কলকাতা পুলিশের অভিজ্ঞ অফিসাররা বারবার বৈঠক করে তৈরি করেছিলেন একটা সুনির্দিষ্ট প্ল্যান । তারপরেই ঠিক হয় কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ হবে এই চারটে দিন। সেই প্ল্যানিং কাজে এসেছিল ।

আবারও সেই একই প্ল্যান প্রয়োগ করা হচ্ছে । সেই সূত্রে শিয়ালদা উড়াল পুলের আশপাস দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। APC রোড, MG রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাচ্ছে । উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন‍্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমাহার্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছনো যাবে ।

আবার রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি । যে সমস্ত বাস রাজাবাজার টার্মিনার্সের সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়বে । আবার বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলি ওই চারদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে । পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উল্টোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরছে ।

উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড আমহার্ট স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণীতে মিশবে । ওই কয়েকটা দিনের জন্য আমহার্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ কিদোয়াই রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করার স্ট্র‍্যাটেজি ।

আগে দেখা গেছে, পার্কিং নিষিদ্ধ করার ফলে অন্য কাজের দিনের থেকে ওইসব রাস্তায় যানবাহনের গতি অনেকটাই বেশি হয়েছিল । সেই স্ট্রাটিজি আবার নেওয়া হচ্ছে । পণ্যবাহী বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্টাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । অন্যান্য পণ্যবাহী গাড়ি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল এভিনিউ ঘুড়িয়ে দেওয়া হবে । আবার উত্তর মুখে পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে এস এন ব্যানার্জি রোড ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।

কলকাতা, 30 সেপ্টেম্বর: ফের বন্ধ হচ্ছে শিয়ালদা ফ্লাইওভার । এবার অবশ্য সেতুর রক্ষণাবেক্ষণের জন্য নয় । শিয়ালদা ফ্লাইওভারের তলা দিয়ে তৈরি হচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেল । সেই কারণে MG রোড এবং বেলেঘাটা রোডের মধ্যেকার অংশের যানবাহন পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে । এমনিতেই বিদ্যাপতি সেতুর অবস্থা ততটা ভালো নয় । এই পরিস্থিতিতে টানেল তৈরির সময় এই ব্রিজ সম্পূর্ণভাবে খোলা থাকলে বড় বিপত্তি ঘটে যেতে পারে । সেই কারণে AKMRC-র পক্ষ থেকে কলকাতা পুলিশের কাছে সুনির্দিষ্ট অনুরোধ এসেছিল । সেটি বিবেচনা করে আগামী 2 অক্টোবর থেকে 5 অক্টোবর বন্ধ রাখা হচ্ছে বিদ্যাপতি সেতু ।

বিদ্যাপতি সেতু । কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সেতুতে যানবাহনের চাপ থাকে যথেষ্টই । সেই সেতুই পরীক্ষা-নিরীক্ষার জন্য আগেও বন্ধ রাখা হয়েছিল চার দিন । ফের 2 অক্টোবর সকাল ছটা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে শিয়ালদা উড়ালপুল । যা বন্ধ থাকবে 5 অক্টোবর সকাল ছ'টা পর্যন্ত । এই সময় যানবাহনের অভিমুখ বদলে দেওয়া হবে । শিয়ালদা উড়ালপুল দিয়ে সমস্ত ট্রাম ওই তিন দিনের জন্য বন্ধ করে দেওয়া হচ্ছে । রক্ষণাবেক্ষণের কাজের সময় কলকাতা পুলিশের অভিজ্ঞ অফিসাররা বারবার বৈঠক করে তৈরি করেছিলেন একটা সুনির্দিষ্ট প্ল্যান । তারপরেই ঠিক হয় কীভাবে যান চলাচল নিয়ন্ত্রণ হবে এই চারটে দিন। সেই প্ল্যানিং কাজে এসেছিল ।

আবারও সেই একই প্ল্যান প্রয়োগ করা হচ্ছে । সেই সূত্রে শিয়ালদা উড়াল পুলের আশপাস দিয়ে চলা সমস্ত ট্রাম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। APC রোড, MG রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণী, রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে ট্রাম চলাচল বন্ধ । দক্ষিণ কলকাতা থেকে অর্থাৎ AJC বোস রোড দিয়ে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন্য চিরাচরিত পথ ব্যবহার করা যাচ্ছে । উত্তর থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার জন‍্য উড়ালপুলের MG রোড শাখা ধরে আমাহার্ট স্ট্রিট হয়ে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দিয়ে কোলে মার্কেট হয়ে সোজা শিয়ালদা স্টেশনে পৌঁছনো যাবে ।

আবার রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা মেন রোড, ক‍্যানাল ইস্ট রোড, বেলেঘাটা রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গাড়ি । যে সমস্ত বাস রাজাবাজার টার্মিনার্সের সেগুলি NRS হাসপাতালের পাশ থেকে ছাড়বে । আবার বেলেঘাটার বরফ কল থেকে যে বাসগুলো ছাড়ে সেগুলি ওই চারদিন রাজাবাজার ট্রাম ডিপো থেকে ছাড়বে । পূর্বমুখী যে বাসগুলি বেলেঘাটা কিংবা আরও পূর্ব দিকে যায় সেগুলি APC রোড হয়ে মানিকতলা বা রাজাবাজার থেকে নারকেলডাঙ্গা মেইন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে । উল্টোমুখী গাড়িগুলি একই পথে MG রোড ধরছে ।

উত্তর থেকে দক্ষিণের দিকে যে বাসগুলি যায় সেগুলি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড আমহার্ট স্ট্রিট হয়ে বিবি গাঙ্গুলি স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট হয়ে লেলিন সরণীতে মিশবে । ওই কয়েকটা দিনের জন্য আমহার্ট স্ট্রিট, বিবি গাঙ্গুলি স্ট্রিট, কলেজ স্ট্রিট, নির্মল চন্দ্র স্ট্রিট, এসএন ব্যানার্জি রোড, ক্রিক রো, রফি আহমেদ কিদোয়াই রোডে গাড়ির পার্কিং নিষিদ্ধ করার স্ট্র‍্যাটেজি ।

আগে দেখা গেছে, পার্কিং নিষিদ্ধ করার ফলে অন্য কাজের দিনের থেকে ওইসব রাস্তায় যানবাহনের গতি অনেকটাই বেশি হয়েছিল । সেই স্ট্রাটিজি আবার নেওয়া হচ্ছে । পণ্যবাহী বড় গাড়িগুলি শ্যামবাজার থেকে সেন্টাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে । অন্যান্য পণ্যবাহী গাড়ি মানিকতলা ক্রশিং থেকে বিবেকানন্দ রোড ধরে সেন্টাল এভিনিউ ঘুড়িয়ে দেওয়া হবে । আবার উত্তর মুখে পণ্যবাহী গাড়িগুলি মৌলালি ক্রসিং থেকে এস এন ব্যানার্জি রোড ডোরিনা ক্রসিং হয়ে সেন্ট্রাল এভিনিউয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.