কলকাতা, 20 মে : একটি ঘরে দীর্ঘক্ষণ সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের জন্য সকাল থেকে অপেক্ষা করার পর অবশেষে দুটো নাগাদ শুরু হয় এসএসসি দুর্নীতি মামলার জিজ্ঞাসাবাদ পর্ব। এমনটাই খবর সিবিআই সূত্রে (paresh adhikary faces cbi questioning about 9 hours on SSC Recruitment Scam)।
এদিন এসএসসি দুর্নীতি মামলায় দিল্লি থেকে একটি বিশেষ প্রতিনিধি দল কলকাতায় এসে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে। এই বিশেষ প্রতিনিধি দলে ছিলেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। নিজাম প্যালেস সূত্রের খবর, প্রথমে দিল্লির এই বিশেষ প্রতিনিধি দল এই রাজ্যের সিবিআই আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। সেই বৈঠকের পর এসএসসি দুর্নীতি মামলায় কীভাবে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং পরবর্তীকালে কোন কোন আইনি জটিলতা আসতে পারে সেই সকল বিষয় নিয়ে দিল্লির সিবিআইয়ের সদর দফতরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেখানকার আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন সিবিআইয়ের অ্যাডিশনাল ডিরেক্টর অজয় ভাটনগর। এরপর তাঁরা প্রায় দুপুর দুটো নাগাদ শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন।
আরও পড়ুন : পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের ঘোষণায় খুশি মেখলিগঞ্জ
মূলত পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরির নিয়োগ পত্র হাতে তুলে দেওয়ার নেপথ্যে রাজ্যের কোন কোন প্রভাবশালী ব্যক্তির হাত ছিল সে সকল প্রশ্নের উত্তর পরেশ অধিকারীর কাছ থেকে শুনতে চান সিবিআইয়ের আধিকারিকরা। কিন্তু পরেশ অধিকারী সেই বিষয়ে খোলসা করে কিছু বলতে চাননি বলে সিবিআই সূত্রের খবর।
এছাড়াও পরেশ অধিকারীর বেশ কিছু প্রশ্নের উত্তরে সিবিআই আধিকারিকরা খুশি নন বলেও জানা গিয়েছে। ফলে প্রয়োজন পড়লে ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আবার ডাকা হবে বলে সিবিআই সূত্রের খবর। দীর্ঘ সাড়ে 9 ঘণ্টা জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হওয়ার পর নিজাম প্যালেস থেকে বের হন রাজ্যে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী।