কলকাতা, 19 জুন : বহুদিন ধরেই স্কুল বন্ধ থাকায় বন্ধ স্কুলের ট্রান্সপোর্টও ৷ ফলে স্কুলের ট্রান্সপোর্ট ফি চাওয়ার প্রতিবাদে সরব হয়েছিলেন জোকার এক বেসরকারি স্কুলের অভিভাবকরা । তবে, তা স্কুল কর্তৃপক্ষকে ই-মেল করার মাধ্যমেই করছিলেন । এবার আর ই-মেল নয় । আজ সরাসরি স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা । কিন্তু, স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা তো দূরস্থান, অভিভাবকদের স্কুলে ঢুকতেই দিল না নিরাপত্তারক্ষীরা । ফলে, নিজেদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি স্কুল কর্তৃপক্ষের কাছে জমা করার পরিকল্পনা বাস্তবে পরিণত হল না ।
আজ সকাল 10 টা থেকেই জোকার ওই বেসরকারি স্কুলের সামনে জমায়েত করেন অভিভাবকরা । সামাজিক দূরত্ব মেনে, হাতে দাবি লেখা প্ল্যাকার্ড ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখান তাঁরা । এক অভিভাবক বলেন, " আজকে অতিমারির এই পরিস্থিতিতে যেখানে সারা দেশের মানুষ অর্থনৈতিক দিক থেকে সাফার করছে সেখানে স্কুল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কোনওরকম সহযোগিতা করছে না ৷ আমাদের কথা শুনছে না । তাঁরা বলছেন, এই শিক্ষাবর্ষ থেকে ফি বাড়িয়ে দেওয়া হবে । যেখানে রাজ্য সরকার বেসরকারি স্কুলগুলিকে এই বছর ফি না বাড়াতে বলছে । কিন্তু, আমাদের স্কুল কোনওরকম সাহায্য করছে না ৷ আলোচনায়ও বসছে না । আমরা বারবার বলছি, আমরা ফি দিতে রাজি আছি । কিন্তু, যেখানে বাস চলছে না সেখানে স্কুল বলছে পুরো ট্রান্সপোর্টেশন ফি দিতে হবে । আমরা প্রত্যেকেই বেসরকারি সংস্থায় চাকরি করি বা ব্যবসা করি । এখন অনেকেরই ব্যবসার অবস্থা খারাপ ৷ চাকরিতে বেতন কমেছে ৷ অনেকের কাজ চলে গেছে । এই পরিস্থিতিতেও স্কুল মানবিক মুখ দেখাচ্ছে না । উপরন্তু ফি সময়ে না দিতে পারলে পেনাল্টি দিতে হবে বলে চাপ দেওয়া হচ্ছে । আমরা সবসময় ফি দিয়ে এসেছি । কিন্তু, এই অতিমারির সময়ে বলছি, আমাদের কথা একটু ভাবুন । কিন্তু, স্কুল কর্তৃপক্ষ আমাদের কোনও কথা শুনতে রাজি নয় । "
অন্য এক অভিভাবিকা বলেন, " আমরা শুধু টিউশন ফি দিতে চাই । স্কুল মার্চ মাসের শেষ থেকে বন্ধ । আমাদের বাচ্চারা ট্রান্সপোর্ট ব্যবহার করছে না । তাই আমরা ট্রান্সপোর্ট ফি দেব না । আমরা কর্তৃপক্ষকে বহুবার মেল করেছি । কিন্তু, কর্তৃপক্ষ একটাও মেলের জবাব দিচ্ছে না । ফোন করলে তো ফোন তুলছেন না বা হোল্ডে পাঠিয়ে দিচ্ছে । আমি কী করব এখন? "
আজ স্কুলের সামনে বিক্ষোভ কর্মসূচি থেকে স্কুল কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিতে যান অভিভাবকরা । কিন্তু, সেখানেও স্কুল কর্তৃপক্ষ অসহযোগিতা করেছে বলে অভিযোগ । অভিযোগ, স্কুলের নিরাপত্তারক্ষীরা তাদের বহুবার অনুরোধ সত্ত্বেও স্কুলে ঢুকতে দেননি । স্কুল কর্তৃপক্ষের কেউ স্কুলে আসেননি বলেও জানিয়ে দেয় নিরাপত্তারক্ষীরা । ফলে, আজ স্কুল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিতে পারেননি অভিভাবকরা ।