ETV Bharat / state

বাড়ানো হল পার্সেল স্পেশাল ট্রেনের মেয়াদ

author img

By

Published : Jul 18, 2020, 1:48 PM IST

14 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল কয়েকটি গুরুত্বপূর্ণ পূর্ব রেলের পার্সেল স্পেশাল এক্সপ্রেসের মেয়াদ ৷

parcel trains extended up to 14 december
বাড়ানো হল পার্সেল স্পেশাল ট্রেনের মেয়াদ

কলকাতা, 18 জুলাই : বাজারে অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ বজায় রাখতে আবারও বাড়ানো হল পার্সেল স্পেশালের মেয়াদ । আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে এই ট্রেনগুলো ।

কোরোনা মোকাবিলায় লকডাউন জারি করা হয় দেশজুড়ে ৷ তাই লকডাউন পরিস্থিতিতে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহ বজায় থাকে এবং অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি না থাকে তাই স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করা হয় । লকডাউনের পর 10 এপ্রিল থেকে পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করে । তবে, দেশে আনলকনে বেশ কিছু নিয়ম শিথিল হলেও পূর্ব রেলের পার্সেল স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ৷ শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র এই পার্সেল ট্রেনের মাধ্যমে সরবরাহ করা হয় ৷

পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা, হাওড়া- গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-দিল্লি-শিয়ালদা, হাওড়া-মুম্বই- CSMT-হাওড়া সহ আরও অন্যান্য রুটে । যেসব পার্সেল স্পেশাল ট্রেনের 14 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সেগুলি হল :

* হাওড়া গুয়াহাটি হাওড়া ও হাওড়া অমৃতসর হাওড়া এক্সপ্রেস 14 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ।

* 00313/00314 শিয়ালদা গুয়াহাটি শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু'বার যাতায়াত করে । শিয়ালদা থেকে ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার ছাড়বে । যাতায়াতের পথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, কাল্টিপুর, মালদা টাউনজ নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার ও নিউ বঙ্গাইগাওতে থামবে।

* 00463/00464 হাওড়া গুয়াহাটি হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুবার যাতায়াত করে । হাওড়া থেকে ট্রেনটি প্রতি বুধবার ও শনিবার ছাড়বে ৷ যাতায়াত পথে ট্রেনটি শ্রীরামপুর, ব্যান্ডেল, বর্ধমান, কাল্টিপুর, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার ও নিউ বঙ্গাইগাওতে থামবে ।

* 00463/00464 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস । ট্রেনটি সপ্তাহে দু'বার ছাড়বে । ট্রেন হাওড়া থেকে সোমবার ও শনিবার ছাড়বে । যাতায়াত পথে ট্রেনটি শ্রীরামপুর, শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, মধুপুর, জসিডি, ঝাঝা, পটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারানসি, মুরাদাবাদ, দিল্লি, আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা ও জলন্ধরে থামবে ।

* 00467/00468 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস । ট্রেনটি সপ্তাহে একবার যাতায়াত করে । হাওড়া থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ছাড়বে । যাতায়াত পথে ট্রেনটি আসানসোল, পটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, কানপুর, দিল্লি, আম্বালা ক্যান্টনমেন্ট, লুদিয়ানা ও জলন্দরে থামবে ।

কলকাতা, 18 জুলাই : বাজারে অত্যাবশ্যক সামগ্রীর সরবরাহ বজায় রাখতে আবারও বাড়ানো হল পার্সেল স্পেশালের মেয়াদ । আগামী 14 ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে এই ট্রেনগুলো ।

কোরোনা মোকাবিলায় লকডাউন জারি করা হয় দেশজুড়ে ৷ তাই লকডাউন পরিস্থিতিতে যাতে বাজারে অত্যাবশ্যক জিনিসপত্রের সরবরাহ বজায় থাকে এবং অত্যাবশ্যক সামগ্রীর কোনও ঘাটতি না থাকে তাই স্পেশাল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করা হয় । লকডাউনের পর 10 এপ্রিল থেকে পূর্ব রেল পার্সেল এক্সপ্রেস ট্রেন চালানো শুরু করে । তবে, দেশে আনলকনে বেশ কিছু নিয়ম শিথিল হলেও পূর্ব রেলের পার্সেল স্পেশাল ট্রেনের পরিষেবার মেয়াদ বাড়ানো হয়েছে ৷ শাকসবজি, প্রাণদায়ী ওষুধপত্র, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন সরঞ্জাম সহ অন্যান্য অত্যাবশ্যক জিনিসপত্র এই পার্সেল ট্রেনের মাধ্যমে সরবরাহ করা হয় ৷

পূর্ব রেলের পার্সেল ট্রেন চালানো হয়েছে শিয়ালদা-গুয়াহাটি-শিয়ালদা, হাওড়া- গুয়াহাটি-হাওড়া, হাওড়া-জামালপুর-হাওড়া, হাওড়া-নিউ দিল্লি-হাওড়া, শিয়ালদা-দিল্লি-শিয়ালদা, হাওড়া-মুম্বই- CSMT-হাওড়া সহ আরও অন্যান্য রুটে । যেসব পার্সেল স্পেশাল ট্রেনের 14 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে সেগুলি হল :

* হাওড়া গুয়াহাটি হাওড়া ও হাওড়া অমৃতসর হাওড়া এক্সপ্রেস 14 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে ।

* 00313/00314 শিয়ালদা গুয়াহাটি শিয়ালদা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দু'বার যাতায়াত করে । শিয়ালদা থেকে ট্রেনটি মঙ্গলবার ও শুক্রবার ছাড়বে । যাতায়াতের পথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, কাল্টিপুর, মালদা টাউনজ নিউ জলপাইগুড়ি, নিউ কোচবিহার ও নিউ বঙ্গাইগাওতে থামবে।

* 00463/00464 হাওড়া গুয়াহাটি হাওড়া পার্সেল এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহে দুবার যাতায়াত করে । হাওড়া থেকে ট্রেনটি প্রতি বুধবার ও শনিবার ছাড়বে ৷ যাতায়াত পথে ট্রেনটি শ্রীরামপুর, ব্যান্ডেল, বর্ধমান, কাল্টিপুর, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, নিউ কুচবিহার ও নিউ বঙ্গাইগাওতে থামবে ।

* 00463/00464 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস । ট্রেনটি সপ্তাহে দু'বার ছাড়বে । ট্রেন হাওড়া থেকে সোমবার ও শনিবার ছাড়বে । যাতায়াত পথে ট্রেনটি শ্রীরামপুর, শেওড়াফুলি, ব্যান্ডেল, বর্ধমান, আসানসোল, মধুপুর, জসিডি, ঝাঝা, পটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, বারানসি, মুরাদাবাদ, দিল্লি, আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা ও জলন্ধরে থামবে ।

* 00467/00468 হাওড়া অমৃতসর হাওড়া পার্সেল এক্সপ্রেস । ট্রেনটি সপ্তাহে একবার যাতায়াত করে । হাওড়া থেকে ট্রেনটি প্রতি বৃহস্পতিবার ছাড়বে । যাতায়াত পথে ট্রেনটি আসানসোল, পটনা, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ, কানপুর, দিল্লি, আম্বালা ক্যান্টনমেন্ট, লুদিয়ানা ও জলন্দরে থামবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.