ETV Bharat / state

Couple Puts Others at Knifepoint: ডাক্তারখানায় ধারাল অস্ত্র বের করে ভয় প্রদর্শন দম্পতির, আতঙ্ক ছড়াল খিদিরপুরে - খিদিরপুরে আতঙ্ক ছড়াল

ডাক্তারখানায় ধারাল অস্ত্র বের (Couple Puts Others at Knifepoint) করে ভয় দেখানোর অভিযোগ আটক করা হল এক দম্পতিকে (Couple intimidates others brandishing Knife)৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে খিদিরপুরে (Panic in Kidderpore)৷

Ekbalpur PS ETV bharat
একবালপুর থানা
author img

By

Published : Mar 17, 2023, 4:14 PM IST

কলকাতা, 17 মার্চ: খাস কলকাতায় একেবারে ডাক্তারখানায় ঢুকে চিকিৎসকের সামনে ব্যাগ থেকে ধারাল অস্ত্র (Couple Puts Others at Knifepoint) বের করে ভয় প্রদর্শন করলেন এক দম্পতি ! রোগী ভর্তি ডাক্তারখানায় সেই সময় রোগী দেখছিলেন চিকিৎসক । তখন আচমকাই তাঁর সামনে এক দম্পতি (Couple intimidates others brandishing Knife) ধারাল অস্ত্র বের করায় সবার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় (Panic in Kidderpore)৷

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার খিদিরপুরের ইএসআই ডিসপেন্সারিতে । অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডাক্তারখানায় । আতঙ্কিত রোগী ও তাঁদের আত্মীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । এরপরই ডাক্তারখানায় কর্মরত কর্মীরা ডায়াল হান্ড্রেডে ফোন করে গোটা ঘটনাটি লালবাজারের কন্ট্রোল রুমে জানান । লালবাজার কন্ট্রোল রুম থেকে ঘটনাটি সরাসরি জানিয়ে দেওয়া হয় স্থানীয় একবালপুর থানায় । এরপরই একবালপুর থানার প্রচুর পুলিশ কর্মী হাজির হন সংশ্লিষ্ট ডিসপেন্সারিতে ।

ধারাল অস্ত্র-সহ ওই দম্পতিকে বাগে আনতে সক্ষম হন পুলিশকর্মীরা । জানা গিয়েছে, আটক করা হয়েছে ওই দম্পতিকে । পুলিশের অভিযোগ, ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন । কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন ? তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে এটাই জানার চেষ্টা করছে স্থানীয় একবালপুর থানার পুলিশ ।

সংশ্লিষ্ট ডিসপেন্সারির কর্মীরা জানান, ধৃত ব্যক্তির নাম নিজামুদ্দিন খান । তিনি মাঝেমধ্যেই এই ডিসপেন্সারিতে এসে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করান । কিন্তু চিকিৎসা সংক্রান্ত কোনও ঘটনায় তিনি এই প্রকার কর্মকাণ্ড করলেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে মালদায় ভাইকে খুন দাদার

পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা সংশ্লিষ্ট ডিসপেন্সারির কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে এ দিন দুপুরে যখন ডিসপেন্সারিতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করছিলেন চিকিৎসক, ঠিক সেই সময় নিজামুদ্দিন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ডিসপেন্সারিতে আসেন । প্রথম থেকেই নিজামুদ্দিনকে দেখে অপ্রকৃতস্থ লাগছিল ডিসপেন্সারির কর্মীদের ।

অভিযোগ, প্রথমে ডিসপেন্সারির কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে নিজামউদ্দিন এবং তাঁর স্ত্রী । তাঁদের থামাতে গেলে একটি ধারাল অস্ত্র বের করেন নিজামউদ্দিন । এরপর সেখানে থাকা চিকিৎসক এবং অন্যান্য রোগী ও কর্মীদের ভয় দেখাতে থাকেন ওই দম্পতি । রীতিমতো চিৎকার চেঁচামচি শুরু হয়ে যায় গোটা ডিসপেন্সারিতে । এরপরেই লালবাজার থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ ৷ আনা হয় মহিলা পুলিশও । গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় একবালপুর থানার পুলিশ ।

কলকাতা, 17 মার্চ: খাস কলকাতায় একেবারে ডাক্তারখানায় ঢুকে চিকিৎসকের সামনে ব্যাগ থেকে ধারাল অস্ত্র (Couple Puts Others at Knifepoint) বের করে ভয় প্রদর্শন করলেন এক দম্পতি ! রোগী ভর্তি ডাক্তারখানায় সেই সময় রোগী দেখছিলেন চিকিৎসক । তখন আচমকাই তাঁর সামনে এক দম্পতি (Couple intimidates others brandishing Knife) ধারাল অস্ত্র বের করায় সবার আত্মারাম খাঁচাছাড়া হয়ে যায় (Panic in Kidderpore)৷

শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে একবালপুর থানা এলাকার খিদিরপুরের ইএসআই ডিসপেন্সারিতে । অস্ত্র দেখিয়ে ভয় প্রদর্শনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় ডাক্তারখানায় । আতঙ্কিত রোগী ও তাঁদের আত্মীয়রা চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন । এরপরই ডাক্তারখানায় কর্মরত কর্মীরা ডায়াল হান্ড্রেডে ফোন করে গোটা ঘটনাটি লালবাজারের কন্ট্রোল রুমে জানান । লালবাজার কন্ট্রোল রুম থেকে ঘটনাটি সরাসরি জানিয়ে দেওয়া হয় স্থানীয় একবালপুর থানায় । এরপরই একবালপুর থানার প্রচুর পুলিশ কর্মী হাজির হন সংশ্লিষ্ট ডিসপেন্সারিতে ।

ধারাল অস্ত্র-সহ ওই দম্পতিকে বাগে আনতে সক্ষম হন পুলিশকর্মীরা । জানা গিয়েছে, আটক করা হয়েছে ওই দম্পতিকে । পুলিশের অভিযোগ, ধৃত ব্যক্তি মদ্যপ অবস্থায় ছিলেন । কী কারণে তিনি এমন ঘটনা ঘটালেন ? তাঁদের আটকের পর জিজ্ঞাসাবাদ করে এটাই জানার চেষ্টা করছে স্থানীয় একবালপুর থানার পুলিশ ।

সংশ্লিষ্ট ডিসপেন্সারির কর্মীরা জানান, ধৃত ব্যক্তির নাম নিজামুদ্দিন খান । তিনি মাঝেমধ্যেই এই ডিসপেন্সারিতে এসে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা করান । কিন্তু চিকিৎসা সংক্রান্ত কোনও ঘটনায় তিনি এই প্রকার কর্মকাণ্ড করলেন কি না, তা এখনও পর্যন্ত জানা যায়নি ।

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের সন্দেহে মালদায় ভাইকে খুন দাদার

পুলিশ সূত্রের খবর, তদন্তকারীরা সংশ্লিষ্ট ডিসপেন্সারির কর্মীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছেন যে এ দিন দুপুরে যখন ডিসপেন্সারিতে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করছিলেন চিকিৎসক, ঠিক সেই সময় নিজামুদ্দিন তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে সেই ডিসপেন্সারিতে আসেন । প্রথম থেকেই নিজামুদ্দিনকে দেখে অপ্রকৃতস্থ লাগছিল ডিসপেন্সারির কর্মীদের ।

অভিযোগ, প্রথমে ডিসপেন্সারির কর্মীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়ে নিজামউদ্দিন এবং তাঁর স্ত্রী । তাঁদের থামাতে গেলে একটি ধারাল অস্ত্র বের করেন নিজামউদ্দিন । এরপর সেখানে থাকা চিকিৎসক এবং অন্যান্য রোগী ও কর্মীদের ভয় দেখাতে থাকেন ওই দম্পতি । রীতিমতো চিৎকার চেঁচামচি শুরু হয়ে যায় গোটা ডিসপেন্সারিতে । এরপরেই লালবাজার থেকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে একবালপুর থানার পুলিশ ৷ আনা হয় মহিলা পুলিশও । গোটা ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে স্থানীয় একবালপুর থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.