ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চম দিনও মনোনয়নে অশান্তি, বোমা ও গুলির লড়াইয়ে তপ্ত ভাঙড়-ক্যানিং - পঞ্চায়েত নির্বাচন

আগামী 9 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ গত শুক্রবার নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই শুরু হয় মনোনয়ন ৷ বুধবার মনোনয়নের পঞ্চম দিন ৷ সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে বিভিন্ন এলাকায় ৷ ভাঙড়ে বোমাবাজির অভিযোগ ৷ ক্যানিং গুলিবিদ্ধ হয়েছেন দু’জন ৷ আহত হয়েছেন পুলিশ আধিকারিকরা ৷ কমিশনের অফিসে বিক্ষোভ দেখায় বিজেপি ৷

Panchayat Nominations Live Update
Panchayat Nominations Live Update
author img

By

Published : Jun 14, 2023, 1:34 PM IST

Updated : Jun 14, 2023, 8:01 PM IST

কলকাতা, 14 জুন: বুধবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পঞ্চম দিন ৷ এ দিনও মনোনয়ন ঘিরে উত্তপ্ত তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ বুধবারও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ও ক্যানিং ৷ উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মুরারইতেও ৷

কমিশনের অফিসে শুভেন্দু-সুকান্ত: পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ৷ কলকাতার কমিশনের সদর দফতরে বুধবার বিকেলে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের নিয়ে হাজির হন সেখানে ৷ শুভেন্দুর হুঁশিয়ারি, মনোনয়ন জমা দিতে না পারলে প্রার্থীরা হাজির হবেন কমিশনের দফতরে ৷ অন্য বিরোধী দলগুলিকে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ৷

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং: বুধবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ৷ অভিযোগ, ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তেজনা ছড়ায় ৷ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে মনোনয়নে বাধা দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয় ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় ব়্যাফ । রয়েছে পুলিশও ৷ অভিযোগ, তাদের সামনেই চলছে অশান্তি ।

Panchayat Elections 2023
মনোনয়ন নিয়ে ক্যানিংয়ে উত্তেজনা

পরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ চলছে গুলির লড়াই । ক্যানিং ব্লকের তৃণমূল সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ । গুলি ও বোমা ছোড়ারও অভিযোগ সামনে এসেছে । তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব উত্তাল ক্যানিং । সেখানকার একটি সিপিএম পার্টি অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ক্যানিংয়ে এসডিপিও-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন । দু’জন গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে ।

বুধবারও উত্তপ্ত ভাঙড়: মঙ্গলবারের পর বুধবারও মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । 144 ধারা জারি সত্ত্বেও বুধবার সকালে লাঠি হাতে বিডিও অফিসের প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক জড়ো হন বলে অভিযোগ । তাঁরা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আক্রমণের হুঁশিয়ারি দেন ।

Panchayat Elections 2023
মনোনয়নকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনা

অন্যদিকে তৃণমূল মনোনয়ন করতে যাওয়া সময় তাদের উপর আইএসএফের তরফে হামলা করা হয় বলে অভিযোগ । হামলার জেরে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর । এক তৃণমূল কর্মীর গাড়িও ভাঙচুর করা হয় । নারায়ণপুর অঞ্চলে আইএসএফের হাতে তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ।

Panchayat Elections 2023
মনোনয়ন ঘিরে সংঘর্ষে ভাঙড়ে আক্রান্ত এক ব্যক্তি

ভাঙড়-1 বিডিও অফিস বাসন্তী হাইয়ের পাশে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ভাঙড়-2 ব্লক বুধবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । গোটা এলাকা থমথমে । তার পরও ভাঙড়ে বুধবারও বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ বাসন্তী হাইওয়ে রাস্তা অবরোধ করা হয় । বিরোধীদের মনোনয়ন আটকাতে তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখে বলে জানা যায় ।

আরও পড়ুন: বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূল কর্মীর

মুরারইতে আক্রান্ত আইএসএফ: বীরভূমের মুরারই-1 ব্লকে মনোনয়ন জমা দিতে আসা এক আইএসএফ প্রার্থীকে মাধরের অভিযোগ উঠেছে । আহতের নাম সাবিরুল ইসলাম ৷ তিনি মুরারই-1 ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতে আইএসএফের তরফে প্রার্থী হতে আসেন ৷ তাঁর মনোনয়নের কাগজপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় অভিযোগ । তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । পুলিশ দু’জনকে আটক করেছে ।

Panchayat Elections 2023
বীরভূমের মুরারইতে মনোনয়ন ঘিরে উত্তেজনা

ইন্দাসে উত্তেজনা: বাঁকুড়ার ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা । বুধবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে মিছিল করে ইন্দাস বিডিও অফিসের দিকে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ । ইন্দাসে ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ । ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে বিজেপি কর্মীরা এগিয়ে গেলে পীরতলায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

Panchayat Elections 2023
বাঁকুড়ার ইন্দাসে পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ

মথুরাপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ: বুধবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর-1 নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে বাপুলি বাজারের কাছে আইএসএফ, সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা । এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । পরে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে ইতিমধ্যেই আটক করেছে মথুরাপুর থানার পুলিশ । তৃণমূলের দাবি, আইএসএফের ছেলেরা তাঁদের তিনজন সমর্থককে বেধড়ক মারধর করেছে । তাঁরা মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভরতি । অন্যদিকে আইএসএফ ও সিপিএমের পক্ষ থেকে দাবি, তৃণমূলের লোকজন তাঁদের দলের লোকদের মারধর করেছে ।

হাইকোর্টের রায়কে স্বাগত সৌগত রায়ের: মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে বুধবার স্বাগত জানান দমদমের সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ৷ তাঁর দাবি, কমিশনেই আস্থা রেখেছে আদালত ৷ সেই কারণে বিরোধীদের মূল দাবিগুলি আদালত খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে রাজ্য সরকার সবসময় প্রস্তুত ছিল ৷

পঞ্চায়েত ভোট নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে: মনোনয়ন জমা দেওয়া নিয়ে হামলার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় সিপিএমের প্রার্থীদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ । তাই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা করেছে সিপিএম । অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফের উপরে হামলার অভিযোগ ওঠে মঙ্গলবার । মূলত, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ উঠেছে । সেই নিয়েও মামলা হয়েছে ৷ দু’টি মামলাই দুপুর দুটোয় শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা, 14 জুন: বুধবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের পঞ্চম দিন ৷ এ দিনও মনোনয়ন ঘিরে উত্তপ্ত তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় ৷ বুধবারও উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার ভাঙড় ও ক্যানিং ৷ উত্তেজনা ছড়িয়েছে বীরভূমের মুরারইতেও ৷

কমিশনের অফিসে শুভেন্দু-সুকান্ত: পঞ্চায়েত ভোটের মনোনয়নকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে ৷ কলকাতার কমিশনের সদর দফতরে বুধবার বিকেলে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পরে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার মনোনয়ন জমা দিতে না পারা প্রার্থীদের নিয়ে হাজির হন সেখানে ৷ শুভেন্দুর হুঁশিয়ারি, মনোনয়ন জমা দিতে না পারলে প্রার্থীরা হাজির হবেন কমিশনের দফতরে ৷ অন্য বিরোধী দলগুলিকে আসার জন্য আহ্বান জানিয়েছেন তিনি ৷

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত ক্যানিং: বুধবার তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে উত্তেজনা ছড়ায় দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে ৷ অভিযোগ, ক্যানিং বাস স্ট্যান্ড এলাকায় তৃণমূলের দুই গোষ্ঠীর ব্যাট ও উইকেট নিয়ে আক্রমণ, পালটা আক্রমণে উত্তেজনা ছড়ায় ৷ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে মনোনয়নে বাধা দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয় ৷ পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় ব়্যাফ । রয়েছে পুলিশও ৷ অভিযোগ, তাদের সামনেই চলছে অশান্তি ।

Panchayat Elections 2023
মনোনয়ন নিয়ে ক্যানিংয়ে উত্তেজনা

পরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেই সংঘর্ষ চলছে গুলির লড়াই । ক্যানিং ব্লকের তৃণমূল সভাপতি এবং স্থানীয় বিধায়কের গোষ্ঠীর মধ্যে মনোনয়ন পত্র জমা দেওয়া নিয়ে ব্যাপক সংঘর্ষ হয় বলে অভিযোগ । গুলি ও বোমা ছোড়ারও অভিযোগ সামনে এসেছে । তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব উত্তাল ক্যানিং । সেখানকার একটি সিপিএম পার্টি অফিসেও হামলা চালানো হয় বলে অভিযোগ ৷ ক্যানিংয়ে এসডিপিও-সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন । দু’জন গুলিবিদ্ধ বলে জানা গিয়েছে ।

বুধবারও উত্তপ্ত ভাঙড়: মঙ্গলবারের পর বুধবারও মনোনয়ন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় । 144 ধারা জারি সত্ত্বেও বুধবার সকালে লাঠি হাতে বিডিও অফিসের প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক জড়ো হন বলে অভিযোগ । তাঁরা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে আক্রমণের হুঁশিয়ারি দেন ।

Panchayat Elections 2023
মনোনয়নকে কেন্দ্র করে ভাঙড়ে উত্তেজনা

অন্যদিকে তৃণমূল মনোনয়ন করতে যাওয়া সময় তাদের উপর আইএসএফের তরফে হামলা করা হয় বলে অভিযোগ । হামলার জেরে মাথা ফাটে এক তৃণমূল কর্মীর । এক তৃণমূল কর্মীর গাড়িও ভাঙচুর করা হয় । নারায়ণপুর অঞ্চলে আইএসএফের হাতে তৃণমূল কর্মী সমর্থকরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ ।

Panchayat Elections 2023
মনোনয়ন ঘিরে সংঘর্ষে ভাঙড়ে আক্রান্ত এক ব্যক্তি

ভাঙড়-1 বিডিও অফিস বাসন্তী হাইয়ের পাশে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । ভাঙড়-2 ব্লক বুধবার সকাল থেকে রণক্ষেত্র হয়ে ওঠা এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী । গোটা এলাকা থমথমে । তার পরও ভাঙড়ে বুধবারও বোমাবাজি হয় বলে অভিযোগ ৷ বাসন্তী হাইওয়ে রাস্তা অবরোধ করা হয় । বিরোধীদের মনোনয়ন আটকাতে তৃণমূলের কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে রাখে বলে জানা যায় ।

আরও পড়ুন: বোমা-গুলির তাণ্ডবে আজও ভাঙড়ে ধুন্ধুমার, মাথা ফাটল তৃণমূল কর্মীর

মুরারইতে আক্রান্ত আইএসএফ: বীরভূমের মুরারই-1 ব্লকে মনোনয়ন জমা দিতে আসা এক আইএসএফ প্রার্থীকে মাধরের অভিযোগ উঠেছে । আহতের নাম সাবিরুল ইসলাম ৷ তিনি মুরারই-1 ব্লকের ডুমুরগ্রাম গ্রাম পঞ্চায়েতে আইএসএফের তরফে প্রার্থী হতে আসেন ৷ তাঁর মনোনয়নের কাগজপত্র ছিঁড়ে ফেলে দেওয়া হয় অভিযোগ । তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধেই এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠেছে । যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । পুলিশ দু’জনকে আটক করেছে ।

Panchayat Elections 2023
বীরভূমের মুরারইতে মনোনয়ন ঘিরে উত্তেজনা

ইন্দাসে উত্তেজনা: বাঁকুড়ার ইন্দাসে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা । বুধবার কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে মিছিল করে ইন্দাস বিডিও অফিসের দিকে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায় বলে অভিযোগ । ইন্দাসে ঢোকার মুখে পুলিশ বিজেপির মিছিল আটকানোর চেষ্টা করে বলে অভিযোগ । ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়ার নেতৃত্বে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে । পরে বিজেপি কর্মীরা এগিয়ে গেলে পীরতলায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ ।

Panchayat Elections 2023
বাঁকুড়ার ইন্দাসে পুলিশের সঙ্গে বিজেপির সংঘর্ষ

মথুরাপুরে মনোনয়ন ঘিরে সংঘর্ষ: বুধবার দক্ষিণ 24 পরগনার মথুরাপুর-1 নম্বর ব্লকে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার পথে বাপুলি বাজারের কাছে আইএসএফ, সিপিএম কর্মী সমর্থকদের সঙ্গে গন্ডগোলে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মী-সমর্থকরা । এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে । পরে ঘটনাস্থলে পৌঁছায় মথুরাপুর থানার বিশাল পুলিশ বাহিনী । এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে একজনকে ইতিমধ্যেই আটক করেছে মথুরাপুর থানার পুলিশ । তৃণমূলের দাবি, আইএসএফের ছেলেরা তাঁদের তিনজন সমর্থককে বেধড়ক মারধর করেছে । তাঁরা মথুরাপুর গ্রামীণ হাসপাতালে ভরতি । অন্যদিকে আইএসএফ ও সিপিএমের পক্ষ থেকে দাবি, তৃণমূলের লোকজন তাঁদের দলের লোকদের মারধর করেছে ।

হাইকোর্টের রায়কে স্বাগত সৌগত রায়ের: মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে বুধবার স্বাগত জানান দমদমের সাংসদ তৃণমূল কংগ্রেসের সৌগত রায় ৷ তাঁর দাবি, কমিশনেই আস্থা রেখেছে আদালত ৷ সেই কারণে বিরোধীদের মূল দাবিগুলি আদালত খারিজ করে দিয়েছে ৷ পাশাপাশি তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারে রাজ্য সরকার সবসময় প্রস্তুত ছিল ৷

পঞ্চায়েত ভোট নিয়ে ফের মামলা কলকাতা হাইকোর্টে: মনোনয়ন জমা দেওয়া নিয়ে হামলার অভিযোগ উঠেছে উত্তর 24 পরগনার মিনাখাঁয় । মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় সিপিএমের প্রার্থীদের উপর আক্রমণ করা হয় বলে অভিযোগ । তাই নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে মামলা করেছে সিপিএম । অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আইএসএফের উপরে হামলার অভিযোগ ওঠে মঙ্গলবার । মূলত, মনোনয়ন জমা দিতে বাধার অভিযোগ উঠেছে । সেই নিয়েও মামলা হয়েছে ৷ দু’টি মামলাই দুপুর দুটোয় শুনানি হবে বিচারপতি রাজা শেখর মান্থার এজলাসে ।

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে পর্যবেক্ষক নিয়োগ, হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

Last Updated : Jun 14, 2023, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.