ETV Bharat / state

Panchayat Elections 2023: চতুর্থ দিনও মনোনয়ন ঘিরে অশান্তি অব্যাহত, ভোট বিজ্ঞপ্তি না বদলে কেন্দ্রীয় বাহিনীতে সায় আদালতের

আগামী 8 জুলাই পঞ্চায়েত নির্বাচন ৷ এখন চলছে মনোনয়ন প্রক্রিয়া ৷ মঙ্গলবার সেই মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়াল বিভিন্ন জায়গায় ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023
author img

By

Published : Jun 13, 2023, 12:57 PM IST

Updated : Jun 13, 2023, 8:39 PM IST

কলকাতা, 13 জুন: মনোয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ৷ কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আবার কোথাও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷

কলকাতা হাইকোর্টের রায়: পঞ্চায়েত মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কোনও বদল করল না আদালত ৷ তবে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

উত্তপ্ত ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি: মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । ভাঙড়-2 ব্লকে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এলাকায় বোমাবাজি হয়েছে ৷ গুলিও চলেছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় আইএসএফের কয়েকজন আহত হয়েছেন ৷ ভাঙড়ে আইএসএফের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ ৷

মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা ভাঙড়ে

তাঁদের অভিযোগ, মঙ্গলবার সকালে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । বিডিও অফিসের সামনেই যেতেই তৃণমূল কর্মীরা বোমাবাজি শুরু করে ৷ 144 ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে এত লোক সেখানে জমায়েত হলেন সেই প্রশ্ন তুলেছেন আইএসএফ কর্মীরা ৷

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “আইন লঙ্ঘন হোক এরকম কোনও কাজ আমরা করব না । কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে । এটাই আশা করছি । তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে তৈরি, যাতে আমরা এলেই হামলা চালায় ।”

Panchayat Elections 2023
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মনোনয়ন ঘিরে উত্তেজনা

পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন । তবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে । তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ । এদিকে তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে, সব অভিযোগই ভিত্তিহীন ।

আরও পড়ুন: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

আরাবুলের ছেলের গাড়িতে উদ্ধার বোমা: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা । শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তপ্ত গোটা এলাকা । বিষয়টা প্রকাশ্যে আসতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ হাকিমুল । গোটা ঘটনার দায় আইএসএফের উপরই চাপিয়েছেন তিনি ।

Panchayat Elections 2023
আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা

সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া: আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া ! কলেজের অধ্যাপিকাকে যখন জগ ছুঁড়ে মেরেছিল তখনই তো পুলিশ আরাবুলকে গ্রেফতার করতে পারেনি । পুলিশেই সেই সাহস নেই । যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে, ততদিন লাফালাফি করবে ৷ তৃণমূল ক্ষমতাচ্যুত হলে ইঁদুরের গর্তে ঢুকে পড়বে ৷’’

ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি: দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মী সমর্থকদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । শাসক দলের দুষ্কৃতীদের হাতে বহু বিজেপি কর্মী ও সমর্থক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও বিজেপি নেতা সজল ঘোষ । বিজেপি শীর্ষ নেতৃত্বদের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে । বিজেপি নেতা সজল ঘোষ ক্যানিং বিডিও অফিস চত্বরে গিয়ে আহত বিজেপি কর্মী সমর্থকদের অবস্থা দেখে ক্ষোভ উগড়ে দেন । তিনি তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, নির্দেশ হাইকোর্টের

কমিশনে সর্বদলীয় বৈঠক: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে বসেছিল সর্বদলীয় বৈঠক । সেই বৈঠক থেকে বেরিয়ে শাসক ও বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তৃণমূলের দাবি, তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ৷ বিজেপি আবার মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ অন্যদিকে কংগ্রেস আশঙ্কা করছে যে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হয়, তাহলে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে ৷ আর সিপিএমের বক্তব্য, গণতন্ত্রকে হত্যার উৎসব শুরু হয়েছে ৷ তবে সব রাজনৈতিকপক্ষই চায় ভোটে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক ৷

রানিগঞ্জে অগ্নিশর্মা অগ্নিমিত্রা: মঙ্গলবার রানিগঞ্জ ব্লক অফিসে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ৷ মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ অভিযোগ, শুভ্র পাল নামে এক কনস্টেবল তাঁকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন ৷ এর জেরে সেখানেই ক্ষোভ প্রকাশ করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ৷ তিনি ওই কনস্টেবলকে বলেন, "আপনি একজন পুরুষ হয়ে আমাকে কনুই দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন ? নিজের সীমা অতিক্রম করবেন না ।" তবে 144 ধারা ভেঙে বিজেপি মিছিল করে বলে অভিযোগ ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Panchayat Elections 2023
রানিগঞ্জে বিজেপির মিছিলে বিধায়ক অগ্নিমিত্রা পাল

নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মনোনয়ন: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ টুইটারে ভিডিয়ো ও ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি জানিয়েছেন যে নন্দীগ্রামে বিজেপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পাবেন ৷ তিনি বলেন, ‘‘রক্ত দেব, নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না ৷’’

  • Marched alongside the @BJP4Bengal Panchayat Candidates of the Nandigram - II Block; from Thakurchak towards the BDO Office, as they proceeded to file Nominations for the upcoming three tier Panchayat Elections.
    All the BJP Candidates of the Block, contesting in the Gram… pic.twitter.com/rtIEFl9uxA

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বড়শুলে সিপিএম-তৃণমূল সংঘর্ষে গ্রেফতার 9: পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষের ঘটনায় শক্তিগড় থানার পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে । সোমবার ওই সংর্ঘষ হয় ৷ আহত হন সিপিএমের কর্মী-সহ তিনজন পুলিশ কর্মী । অন্যদিকে সিপিএমের কর্মীরা বাঁশ লাঠি দিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । ইটের আঘাতে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের মাথা ফেটে যায় । আহত হন আরও দু’জন পুলিশ কর্মীও ।

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র তেওয়ারি: আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তবে আসানসোল এলাকায় তিনি যেতে পারবেন না বলে শর্ত দিয়েছিল আদালত৷ সেই শর্ত থেকে অব্যাহতি পাওয়ার জন্যই তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের ৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

মেদিনীপুরে মনোনয়ন দেখতে বিধায়ক জুন মালিয়া: মঙ্গলবার মনোনয়ন প্রক্রিয়া খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর সদরের বিডিও অফিসে যান ৷ তিনি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ৷ পরে তিনি জানান, তৃণমূলের লক্ষ্য শান্তিপূর্ণভাবে মনোনয়ন প্রক্রিয়া শেষ করা ৷ তৃণমূলের কেউ অশান্তি করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ তবে প্রশ্ন উঠেছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার প্রশাসন এখন রাজ্য নির্বাচন কমিশনের অধীনে ৷ সেই পরিস্থিতিতে কী করে একজন বিধায়ক বিডিও অফিসে মনোনয়নের তদারকি করতে যান ?

Panchayat Elections 2023
মেদিনীপুর সদরের বিডিও অফিসে বিধায়ক জুন মালিয়া

আরও পড়ুন: মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের

মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ: মঙ্গলবার মনোনয়ন ঠিকমতো হচ্ছে কি না, তা দেখতে খড়গপুর, কেশপুর,শালবনি ও মেদিনীপুর বিডিও অফিসে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি সেখানে দেখেন বিজেপির কর্মীরা ঠিকমতো মনোনয়ন জমা দিতে পারছে কি না ! তাঁর অভিযোগ, বারবার জানানোর পরও নির্বাচন কমিশন কোনও ব্য়বস্থা নিচ্ছে না ৷ অশান্তি পাকাচ্ছে শাসক দল তৃণমূলের লোকেরা ৷ যদি সরকার চায় তাহলে অশান্তি হবেই না ।

Panchayat Elections 2023
মেদিনীপুরে দিলীপ ঘোষ

কার্শিয়াংয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মনোনয়ন: যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, সেখানে শৈলরানিতে উৎসবের মেজাজে মনোনয়নপত্র জমা দিল প্রার্থীরা । মঙ্গলবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের টাউন হল মিছিল করে কার্শিয়াং-এর মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা । মিছিলে পা মেলান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা । এদিন দার্জিলিং জেলার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মোট আসনের 50 শতাংশ মনোনয়ন জমা করা হয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে ।

Panchayat Elections 2023
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মিছিলে সভাপতি অনিতা থাপা

অনীত থাপা বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট রয়েছে সেটা লুকোচুরির কোনও বিষয় নেই । তবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে সেইভাবে জোট করার কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করি । তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হবে বড় নির্বাচনগুলিতে । পঞ্চায়েত নির্বাচনে আমরা গ্রামের বেশিরভাগ যুবক যুবতীদেরকে প্রার্থী হিসেবে বাছাই করেছি । এর আগেও পাহাড়ে উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে, এবারও তাই হবে । তবে যে জোটের কথা বলা হচ্ছে এইজোট আসলে লোক দেখানো ।"

বইটুইয়ের বিজেপি প্রার্থী: বীরভূমের রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বগটুই সংসদে বিজেপি প্রার্থী মেরিনা বিবি ৷ তিনি ভাদু শেখের খুনে মুল অভিযুক্ত পলাশ শেখের মা ৷ মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন ৷ বগটুই গণহত্যা কাণ্ডে মেরিনা বিবির মা নুরনেহার বিবি ও বোন রূপালি বিবি নিহত হয়েছেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন

কলকাতা, 13 জুন: মনোয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবারও সকাল থেকে উত্তপ্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ৷ কোথাও বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ আবার কোথাও বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ৷

কলকাতা হাইকোর্টের রায়: পঞ্চায়েত মামলায় রায় দিল কলকাতা হাইকোর্ট ৷ রাজ্য নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে কোনও বদল করল না আদালত ৷ তবে স্পর্শকাতর জেলাগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

উত্তপ্ত ভাঙড়ে বোমাবাজি, চলল গুলি: মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ 24 পরগনার ভাঙড় । ভাঙড়-2 ব্লকে তৃণমূলের বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এলাকায় বোমাবাজি হয়েছে ৷ গুলিও চলেছে বলে অভিযোগ ৷ এই ঘটনায় আইএসএফের কয়েকজন আহত হয়েছেন ৷ ভাঙড়ে আইএসএফের এক কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ ৷

মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে উত্তেজনা ভাঙড়ে

তাঁদের অভিযোগ, মঙ্গলবার সকালে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির নেতৃত্বে মনোনয়ন জমা দিতে যান আইএসএফ কর্মীরা । বিডিও অফিসের সামনেই যেতেই তৃণমূল কর্মীরা বোমাবাজি শুরু করে ৷ 144 ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে এত লোক সেখানে জমায়েত হলেন সেই প্রশ্ন তুলেছেন আইএসএফ কর্মীরা ৷

আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি বলেন, “আইন লঙ্ঘন হোক এরকম কোনও কাজ আমরা করব না । কিন্তু যারা অশান্তি করছে, মনোনয়ন জমা দিতে দিচ্ছে না, তার বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে । এটাই আশা করছি । তৃণমূল তো বোমা-গুলি-পিস্তল নিয়ে তৈরি, যাতে আমরা এলেই হামলা চালায় ।”

Panchayat Elections 2023
দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে মনোনয়ন ঘিরে উত্তেজনা

পুলিশি নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন । তবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ ৷ পরিস্থিতি সামলাতে পুলিশ টিয়ার গ্যাস ছোড়ে । তবুও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো হিমশিম খায় পুলিশ । এদিকে তৃণমূল নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে, সব অভিযোগই ভিত্তিহীন ।

আরও পড়ুন: নওশাদের নেতৃত্বে মনোনয়ন জমা দেওয়া ঘিরে রণক্ষেত্র ভাঙড়, গুলিবিদ্ধ আইএসএফ প্রার্থী

আরাবুলের ছেলের গাড়িতে উদ্ধার বোমা: দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে আরাবুল ইসলামের ছেলে হাকিমুলের গাড়ি থেকে উদ্ধার হল বোমা । শেষ খবর পাওয়া পর্যন্ত উত্তপ্ত গোটা এলাকা । বিষয়টা প্রকাশ্যে আসতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ হাকিমুল । গোটা ঘটনার দায় আইএসএফের উপরই চাপিয়েছেন তিনি ।

Panchayat Elections 2023
আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা

সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া: আরাবুল ইসলামের ছেলের গাড়িতে বোমা উদ্ধারের ঘটনা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ নেহি তো থোড়া থোড়া ! কলেজের অধ্যাপিকাকে যখন জগ ছুঁড়ে মেরেছিল তখনই তো পুলিশ আরাবুলকে গ্রেফতার করতে পারেনি । পুলিশেই সেই সাহস নেই । যতদিন তৃণমূল ক্ষমতায় থাকবে, ততদিন লাফালাফি করবে ৷ তৃণমূল ক্ষমতাচ্যুত হলে ইঁদুরের গর্তে ঢুকে পড়বে ৷’’

ক্যানিংয়ে আক্রান্ত বিজেপি: দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মী সমর্থকদের মনোনয়নপত্র জমা দেওয়ায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । শাসক দলের দুষ্কৃতীদের হাতে বহু বিজেপি কর্মী ও সমর্থক আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ । ঘটনাস্থলে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ও বিজেপি নেতা সজল ঘোষ । বিজেপি শীর্ষ নেতৃত্বদের সামনে বিজেপি কর্মী সমর্থকদের বেধড়ক মারধরের ঘটনা ঘটে । বিজেপি নেতা সজল ঘোষ ক্যানিং বিডিও অফিস চত্বরে গিয়ে আহত বিজেপি কর্মী সমর্থকদের অবস্থা দেখে ক্ষোভ উগড়ে দেন । তিনি তোপ দাগেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ৷

আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনে 7 স্পর্শকাতর জেলায় কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে, নির্দেশ হাইকোর্টের

কমিশনে সর্বদলীয় বৈঠক: পঞ্চায়েত নির্বাচন নিয়ে মঙ্গলবার রাজ্য নির্বাচন কমিশনে বসেছিল সর্বদলীয় বৈঠক । সেই বৈঠক থেকে বেরিয়ে শাসক ও বিরোধী দলের নেতারা একে অপরের বিরুদ্ধে তোপ দাগেন ৷ তৃণমূলের দাবি, তারা অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন চায় ৷ বিজেপি আবার মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে ৷ অন্যদিকে কংগ্রেস আশঙ্কা করছে যে যদি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা না হয়, তাহলে 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের পুনরাবৃত্তি হতে পারে ৷ আর সিপিএমের বক্তব্য, গণতন্ত্রকে হত্যার উৎসব শুরু হয়েছে ৷ তবে সব রাজনৈতিকপক্ষই চায় ভোটে প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হোক ৷

রানিগঞ্জে অগ্নিশর্মা অগ্নিমিত্রা: মঙ্গলবার রানিগঞ্জ ব্লক অফিসে বিজেপি প্রার্থীরা মিছিল করে মনোনয়ন জমা দিতে যান ৷ মিছিলের নেতৃত্ব দেন বিধায়ক অগ্নিমিত্রা পাল ৷ অভিযোগ, শুভ্র পাল নামে এক কনস্টেবল তাঁকে কনুই দিয়ে ধাক্কা দিয়েছেন ৷ এর জেরে সেখানেই ক্ষোভ প্রকাশ করেন আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক ৷ তিনি ওই কনস্টেবলকে বলেন, "আপনি একজন পুরুষ হয়ে আমাকে কনুই দিয়ে ধাক্কা দিচ্ছেন কেন ? নিজের সীমা অতিক্রম করবেন না ।" তবে 144 ধারা ভেঙে বিজেপি মিছিল করে বলে অভিযোগ ৷ এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ৷

Panchayat Elections 2023
রানিগঞ্জে বিজেপির মিছিলে বিধায়ক অগ্নিমিত্রা পাল

নন্দীগ্রামে শুভেন্দুর নেতৃত্বে বিজেপির মনোনয়ন: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি মিছিল করে মনোনয়ন জমা দিতে যায় ৷ মিছিলের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ টুইটারে ভিডিয়ো ও ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ সেখানে তিনি জানিয়েছেন যে নন্দীগ্রামে বিজেপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পাবেন ৷ তিনি বলেন, ‘‘রক্ত দেব, নন্দীগ্রামে তৃণমূল চোরেদের জায়গা দেব না ৷’’

  • Marched alongside the @BJP4Bengal Panchayat Candidates of the Nandigram - II Block; from Thakurchak towards the BDO Office, as they proceeded to file Nominations for the upcoming three tier Panchayat Elections.
    All the BJP Candidates of the Block, contesting in the Gram… pic.twitter.com/rtIEFl9uxA

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বড়শুলে সিপিএম-তৃণমূল সংঘর্ষে গ্রেফতার 9: পূর্ব বর্ধমানের বড়শুলে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল ও সিপিএমের সংঘর্ষের ঘটনায় শক্তিগড় থানার পুলিশ 9 জনকে গ্রেফতার করেছে । সোমবার ওই সংর্ঘষ হয় ৷ আহত হন সিপিএমের কর্মী-সহ তিনজন পুলিশ কর্মী । অন্যদিকে সিপিএমের কর্মীরা বাঁশ লাঠি দিয়ে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ । ইটের আঘাতে শক্তিগড় থানার ওসি দীপক সরকারের মাথা ফেটে যায় । আহত হন আরও দু’জন পুলিশ কর্মীও ।

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

হাইকোর্টের দ্বারস্থ জিতেন্দ্র তেওয়ারি: আসানসোলে কম্বল বিতরণ কাণ্ডে গ্রেফতার হওয়ার পর কলকাতা হাইকোর্টের নির্দেশে জামিন পেয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি । তবে আসানসোল এলাকায় তিনি যেতে পারবেন না বলে শর্ত দিয়েছিল আদালত৷ সেই শর্ত থেকে অব্যাহতি পাওয়ার জন্যই তিনি দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের ৷ চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

মেদিনীপুরে মনোনয়ন দেখতে বিধায়ক জুন মালিয়া: মঙ্গলবার মনোনয়ন প্রক্রিয়া খতিয়ে দেখতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া মেদিনীপুর সদরের বিডিও অফিসে যান ৷ তিনি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন ৷ পরে তিনি জানান, তৃণমূলের লক্ষ্য শান্তিপূর্ণভাবে মনোনয়ন প্রক্রিয়া শেষ করা ৷ তৃণমূলের কেউ অশান্তি করলে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷ তবে প্রশ্ন উঠেছে, ভোট ঘোষণা হয়ে যাওয়ার প্রশাসন এখন রাজ্য নির্বাচন কমিশনের অধীনে ৷ সেই পরিস্থিতিতে কী করে একজন বিধায়ক বিডিও অফিসে মনোনয়নের তদারকি করতে যান ?

Panchayat Elections 2023
মেদিনীপুর সদরের বিডিও অফিসে বিধায়ক জুন মালিয়া

আরও পড়ুন: মনোনয়ন দেওয়ার সময় জুলুমবাজি করলে দল থেকে বহিষ্কার করতে দু'বার ভাবব না, কড়াবার্তা অভিষেকের

মেদিনীপুরে সাংসদ দিলীপ ঘোষ: মঙ্গলবার মনোনয়ন ঠিকমতো হচ্ছে কি না, তা দেখতে খড়গপুর, কেশপুর,শালবনি ও মেদিনীপুর বিডিও অফিসে যান মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ ৷ তিনি সেখানে দেখেন বিজেপির কর্মীরা ঠিকমতো মনোনয়ন জমা দিতে পারছে কি না ! তাঁর অভিযোগ, বারবার জানানোর পরও নির্বাচন কমিশন কোনও ব্য়বস্থা নিচ্ছে না ৷ অশান্তি পাকাচ্ছে শাসক দল তৃণমূলের লোকেরা ৷ যদি সরকার চায় তাহলে অশান্তি হবেই না ।

Panchayat Elections 2023
মেদিনীপুরে দিলীপ ঘোষ

কার্শিয়াংয়ে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মনোনয়ন: যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে, সেখানে শৈলরানিতে উৎসবের মেজাজে মনোনয়নপত্র জমা দিল প্রার্থীরা । মঙ্গলবার দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের টাউন হল মিছিল করে কার্শিয়াং-এর মহকুমাশাসকের কাছে মনোনয়নপত্র জমা দেন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা । মিছিলে পা মেলান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনীত থাপা । এদিন দার্জিলিং জেলার গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির মোট আসনের 50 শতাংশ মনোনয়ন জমা করা হয় ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার তরফে ।

Panchayat Elections 2023
ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার মিছিলে সভাপতি অনিতা থাপা

অনীত থাপা বলেন, "তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট রয়েছে সেটা লুকোচুরির কোনও বিষয় নেই । তবে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের সঙ্গে সেইভাবে জোট করার কোনও প্রয়োজনীয়তা নেই বলে মনে করি । তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমাদের জোট হবে বড় নির্বাচনগুলিতে । পঞ্চায়েত নির্বাচনে আমরা গ্রামের বেশিরভাগ যুবক যুবতীদেরকে প্রার্থী হিসেবে বাছাই করেছি । এর আগেও পাহাড়ে উৎসবের মেজাজে নির্বাচন হয়েছে, এবারও তাই হবে । তবে যে জোটের কথা বলা হচ্ছে এইজোট আসলে লোক দেখানো ।"

বইটুইয়ের বিজেপি প্রার্থী: বীরভূমের রামপুরহাট-1 ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের বগটুই সংসদে বিজেপি প্রার্থী মেরিনা বিবি ৷ তিনি ভাদু শেখের খুনে মুল অভিযুক্ত পলাশ শেখের মা ৷ মঙ্গলবার তিনি মনোনয়ন জমা দেন ৷ বগটুই গণহত্যা কাণ্ডে মেরিনা বিবির মা নুরনেহার বিবি ও বোন রূপালি বিবি নিহত হয়েছেন ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন

Last Updated : Jun 13, 2023, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.