কলকাতা, 11 ডিসেম্বর: সীমান্ত পেরিয়ে 45 দিনের জন্য ভারতে এসেছেন পাক যুবতি জাভেরিয়া খানম ৷ কলকাতার সামিল খানকে বিয়ে করতেই ভারতে আসা করাচির বাসিন্দা জাভেরিয়ার । জানুয়ারি মাসে তাঁরা নিকা করতে চলেছেন । হাতে আর বেশি সময় নেই । তাই সামির ইতিমধ্যেই টুকটাক কেনাকাটি পর্ব শুরু করে দিয়েছেন জাভেরিয়া ও সামির ।
নিজের পছন্দমত লেহেঙ্গা-সহ একাধিক বিয়ের সামগ্রী কেনার জন্য মাঝেমধ্যেই বাইরে বেরোচ্ছেন হবু দম্পতি । পাশাপাশি বিয়েতে বা নিকাতে কী ধরনের খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হবে সেই বিষয়েও চলছে বিস্তর আলোচনা ।
ইতিমধ্যেই কলকাতা তথা ভারতবর্ষের যে সমস্ত রীতি রেওয়াজ রয়েছে সেগুলি অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে পাত্রী জাভেরিয়ার কাছে । দুর্গাপুজোয় কলকাতায় রাত জেগে ঠাকুর দেখা এবং শাড়ি পরে ফুচকা খাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন জাভেরিয়া ।
কিন্তু সামির খানের মায়ের পূর্বপুরুষেরা অনেকেই এখনও পাকিস্তানের বিভিন্ন জায়গায় বসবাস করেন । পরিবার সূত্রে খবর, কনে জাভেরিয়া খানম 45 দিনের ভিসা নিয়ে কলকাতায় এলেও আদৌ তাঁর হবু শাশুড়ি মা অর্থাৎ সামির খানের মায়ের পরিবারের সদস্যরা এত তাড়াতাড়ি পাকিস্তান থেকে ভারতের ভিসা পাবেন কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে ।
পরিবার সূত্রের খবর, ইতিমধ্যেই সামির খান এবং জাভেরিয়া খানমের বিয়ে উপলক্ষে পাকিস্তান থেকে ভারতে আসার জন্য প্রায় 10 জনের বেশি সদস্য ভারতে আসার জন্য ভিসার আবেদন করেছেন । যদিও সামির খানের বক্তব্য,"এই বিয়ের জন্য তাঁর মা অত্যন্ত খুশি ৷ কিন্তু আরও খুশি হবেন যখন পরিবারের সকল সদস্যরা নির্বিঘ্নে আমাদের বাড়িতে পৌঁছতে পারবেন ৷" কলকাতায় হবু স্বামীর পাঁচ রাকাতে বাড়িতে পাকিস্তান থেকে এসেছে কন্যা জাভেরিয়া খানম এবং তার বাবা আজমল ইসমাইল খানম ।
আরও পড়ুন :
1 কলকাতার ফুচকা-বিরিয়ানিতে মজে হবু পাক কনে, আত্মীয়রা নিকাহে আসতে পারবেন ? ভিসার চিন্তায় পরিবার
2 করাচি-কন্যের কলকাতা কানেকশন, প্রেমিককে বিয়ে করতে ভারতে পাকিস্তানের জাভেরিয়া
3 বিয়ের পর নাম বদলে ফতিমা! পাকিস্তান থেকে দেশে ফিরে অঞ্জু বললেন,'আমার কিছু বলার নেই'