ETV Bharat / state

P Sen Trophy 2023: ইডেনে দিনরাতের ফাইনাল, ছ'বছর পর ফিরছে পি সেন ট্রফি

author img

By

Published : Jun 8, 2023, 12:54 PM IST

ক্রিকেট টুর্নামেন্ট পি সেন ট্রফি আবার শুরু হচ্ছে ৷ ক্রিকেটপ্রেমীদের জন্য এটা অবশ্যই সুখবর ৷ 2017 সালের পর বন্ধ হয়ে গিয়েছিল এই ক্রিকেট প্রতিযোগিতা ৷ ছ'বছর পর দশটি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ৷ দিনরাত খেলা হবে ৷

ETV Bharat
পি সেন ট্রফি

কলকাতা, 8 জুন: ছ'বছর পর প্রত্যাবর্তন পি সেন ট্রফির ৷ দশটি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ৷ 18 জুন পি সেন ট্রফি শুরু করার কথা জানিয়েছেন সিএবির সভাপিত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ 2017 সাল থেকে সময়ের অভাবে প্রবীর সেন মেমোরিয়াল ট্রফির আয়োজন করা সম্ভব হয়ে উঠছিল না ৷ ফলত ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট গত কয়েকবছরে ব্রাত্যই রয়ে গিয়েছিল ৷

এর মধ্যে করোনা অতিমারি পি সেন ট্রফি আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দেয় ৷ তবে 2023 থেকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগী ছিল ৷ তারই ফলশ্রুতি হিসেবে জুন মাসের তৃতীয় সপ্তাহে পি সেন ট্রফির শুরু হতে চলেছে ৷

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি আগেই ইটিভি ভারতের প্রতিনিধিকে এই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৷ দল সংখ্যা আট থেকে দশের মধ্যে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি ৷ সেইমতো দশ দলীয় পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিল সিএবি ৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "পি সেন ট্রফি খুবই ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট ৷ দেশের সেরা ক্রিকেটাররা একসময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন ৷ তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল ৷ নকআউট এই টুর্নামেন্টের ফাইনাল ইডেনে হবে দিনরাতের ৷"

বাংলার প্রাক্তন ক্রিকেটার খোকন সেন পরিচিত ছিলেন পি সেন নামে ৷ 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভারতের হয়ে 14টি টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ 1948 সালের মেলবোর্ন টেস্টে ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করেছিলেন পি সেন ৷ মাত্র 17 বছর বয়সে বাংলার হয়ে ক্রিকেট জগতে তাঁর অভিষেক হয়েছিল ৷

শুধু খেলা নয়, বিশ্বকাপের আগে সিএবির অন্দরমহল নতুনভাবে সাজিয়ে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে ৷ আসন্ন বিশ্বকাপে ভালো ম্যাচের দায়িত্ব পাওয়ার ব্যাপারে সিএবি তৎপর ৷ ভারতের ম্যাচ ছাড়াও একটি সেমিফাইনাল পাওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করে নজির গড়লেন হেড

কলকাতা, 8 জুন: ছ'বছর পর প্রত্যাবর্তন পি সেন ট্রফির ৷ দশটি দল এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেবে ৷ 18 জুন পি সেন ট্রফি শুরু করার কথা জানিয়েছেন সিএবির সভাপিত স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ 2017 সাল থেকে সময়ের অভাবে প্রবীর সেন মেমোরিয়াল ট্রফির আয়োজন করা সম্ভব হয়ে উঠছিল না ৷ ফলত ঐতিহ্যবাহী এই ক্রিকেট টুর্নামেন্ট গত কয়েকবছরে ব্রাত্যই রয়ে গিয়েছিল ৷

এর মধ্যে করোনা অতিমারি পি সেন ট্রফি আয়োজনের ভাবনাকে আরও দূরে ঠেলে দেয় ৷ তবে 2023 থেকে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন পি সেন ট্রফি আয়োজনের ব্যাপারে উদ্যোগী ছিল ৷ তারই ফলশ্রুতি হিসেবে জুন মাসের তৃতীয় সপ্তাহে পি সেন ট্রফির শুরু হতে চলেছে ৷

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র সভাপতি আগেই ইটিভি ভারতের প্রতিনিধিকে এই আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন ৷ দল সংখ্যা আট থেকে দশের মধ্যে থাকার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি ৷ সেইমতো দশ দলীয় পি সেন ট্রফি আয়োজনের সিদ্ধান্ত নিল সিএবি ৷ স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, "পি সেন ট্রফি খুবই ঐতিহ্যবাহী একটি টুর্নামেন্ট ৷ দেশের সেরা ক্রিকেটাররা একসময় এই প্রতিযোগিতায় খেলে গিয়েছেন ৷ তাই এই প্রতিযোগিতাটি শুরু করার প্রয়োজন ছিল ৷ নকআউট এই টুর্নামেন্টের ফাইনাল ইডেনে হবে দিনরাতের ৷"

বাংলার প্রাক্তন ক্রিকেটার খোকন সেন পরিচিত ছিলেন পি সেন নামে ৷ 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত ভারতের হয়ে 14টি টেস্টে উইকেটরক্ষকের দায়িত্ব সামলেছিলেন তিনি ৷ 1948 সালের মেলবোর্ন টেস্টে ব্র্যাডম্যানকে স্ট্যাম্প আউট করেছিলেন পি সেন ৷ মাত্র 17 বছর বয়সে বাংলার হয়ে ক্রিকেট জগতে তাঁর অভিষেক হয়েছিল ৷

শুধু খেলা নয়, বিশ্বকাপের আগে সিএবির অন্দরমহল নতুনভাবে সাজিয়ে তোলার কাজও শুরু হয়ে গিয়েছে ৷ আসন্ন বিশ্বকাপে ভালো ম্যাচের দায়িত্ব পাওয়ার ব্যাপারে সিএবি তৎপর ৷ ভারতের ম্যাচ ছাড়াও একটি সেমিফাইনাল পাওয়ার দাবি জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে সেঞ্চুরি করে নজির গড়লেন হেড

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.