ETV Bharat / state

উত্তীর্ণতে আজ থেকে শুরু অক্সিজেন পার্লার, বেড বাড়ানো হল আরও 200 - uttirna government building

আলিপুরের উত্তীর্ণতে আগেই সেফ হোম শুরু হয়েছিল । চলতি সপ্তাহেই এই সেফ হোমে বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে । এই উত্তীর্ণতে প্রায় 500 থেকে 600 বেডের ব্যবস্থা করা হবে । আজ এই সেফ হোম পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম ।

oxygen parlor starts at uttirna government building
উত্তীর্ণতে আজ থেকে শুরু অক্সিজেন পার্লার
author img

By

Published : May 1, 2021, 6:59 PM IST

কলকাতা, 1 মে : করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর চিত্র কলকাতায় । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সরকারি থেকে বেসরকারি হাসপাতাল সর্বত্রই ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা । করোনা আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলেও বেড পাচ্ছেন না রোগীরা । পরিস্থিতি সামাল দিতে শহরে একাধিক সেফ হোম চালু করেছে কলকাতা পৌরনিগম ।

আলিপুরের উত্তীর্ণতে আগেই সেফ হোম চালু হয়েছিল । চলতি সপ্তাহেই এই সেফ হোমে বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে । এই উত্তীর্ণতে প্রায় 500 থেকে 600 বেডের ব্যবস্থা করা হবে । আজ এই সেফ হোম পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম ।

24 ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত মারা গিয়েছেন 28 জন । এই পরিস্থিতিতে নতুন করে শহরে অক্সিজেন পার্লার তৈরি করা হল উত্তীর্ণ স্টেডিয়ামে । 25 বেডের অক্সিজেন পার্লার তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর, কোভিড কেয়ার ইউনিট ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে । পরিদর্শন করার পর ফিরহাদ হাকিম বলেন, "শহরে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে বহু মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছেন । অক্সিজেনের অভাবে শারীরিক অবস্থা অবনতি হচ্ছে করোনা রোগীদের । করোনা আক্রান্ত মানুষকে যাতে অক্সিজেন দেওয়া যায় সেই জন্যেই এই অক্সিজেন পার্লার তৈরি করা হয়েছে ।"

উত্তীর্ণ পরিদর্শনে ফিরহাদ হাকিম

আরও পড়ুন : শহরে বাড়ছে চুল্লি সংখ্যা, শ্মশানেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট

তিনি আরও জানান, উত্তীর্ণতে এখন প্রায় 400 বেড রয়েছে । আগামী দিনে আরও একশ থেকে দু’শো বেড বাড়িয়ে 500 থেকে 600 বেডের সংখ্যা করা হবে । যাঁরা হাসপাতালে ভর্তি হতে পারছেন না তাঁরা এইখানে থেকেই চিকিৎসা করাতে পারবেন । এখানে নার্স থেকে ডাক্তার সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে । সেই সঙ্গে অক্সিজেন পার্লার চালু করা হল । প্রায় 25টি বেড থাকছে অক্সিজেন পার্লারে।

কলকাতা, 1 মে : করোনা পরিস্থিতিতে ভয়ঙ্কর চিত্র কলকাতায় । প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা । সরকারি থেকে বেসরকারি হাসপাতাল সর্বত্রই ঠাঁই নাই ঠাঁই নাই অবস্থা । করোনা আক্রান্ত হয়ে তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে গেলেও বেড পাচ্ছেন না রোগীরা । পরিস্থিতি সামাল দিতে শহরে একাধিক সেফ হোম চালু করেছে কলকাতা পৌরনিগম ।

আলিপুরের উত্তীর্ণতে আগেই সেফ হোম চালু হয়েছিল । চলতি সপ্তাহেই এই সেফ হোমে বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে । এই উত্তীর্ণতে প্রায় 500 থেকে 600 বেডের ব্যবস্থা করা হবে । আজ এই সেফ হোম পরিদর্শন করলেন ফিরহাদ হাকিম ।

24 ঘণ্টায় শহরে করোনা আক্রান্ত মারা গিয়েছেন 28 জন । এই পরিস্থিতিতে নতুন করে শহরে অক্সিজেন পার্লার তৈরি করা হল উত্তীর্ণ স্টেডিয়ামে । 25 বেডের অক্সিজেন পার্লার তৈরি করেছে স্বাস্থ্য দপ্তর, কোভিড কেয়ার ইউনিট ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে । পরিদর্শন করার পর ফিরহাদ হাকিম বলেন, "শহরে যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে বহু মানুষ অক্সিজেনের জন্য হাহাকার করছেন । অক্সিজেনের অভাবে শারীরিক অবস্থা অবনতি হচ্ছে করোনা রোগীদের । করোনা আক্রান্ত মানুষকে যাতে অক্সিজেন দেওয়া যায় সেই জন্যেই এই অক্সিজেন পার্লার তৈরি করা হয়েছে ।"

উত্তীর্ণ পরিদর্শনে ফিরহাদ হাকিম

আরও পড়ুন : শহরে বাড়ছে চুল্লি সংখ্যা, শ্মশানেই দেওয়া হবে ডেথ সার্টিফিকেট

তিনি আরও জানান, উত্তীর্ণতে এখন প্রায় 400 বেড রয়েছে । আগামী দিনে আরও একশ থেকে দু’শো বেড বাড়িয়ে 500 থেকে 600 বেডের সংখ্যা করা হবে । যাঁরা হাসপাতালে ভর্তি হতে পারছেন না তাঁরা এইখানে থেকেই চিকিৎসা করাতে পারবেন । এখানে নার্স থেকে ডাক্তার সমস্ত ব্যবস্থাই রাখা হয়েছে । সেই সঙ্গে অক্সিজেন পার্লার চালু করা হল । প্রায় 25টি বেড থাকছে অক্সিজেন পার্লারে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.