ETV Bharat / state

Illegal Pool Cars: সাদা নম্বর প্লেটের পুলকারে থাকবে না ট্র্যাকার, অসাধুদের চিহ্নিত করার দাবি মালিক সংগঠনের

author img

By

Published : Jan 14, 2023, 8:21 PM IST

বাণিজ্যিক পুলকারগুলিতে সরকারি নির্দেশ মেনে বসছে ট্র্যাকার ৷ কিন্তু সাদা নম্বর প্লেটের গাড়িতে বসবে না ৷ তাই ওই গাড়িগুলি চিহ্নিত করার দাবি উঠল পুলকার মালিক সংগঠনের (Pool Cars Owners Association) তরফে ৷

Illegal Pool Cars
Illegal Pool Cars
সাদা নম্বর প্লেটের পুলকারে থাকবে না ট্র্যাকার, অসাধুদের চিহ্নিত করার দাবি মালিক সংগঠনের

কলকাতা, 14 জানুয়ারি: রাজ্যের সমস্ত বাণিজ্যিক চার চাকার গাড়িতে আগামী মার্চ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে বসাতে হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং সিস্টেম বা ভিএলটিএস (VLTS) । এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই ব্যবস্থার উপকারিতা অস্বীকার করা যায় না ।

রাজ্যের স্কুল পুলকারগুলিও এই আওতার মধ্যে আসছে । বিভিন্ন সময় পুলকার দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে । তাই বলাই বাহুল্য যে এই পরিষেবা চালু হলে অভিভাবকরা অনেকটাই নিশ্চিন্ত হবেন ।

তবে সমস্যা দেখা দেবে ব্যক্তিগত মালিকানার গাড়িগুলির ক্ষেত্রে৷ কারণ, ব্যক্তিগত মালিকানার সাদা নম্বর প্লেটের গাড়িগুলিও পুলকার হিসেবে ব্যবহার করা হয় (Pool cars with white number plates) ৷ বিষয়টি আইন বিরুদ্ধে৷ তার পরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাদা নম্বর প্লেটের গাড়িগুলি ব্যবহার করে পুলকার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ।

নির্দেশিকা অনুসারে যেহেতু রাজ্যে শুধুমাত্র বাণিজ্যিক গাড়িগুলিতে বসানো হবে ভিএলটিসি, তাই ব্যক্তিগত গাড়িতে ভিএলটিসি বসানো হবে না । তাই ব্যক্তিগত মালিকানার গাড়িগুলি পুলকার হিসেবে ব্যবহার করা হয়, সেগুলি ট্র্যাক করা যাবে না ৷ এই ধরনের কোনও পুলকার দুর্ঘটনার কবলে পড়লে, তাহলে সেই গাড়িটিকে সহজেই চিহ্নিত করা যাবে না ।

স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে, যে ব্যক্তিগত গাড়িগুলি পুলকার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেগুলিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কীভাবে ? পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন, "এখানে বাচ্চাদের সুরক্ষা জড়িত রয়েছে । এই নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যায় না । তাই 2017 সাল থেকে আমরাই নিজেদের উদ্যোগে আমাদের গাড়িতে জিপিএস পরিষেবা ব্যবহার করি ।

তিনি আরও বলেন, ‘‘এমনকী একজন বাচ্চাকে তার বাড়ি থেকে তোলার পরেই অভিভাবকের কাছে একটি অ্য়ালার্ট চলে, যার ফলে অভিভাবকরাও তাঁর বাচ্চা কোথায় দিয়ে যাচ্ছে বা কোথায় পৌঁছাল, সেটা দেখতে পান । তবে পরিবহণ দফতরের এই ভিএলটিএস পরিষেবা অনেক বেশি উন্নত ।"

এই পরিস্থিতিতে অসাধু পুলকার মালিকদের চিহ্নিত করা প্রয়োজন রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ এই বিষয় সুদীপ দত্ত বলেন, "পুলিশ এবং প্রশাসনের তৎপরতা না থাকলে এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা সম্ভব নয় । এই ক্ষেত্রে রাস্তায় যদি অভিযান বা চেকিং চালানো হয়, তাহলে এই ধরনের সাদা নম্বর প্লেট ব্যবহার করে পুলকারের জন্য ব্যবহার করা হচ্ছে, এই ধরনের গাড়িগুলি আটকানো যাবে ।"

আরও পড়ুন: পুলকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের আর্জি

সাদা নম্বর প্লেটের পুলকারে থাকবে না ট্র্যাকার, অসাধুদের চিহ্নিত করার দাবি মালিক সংগঠনের

কলকাতা, 14 জানুয়ারি: রাজ্যের সমস্ত বাণিজ্যিক চার চাকার গাড়িতে আগামী মার্চ মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে বসাতে হবে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং সিস্টেম বা ভিএলটিএস (VLTS) । এমনই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ৷ যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে এই ব্যবস্থার উপকারিতা অস্বীকার করা যায় না ।

রাজ্যের স্কুল পুলকারগুলিও এই আওতার মধ্যে আসছে । বিভিন্ন সময় পুলকার দুর্ঘটনার খবর প্রকাশ্যে এসেছে । তাই বলাই বাহুল্য যে এই পরিষেবা চালু হলে অভিভাবকরা অনেকটাই নিশ্চিন্ত হবেন ।

তবে সমস্যা দেখা দেবে ব্যক্তিগত মালিকানার গাড়িগুলির ক্ষেত্রে৷ কারণ, ব্যক্তিগত মালিকানার সাদা নম্বর প্লেটের গাড়িগুলিও পুলকার হিসেবে ব্যবহার করা হয় (Pool cars with white number plates) ৷ বিষয়টি আইন বিরুদ্ধে৷ তার পরও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে সাদা নম্বর প্লেটের গাড়িগুলি ব্যবহার করে পুলকার হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ ।

নির্দেশিকা অনুসারে যেহেতু রাজ্যে শুধুমাত্র বাণিজ্যিক গাড়িগুলিতে বসানো হবে ভিএলটিসি, তাই ব্যক্তিগত গাড়িতে ভিএলটিসি বসানো হবে না । তাই ব্যক্তিগত মালিকানার গাড়িগুলি পুলকার হিসেবে ব্যবহার করা হয়, সেগুলি ট্র্যাক করা যাবে না ৷ এই ধরনের কোনও পুলকার দুর্ঘটনার কবলে পড়লে, তাহলে সেই গাড়িটিকে সহজেই চিহ্নিত করা যাবে না ।

স্বাভাবিকভাবে এখন প্রশ্ন উঠছে, যে ব্যক্তিগত গাড়িগুলি পুলকার হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেগুলিকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে কীভাবে ? পুলকার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন, "এখানে বাচ্চাদের সুরক্ষা জড়িত রয়েছে । এই নিয়ে কোনও ঝুঁকি নেওয়া যায় না । তাই 2017 সাল থেকে আমরাই নিজেদের উদ্যোগে আমাদের গাড়িতে জিপিএস পরিষেবা ব্যবহার করি ।

তিনি আরও বলেন, ‘‘এমনকী একজন বাচ্চাকে তার বাড়ি থেকে তোলার পরেই অভিভাবকের কাছে একটি অ্য়ালার্ট চলে, যার ফলে অভিভাবকরাও তাঁর বাচ্চা কোথায় দিয়ে যাচ্ছে বা কোথায় পৌঁছাল, সেটা দেখতে পান । তবে পরিবহণ দফতরের এই ভিএলটিএস পরিষেবা অনেক বেশি উন্নত ।"

এই পরিস্থিতিতে অসাধু পুলকার মালিকদের চিহ্নিত করা প্রয়োজন রয়েছে বলে স্বীকার করে নিয়েছেন এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ৷ এই বিষয় সুদীপ দত্ত বলেন, "পুলিশ এবং প্রশাসনের তৎপরতা না থাকলে এই অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা সম্ভব নয় । এই ক্ষেত্রে রাস্তায় যদি অভিযান বা চেকিং চালানো হয়, তাহলে এই ধরনের সাদা নম্বর প্লেট ব্যবহার করে পুলকারের জন্য ব্যবহার করা হচ্ছে, এই ধরনের গাড়িগুলি আটকানো যাবে ।"

আরও পড়ুন: পুলকার গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহারের আর্জি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.