ETV Bharat / state

আনলক লাইভ : বাঁকুড়া মেডিকেলে নতুন করে সংক্রমিত 12 জন - রাজ্য লকডাউন

Unlock
আনলক
author img

By

Published : Aug 8, 2020, 6:46 AM IST

06:10 August 08

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার দ্বিতীয় দিন । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • বাঁকুড়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দুইজনের । তাঁরা বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন ।
  • বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী , চিকিৎসক , নার্সসহ নতুন করে আক্রান্ত 12 জন ।
  • রাজ্যে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে  2 হাজার 912 জন ৷ মৃত্যু হয়েছে 52 জনের ৷
  • কোরোনায় আক্রান্তদের জন্য "স্পর্শ" নামক একটি চিকিৎসক সংগঠন চালু করলেন দমকলমন্ত্রী সুজিত বসু ।

06:10 August 08

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ আজ তার দ্বিতীয় দিন । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • বাঁকুড়ায় কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল দুইজনের । তাঁরা বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি ছিলেন ।
  • বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী , চিকিৎসক , নার্সসহ নতুন করে আক্রান্ত 12 জন ।
  • রাজ্যে একদিনে কোরোনায় আক্রান্ত হয়েছে  2 হাজার 912 জন ৷ মৃত্যু হয়েছে 52 জনের ৷
  • কোরোনায় আক্রান্তদের জন্য "স্পর্শ" নামক একটি চিকিৎসক সংগঠন চালু করলেন দমকলমন্ত্রী সুজিত বসু ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.