ETV Bharat / state

আনলক লাইভ : রাজ্যে আনা হচ্ছে COVID পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম - রাজ্য আনলক লাইভ

unlock
আনলক
author img

By

Published : Aug 7, 2020, 6:38 AM IST

06:02 August 07

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • ফের রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 954 জন । মৃত্যু হয়েছে 56 জনের ।
  • কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর ।
  • রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন । আনা হচ্ছে COVID পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এছাড়া বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, হেল্পলাইন চালু করা হয়েছে ।

06:02 August 07

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • ফের রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 2 হাজার 954 জন । মৃত্যু হয়েছে 56 জনের ।
  • কোরোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন পরিবহন মন্ত্রী শ্যামল চক্রবর্তীর ।
  • রাজ্যের কোরোনা পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থাপনা শুরু করতে চলেছে রাজ্য প্রশাসন । আনা হচ্ছে COVID পেশেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম । এছাড়া বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা, হেল্পলাইন চালু করা হয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.