ETV Bharat / state

আনলক লাইভ : স্বাস্থ্যকর্মীদের জন্য পৃথক হাসপাতালের দাবি চিকিৎসক সংগঠনের - State live

Lockdown
লকডাউন
author img

By

Published : Aug 3, 2020, 6:57 AM IST

Updated : Aug 3, 2020, 11:41 AM IST

05:58 August 03

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • কোরোনায় আক্রান্ত আরও এক প্রবীণ চিকিৎসকের মৃত্যুর জের, স্বাস্থ্য়কর্মীদের জন্য ফের পৃথক হাসপাতালের দাবি তুলল সরকারি-বেসরকারি চিকিৎসক সংগঠন ।
  • রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ । মৃত্যুও সর্বোচ্চ । শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট 2739 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মৃত্যু হয়েছে 49 জনের ।
  • বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে COVID-19 চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে খরচে রাশ টানতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের স্বাস্থ্য কমিশন ।
  • কোরোনার জেরে বন্ধ হয়ে গেল পুরোহিতদের দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির । দীর্ঘ 29 বছর ধরে নতুন পুরোহিতদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাডেমি । শোভাবাজার রাজবাড়িতে এই প্রশিক্ষণ শিবির চলে ।
  • কোরোনামুক্ত দিনহাটা পৌরসভার প্রশাসক তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । গতকাল বিকেলে তিনি বাড়ি ফেরেন ।
  • কোরোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর । কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ।
  • দক্ষিণ দিনাজপুরে কোরোনায় মৃত্যু মহিলা পুলিশকর্মীর ৷ গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মরত ছিলেন ৷

05:58 August 03

সময় যত এগোচ্ছে রাজ্যের কোরোনা পরিস্থিতি তত জটিল হচ্ছে । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । কোরোনার সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাত দিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • কোরোনায় আক্রান্ত আরও এক প্রবীণ চিকিৎসকের মৃত্যুর জের, স্বাস্থ্য়কর্মীদের জন্য ফের পৃথক হাসপাতালের দাবি তুলল সরকারি-বেসরকারি চিকিৎসক সংগঠন ।
  • রাজ্যে একদিনে রেকর্ড সংক্রমণ । মৃত্যুও সর্বোচ্চ । শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট 2739 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । মৃত্যু হয়েছে 49 জনের ।
  • বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে COVID-19 চিকিৎসা এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে খরচে রাশ টানতে নির্দেশিকা জারি করল রাজ্য সরকারের স্বাস্থ্য কমিশন ।
  • কোরোনার জেরে বন্ধ হয়ে গেল পুরোহিতদের দুর্গাপুজোর প্রশিক্ষণ শিবির । দীর্ঘ 29 বছর ধরে নতুন পুরোহিতদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা আকাডেমি । শোভাবাজার রাজবাড়িতে এই প্রশিক্ষণ শিবির চলে ।
  • কোরোনামুক্ত দিনহাটা পৌরসভার প্রশাসক তথা দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । গতকাল বিকেলে তিনি বাড়ি ফেরেন ।
  • কোরোনায় আক্রান্ত হয়ে ফের মৃত্যু হল কলকাতা পুলিশের এক কর্মীর । কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি ।
  • দক্ষিণ দিনাজপুরে কোরোনায় মৃত্যু মহিলা পুলিশকর্মীর ৷ গঙ্গারামপুর মহকুমা আদালতে কর্মরত ছিলেন ৷
Last Updated : Aug 3, 2020, 11:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.