ETV Bharat / state

লকডাউন আপডেট : রাজ্যে আক্রান্তের সংখ্যা ছাড়াল 19 হাজার - আনলকে রাজ্যের কোরোনা পরিস্থিতি

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jul 2, 2020, 7:07 AM IST

06:28 July 02

কলকাতা, 2 জুলাই : লকডাউনের আজ 100 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । রাজ্যে সবচেয়ে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতায় ।  এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে কফি হাউজ় । তবে রবিবার করে বন্ধ থাকবে
  • নতুন করে কলকাতায় আক্রান্ত হয়েছে 238 জন ৷ এই নিয়ে এখানে মোট আক্রান্ত 6 হাজার 222 জন
  • পূর্ব মেদিনীপুরে কোরোনা সংক্রমিত আরও 16 জন
  • শিলিগুড়ি পৌরনিগম এলাকায় কোরোনায় আক্রান্ত আরও 35 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 জনের
  • পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত আরও পাঁচ জন
  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 8
  • কোরোনামুক্ত দুই মেদিনীপুরের আরও 34 জন
  • রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 170 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 611 জন

06:28 July 02

কলকাতা, 2 জুলাই : লকডাউনের আজ 100 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । রাজ্যে সবচেয়ে সংক্রমণ ছড়াচ্ছে কলকাতায় ।  এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে খুলছে কফি হাউজ় । তবে রবিবার করে বন্ধ থাকবে
  • নতুন করে কলকাতায় আক্রান্ত হয়েছে 238 জন ৷ এই নিয়ে এখানে মোট আক্রান্ত 6 হাজার 222 জন
  • পূর্ব মেদিনীপুরে কোরোনা সংক্রমিত আরও 16 জন
  • শিলিগুড়ি পৌরনিগম এলাকায় কোরোনায় আক্রান্ত আরও 35 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 2 জনের
  • পূর্ব বর্ধমান জেলায় কোরোনা আক্রান্ত আরও পাঁচ জন
  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 8
  • কোরোনামুক্ত দুই মেদিনীপুরের আরও 34 জন
  • রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়েছেন 19 হাজার 170 জন ৷ গত 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছে 611 জন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.