ETV Bharat / state

লকডাউন আপডেট : রাজ্যে একদিনে কোরোনায় সংক্রমিত 572 - Coronavirus news

Lockdown
লকডাউন
author img

By

Published : Jun 29, 2020, 6:46 AM IST

06:39 June 29

কলকাতা , 29 জুন : লকডাউনের আজ 97 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • শেষ 24 ঘণ্টায় রাজ্যে আরও 572 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 283 ৷
  • শিলিগুড়িতে আরও 23 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ।
  • দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত প্রশাসনিক দপ্তরের আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ।
  • সংক্রমণ বাড়ছে । তাই নতুন করে বন্ধ হতে চলেছে শিলিগুড়ির চারটি বাজার ।
  • মালদা জেলায় কোরোনা সংক্রমণ রুখতে বাজার হাটের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন ৷ পাশাপাশি বিকেল তিনটের পর রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷

06:39 June 29

কলকাতা , 29 জুন : লকডাউনের আজ 97 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • শেষ 24 ঘণ্টায় রাজ্যে আরও 572 জনের শরীরে কোরোনার সংক্রমণ ধরা পড়েছে ৷ এনিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 17 হাজার 283 ৷
  • শিলিগুড়িতে আরও 23 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস ।
  • দুর্গাপুরে কোরোনায় আক্রান্ত প্রশাসনিক দপ্তরের আরও এক ডেপুটি ম্যাজিস্ট্রেট ।
  • সংক্রমণ বাড়ছে । তাই নতুন করে বন্ধ হতে চলেছে শিলিগুড়ির চারটি বাজার ।
  • মালদা জেলায় কোরোনা সংক্রমণ রুখতে বাজার হাটের সময়সীমা কমানোর সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন ৷ পাশাপাশি বিকেল তিনটের পর রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.