ETV Bharat / state

লকডাউন আপডেট : রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 14 হাজার

author img

By

Published : Jun 23, 2020, 7:02 AM IST

Updated : Jun 23, 2020, 9:21 AM IST

Lockdown
লকডাউন

09:17 June 23

কলকাতা , 23 জুন : লকডাউনের আজ 91 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 36
  • পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে কোরোনায় আক্রান্ত অ্যাকাউন্ট ম্যানেজার ।

06:19 June 23

  • রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 413 জন ৷ মৃত্যু হয়েছে 14 জনের । সবমিলিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 14 হাজার 358 ।
  • আজ রথযাত্রা । শর্তসাপেক্ষে পুরীতে এবছর রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে প্রশানের নির্দেশে এবছর বন্ধ থাকছে মাহেশের রথযাত্রা ।
  • মধ্যমগ্রামে কোরোনা আক্রান্ত তৃণমূলের জনপ্রতিনিধি । গতকাল তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
  • রাজস্থানের আজমের থেকে রামপুরহাটে ফিরল 40 জন পরিয়ায়ী শ্রমিক । তবে তাঁদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়নি ।
  • মালদায় একদিনে কোরোনায় আক্রান্ত 44 জন ।
  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 9 জন ।
  • শিলিগুড়িতে ফের দুই কোরোনা আক্রান্তের মৃত্যু । বন্ধ হচ্ছে বিধান মার্কেট ।

09:17 June 23

কলকাতা , 23 জুন : লকডাউনের আজ 91 তম দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়েই চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 36
  • পূর্ব মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে কোরোনায় আক্রান্ত অ্যাকাউন্ট ম্যানেজার ।

06:19 June 23

  • রাজ্য সরকার প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন 413 জন ৷ মৃত্যু হয়েছে 14 জনের । সবমিলিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হল 14 হাজার 358 ।
  • আজ রথযাত্রা । শর্তসাপেক্ষে পুরীতে এবছর রথযাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তবে প্রশানের নির্দেশে এবছর বন্ধ থাকছে মাহেশের রথযাত্রা ।
  • মধ্যমগ্রামে কোরোনা আক্রান্ত তৃণমূলের জনপ্রতিনিধি । গতকাল তাঁর পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে ।
  • রাজস্থানের আজমের থেকে রামপুরহাটে ফিরল 40 জন পরিয়ায়ী শ্রমিক । তবে তাঁদের শারীরিক পরীক্ষা করার ব্যবস্থা করা হয়নি ।
  • মালদায় একদিনে কোরোনায় আক্রান্ত 44 জন ।
  • মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 9 জন ।
  • শিলিগুড়িতে ফের দুই কোরোনা আক্রান্তের মৃত্যু । বন্ধ হচ্ছে বিধান মার্কেট ।
Last Updated : Jun 23, 2020, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.