ETV Bharat / state

লকডাউন আপডেট : দক্ষিণ দিনাজপুরে শুরু পুলিশকর্মীদের কোরোনা পরীক্ষা - lockdown scenario of state

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jun 21, 2020, 1:12 PM IST

06:38 June 21

কলকাতা, 21 জুন : লকডাউনের আজ 89 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কোরোনা সচেতনতায় কলকাতাজুড়ে ডিজিটাল প্রচার
  • 87 দিন পর খুলল ঘোজাডাঙা স্থলবন্দর
  • দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু পুলিশকর্মীদের কোরোনা পরীক্ষা
  • নো স্কুল, নো ফিজ় । লকডাউনে স্কুল ফিজ় মকুবের দাবিতে বিক্ষোভে সরব কলকাতার দু'টি বেসরকারি স্কুলের অভিভাবকরা
  • কোরোনা পরিস্থিতিতে এবার সরকারি চিকিৎসা পরিষেবায় 2 হাজার 545 জন চিকিৎসক নিয়োগ করবেয স্বাস্থ্যদপ্তর ৷ তার মধ্যে 1 হাজার 371টি মেডিকেল অফিসারের পদে ও বাকি 1 হাজার 174টি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে নিয়োগ হবে
  • লকডাউনের পর বেসরকারি বাসগুলি পথে নামলেও প্রথম থেকে মিনিবাসের সংখ্যাটা অনেকটাই কম ছিল । তার উপর ক্রমাগত ডিজ়েলের দাম বাড়তে থাকায় উঠছে না জ্বালানির খরচ । যার জেরে প্রায় বন্ধের মুখে শহরের মিনিবাস পরিষেবা
  • 1 জুলাই রথের দিন খুলতে চলেছে কালীঘাট মন্দির । তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের কিছু বিধিনিষেধ মানতে হবে

06:38 June 21

কলকাতা, 21 জুন : লকডাউনের আজ 89 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কোরোনা সচেতনতায় কলকাতাজুড়ে ডিজিটাল প্রচার
  • 87 দিন পর খুলল ঘোজাডাঙা স্থলবন্দর
  • দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু পুলিশকর্মীদের কোরোনা পরীক্ষা
  • নো স্কুল, নো ফিজ় । লকডাউনে স্কুল ফিজ় মকুবের দাবিতে বিক্ষোভে সরব কলকাতার দু'টি বেসরকারি স্কুলের অভিভাবকরা
  • কোরোনা পরিস্থিতিতে এবার সরকারি চিকিৎসা পরিষেবায় 2 হাজার 545 জন চিকিৎসক নিয়োগ করবেয স্বাস্থ্যদপ্তর ৷ তার মধ্যে 1 হাজার 371টি মেডিকেল অফিসারের পদে ও বাকি 1 হাজার 174টি জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পদে নিয়োগ হবে
  • লকডাউনের পর বেসরকারি বাসগুলি পথে নামলেও প্রথম থেকে মিনিবাসের সংখ্যাটা অনেকটাই কম ছিল । তার উপর ক্রমাগত ডিজ়েলের দাম বাড়তে থাকায় উঠছে না জ্বালানির খরচ । যার জেরে প্রায় বন্ধের মুখে শহরের মিনিবাস পরিষেবা
  • 1 জুলাই রথের দিন খুলতে চলেছে কালীঘাট মন্দির । তবে কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে ভক্তদের কিছু বিধিনিষেধ মানতে হবে
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.