ETV Bharat / state

লকডাউন রাজ্য: কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের আরও এক কর্মী - লকডাউন রাজ্য

overall scenario of lockdown in west bengal
overall scenario of lockdown in west bengal
author img

By

Published : Jun 20, 2020, 7:00 AM IST

Updated : Jun 20, 2020, 12:53 PM IST

11:49 June 20

কলকাতা, 20 জুন : আজ লকডাউনের আজ 88 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ? 

  • কোরোনার মোকাবিলায় উপসর্গহীন অথবা সামান্য উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য রাজ‍্যজুড়ে আরও সেফ হোম চালুর দাবি জানাল সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । 

11:49 June 20

  • কোরোনা মোকাবিলায় এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস মেডিসিন শপে(FPMS) ন্যায্যমূল্যে বিক্রি হবে PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিট এবং মাস্ক ।

11:48 June 20

  • কোরোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি । তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

06:23 June 20

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত 355 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের । রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 529 ৷
  • কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের আরও এক কর্মী । কলকাতা পৌরনিগমে চলছে স্যানিটাইজ়েশনের কাজ ।
  • ফি মকুবের দাবিতে কলকাতার একাধিক বেসরকারি স্কুলে বিক্ষোভ অভিভাবকদের ৷
  • আজ ফের খুলছে ঘোজাডাঙা সীমান্ত ।

11:49 June 20

কলকাতা, 20 জুন : আজ লকডাউনের আজ 88 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ? 

  • কোরোনার মোকাবিলায় উপসর্গহীন অথবা সামান্য উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য রাজ‍্যজুড়ে আরও সেফ হোম চালুর দাবি জানাল সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । 

11:49 June 20

  • কোরোনা মোকাবিলায় এবার রাজ্যের সরকারি হাসপাতালগুলির ফেয়ার প্রাইস মেডিসিন শপে(FPMS) ন্যায্যমূল্যে বিক্রি হবে PPE (পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) কিট এবং মাস্ক ।

11:48 June 20

  • কোরোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের বৌদি । তাঁর দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের স্ত্রী কোরোনায় আক্রান্ত হয়েছেন ।

06:23 June 20

  • রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল 13 হাজার ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে কোরোনা আক্রান্ত 355 জন ৷ মৃত্যু হয়েছে 11 জনের । রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে হল 529 ৷
  • কোরোনায় আক্রান্ত কলকাতা পৌরনিগমের আরও এক কর্মী । কলকাতা পৌরনিগমে চলছে স্যানিটাইজ়েশনের কাজ ।
  • ফি মকুবের দাবিতে কলকাতার একাধিক বেসরকারি স্কুলে বিক্ষোভ অভিভাবকদের ৷
  • আজ ফের খুলছে ঘোজাডাঙা সীমান্ত ।
Last Updated : Jun 20, 2020, 12:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.