কলকাতা, 20 জুন : আজ লকডাউনের আজ 88 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
- কোরোনার মোকাবিলায় উপসর্গহীন অথবা সামান্য উপসর্গ রয়েছে এমন রোগীদের চিকিৎসার জন্য রাজ্যজুড়ে আরও সেফ হোম চালুর দাবি জানাল সরকারি চিকিৎসকদের বিভিন্ন সংগঠন ।