কলকাতা, 16 জুন : লকডাউনের আজ 84 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?
- কলকাতায় কোরোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে । গত 24 ঘণ্টায় আরও 104 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস । এই নিয়ে কলকাতায় মোট সংক্রমণের সংখ্যা বেড়ে হল 3 হাজার 776 ।
- কোরোনা আক্রান্তদের চিকিৎসা বন্ধের দাবিতে সাগরদত্ত হাসপাতালে বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ ।
- প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্রের বাড়ির পরিচারিকা কোরোনা আক্রান্ত । ভবানীপুরের বাড়িতে পরিবারকে নিয়ে আইসোলেশনে থাকার সিদ্ধান্ত তৃণমূল নেতার ।
- কোরোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন অ্যান্টি ফ্রড বিভাগের অফিসার ।
- উত্তরবঙ্গে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তাই কোয়ারানটিন সেণ্টারগুলিকে COVID হাসপাতালে রূপান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেখানে রাখা হবে কোরোনা আক্রান্ত উপসর্গহীন রোগীদের ।
- শহরের যত্রতত্র মাস্ক , হ্যান্ড গ্লাভস ও সার্জিকাল ক্যাপ না ফেলে নির্দিষ্ট হলুদ রঙের ডাস্টবিনে ফেলার ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পৌরনিগম ।
- বাড়ি থেকে কাজ করা কর্মীদের জন্য এবার একটি বিশেষ সফটওয়্যার আনতে চলেছে রাজ্য সরকার ।