ETV Bharat / state

লকডাউন আপডেট : দিল্লি থেকে বাইক চালিয়ে মালদা ফিরল কোরোনা সংক্রমিত যুবক - lockdown 5.0

গ্রাফিক্স
গ্রাফিক্স
author img

By

Published : Jun 12, 2020, 7:05 AM IST

06:27 June 12

কলকাতা, 11 জুন : লকডাউনের আজ 80 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?  

  • দিল্লি থেকে বাইক চালিয়ে মালদা ফিরল কোরোনা সংক্রমিত যুবক  
  • সর্দি ও কাশির উপসর্গ-সহ জ্বরে আক্রান্ত অশোক ভট্টাচার্য
  • ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত 12 বছরের নিচে বাচ্চাদের স্কুলে পাঠানো যাবে না, এমনই দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে  
  • কৃষি দপ্তরের কার্যালয়ের মধ্যে তৈরি করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিন সেন্টার । শ্রমিকদের PPE কিট পরিয়ে ধানের বীজ বের করতে হল কৃষি দপ্তরকে  
  • প্রায় আড়াই মাস পর বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বাজার সরে গিয়ে তহবাজারে বসতে চলেছে  
  • গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 440 জন । এই নিয়ে রাজ্যের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 হাজার 768 । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 442 জনের মৃত্যু হয়েছে  

06:27 June 12

কলকাতা, 11 জুন : লকডাউনের আজ 80 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?  

  • দিল্লি থেকে বাইক চালিয়ে মালদা ফিরল কোরোনা সংক্রমিত যুবক  
  • সর্দি ও কাশির উপসর্গ-সহ জ্বরে আক্রান্ত অশোক ভট্টাচার্য
  • ভ্যাকসিন আবিষ্কার হওয়া পর্যন্ত 12 বছরের নিচে বাচ্চাদের স্কুলে পাঠানো যাবে না, এমনই দাবিতে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে  
  • কৃষি দপ্তরের কার্যালয়ের মধ্যে তৈরি করা হয়েছিল পরিযায়ী শ্রমিকদের কোয়ারানটিন সেন্টার । শ্রমিকদের PPE কিট পরিয়ে ধানের বীজ বের করতে হল কৃষি দপ্তরকে  
  • প্রায় আড়াই মাস পর বালুরঘাট হাইস্কুল মাঠ থেকে বাজার সরে গিয়ে তহবাজারে বসতে চলেছে  
  • গত 24 ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 440 জন । এই নিয়ে রাজ্যের সংখ্যা বেড়ে দাঁড়াল 9 হাজার 768 । এপর্যন্ত কোরোনায় আক্রান্ত হয়ে রাজ্য়ে মোট 442 জনের মৃত্যু হয়েছে  
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.