কলকাতা, 10 জুন : লকডাউনের আজ 78 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?
- পৌরকর্মীদের যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করল কলকাতা পৌরনিগম । চলবে মোট 11 টি বাস । রাজ্যের আটটি জেলা থেকে বাসগুলি চলাচল করবে
- গত 24 ঘণ্টায় হাওড়ায় কোরোনায় মৃত 3 জন