ETV Bharat / state

লকডাউন আপডেট : অবশেষে খুলতে চলেছে পেট্রাপোল সীমান্ত - lockdown 5.0

Graphics
গ্রাফিক্স
author img

By

Published : Jun 7, 2020, 6:59 AM IST

06:16 June 07

কলকাতা, 7 জুন : লকডাউনের আজ 75 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • চালু হল উত্তরপাড়া থেকে কলকাতা ফেরি পরিষেবা । ফেয়ারলি ঘাট পর্যন্ত ফেরি চলবে
  • হাওড়ায় হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য জেলার আরও একটি হাসপাতালকে COVID-19 হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হল
  • 8 জুন থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তবে শুধুমাত্র প্রশাসনিক বিভাগগুলি । থাকছে বেশ কিছু নির্দেশিকাও
  • সবুজ সংকেত দিল রাজ্য সরকার ৷ অবশেষে খুলতে চলেছে পেট্রাপোল সীমান্ত ৷ শুরু হতে চলেছে সীমান্ত বাণিজ্য
  • কোরোনায় মৃতের পরিজনদের কথা মাথায় রেখে কয়েকটি নিয়মে বদল আনল রাজ্য সরকার ৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে কোরোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলেও শেষশ্রদ্ধা জানাতে পারবেন তাঁর পরিজনরা

06:16 June 07

কলকাতা, 7 জুন : লকডাউনের আজ 75 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • চালু হল উত্তরপাড়া থেকে কলকাতা ফেরি পরিষেবা । ফেয়ারলি ঘাট পর্যন্ত ফেরি চলবে
  • হাওড়ায় হু হু করে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । তাই আক্রান্তদের দ্রুত চিকিৎসার জন্য জেলার আরও একটি হাসপাতালকে COVID-19 হাসপাতাল হিসেবে চিহ্নিত করা হল
  • 8 জুন থেকে খুলে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয় । তবে শুধুমাত্র প্রশাসনিক বিভাগগুলি । থাকছে বেশ কিছু নির্দেশিকাও
  • সবুজ সংকেত দিল রাজ্য সরকার ৷ অবশেষে খুলতে চলেছে পেট্রাপোল সীমান্ত ৷ শুরু হতে চলেছে সীমান্ত বাণিজ্য
  • কোরোনায় মৃতের পরিজনদের কথা মাথায় রেখে কয়েকটি নিয়মে বদল আনল রাজ্য সরকার ৷ নতুন নির্দেশিকায় বলা হয়েছে, এবার থেকে কোরোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হলেও শেষশ্রদ্ধা জানাতে পারবেন তাঁর পরিজনরা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.