ETV Bharat / state

লকডাউন আপডেট : কোরোনা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের হোমগার্ড

ছবি
ছবি
author img

By

Published : Jun 5, 2020, 6:44 AM IST

Updated : Jun 5, 2020, 8:28 AM IST

05:59 June 05

কলকাতা, 5 জুন : লকডাউনের আজ 73 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কোরোনা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল অগরওয়ালের বাড়িতে কর্তব্যরত এক হোমগার্ড । গোলাবাড়ি থানা এলাকার একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে
  • হুগলিতে বাড়ছে কোরোনা সংক্রমণ । স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সাহায্যে এগিয়ে এল শ্রীরামপুর স্টেট ব্যাঙ্ক । তাদের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের PPE কিট দেওয়া হল
  • উত্তর দিনাজপুরে ফের নতুন করে কোরোনা আক্রান্ত সাত জন
  • 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । আপাতত 10 বছরের কম বয়সি শিশু শিল্পীদের নিয়ে শুটিং করা যাবে না । তবে 65 বছরের বেশি অভিনেতাদের নিয়ে শুটিংয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই
  • কলকাতার রাস্তায় হাতে গোনা বেসরকারি বাস । গতকাল নেওয়া হয়েছে বাড়তি ভাড়াও
  • রাত 9 টা থেকে সকাল 5 টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে সকলকে । গতকাল এমনই নির্দেশিকা জারি করেছে নবান্ন
  • রাজ্যে একদিনে কোরোনা আক্রান্ত 368 । মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ছুঁতে চলেছে । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও

05:59 June 05

কলকাতা, 5 জুন : লকডাউনের আজ 73 দিন । দিন যত এগোচ্ছে রাজ্যে তত জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি । প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা । এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি?

  • কোরোনা আক্রান্ত হাওড়া সিটি পুলিশের কমিশনার কুণাল অগরওয়ালের বাড়িতে কর্তব্যরত এক হোমগার্ড । গোলাবাড়ি থানা এলাকার একটি হাসপাতালে তাঁকে ভরতি করা হয়েছে
  • হুগলিতে বাড়ছে কোরোনা সংক্রমণ । স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকদের সাহায্যে এগিয়ে এল শ্রীরামপুর স্টেট ব্যাঙ্ক । তাদের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের PPE কিট দেওয়া হল
  • উত্তর দিনাজপুরে ফের নতুন করে কোরোনা আক্রান্ত সাত জন
  • 10 জুন থেকে শুটিং শুরু হতে চলেছে টলিউডে । আপাতত 10 বছরের কম বয়সি শিশু শিল্পীদের নিয়ে শুটিং করা যাবে না । তবে 65 বছরের বেশি অভিনেতাদের নিয়ে শুটিংয়ের ক্ষেত্রে কোনও বাধা নেই
  • কলকাতার রাস্তায় হাতে গোনা বেসরকারি বাস । গতকাল নেওয়া হয়েছে বাড়তি ভাড়াও
  • রাত 9 টা থেকে সকাল 5 টা পর্যন্ত বাড়িতে থাকতে হবে সকলকে । গতকাল এমনই নির্দেশিকা জারি করেছে নবান্ন
  • রাজ্যে একদিনে কোরোনা আক্রান্ত 368 । মোট আক্রান্তের সংখ্যা সাত হাজার ছুঁতে চলেছে । আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃতের সংখ্যাও
Last Updated : Jun 5, 2020, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.